সিডনিতে ‘দর্পণে শরৎশশী’

সিডনিতে মঞ্চস্থ দর্পণে শরৎশশী নাটকের একটি দৃশ্যছবি: সোমনাথ দে

অস্ট্রেলিয়ার সিডনিতে মঞ্চস্থ হলো ‘দর্পণে শরৎশশী’। সম্প্রতি সিডনির বেলাভিস্তার একটি খামারবাড়িতে গ্রামবাংলার আবহে নাটকটি উপস্থাপন করে সিডনির আঙ্গিক থিয়েটার। খোলা ময়দানে টিনের চালের নিচে মঞ্চের চারপাশে গোল হয়ে বসে সদ্য প্রয়াত নাট্যকার মনোজ মিত্রর নাটকটি উপভোগ করেন বাঙালি দর্শক। নাটকটির নির্দেশনা দিয়েছেন রাহুল গাঙ্গুলি।
নাটকটিতে অভিনয় করেছেন দুই বাংলার সিডনিপ্রবাসী বাঙালিরা। বিভিন্ন চরিত্রে ছিলেন স্বপ্না মজুমদার, রাহুল গাঙ্গুলি, তুষার তাসু, সৌনক মিত্র, শান্তনু, অরিন্দম কাঞ্জিলাল, সাইমন পাল, তসলিম আহমেদ, অনুশ্রী রায়, তপন শীল, শাকিল চৌধুরী, শাওন অরিজিৎ, অপু সাহা, দেবাশীষ চক্রবর্তী, সোমাভো ভট্টাচার্য, দেবযানী প্রমুখ। নাটকের ‘চুড়োমামা’ চরিত্রে অভিনয় করেছেন সিডনির প্রবাসী বাংলাদেশি সাইমন পাল।

সিডনির বেলাভিস্তার একটি খামারবাড়িতে গ্রামবাংলার আবহে নাটকটি উপস্থাপন করে সিডনির আঙ্গিক থিয়েটার
ছবি: প্রথম আলো

তিনি বলেন, ‘দ্রুতগতির ইন্টারনেটের ডুমস্ক্রলিংয়ের যুগেও আমরা সুস্থ-শুদ্ধ বাংলা সংস্কৃতিকে উজ্জীবিত রাখতে চাই। অস্ট্রেলিয়ায় আরও বড় পরিসরে বাংলা মঞ্চনাটককে প্রদর্শন করতে চাই আমরা।’
সিডনির প্রবাসী বাংলাদেশি দর্শক সংস্কৃতিকর্মী নাহিদ রূপসার জন্য প্রদর্শনীটি ছিল নতুন এক অভিজ্ঞতা।

নাটকটিতে অভিনয় করেছেন দুই বাংলার সিডনিপ্রবাসী বাঙালিরা
ছবি: সোমনাথ দে

বললেন, ‘থিয়েটারে মঞ্চনাটক দেখার অভিজ্ঞতা আমার সিডনিতে আছে। কিন্তু এমন উন্মুক্ত জায়গায় পড়ন্ত বিকেলে একদম গ্রামবাংলার আবহে মঞ্চনাটক উপভোগ সত্যি অসাধারণ। আমরা সবাই গোল হয়ে বসেছিলাম আর মাঝখানে টিনের বৈঠকখানার মতো একটা মঞ্চে নাটক হচ্ছিল। নাটক দেখতে দেখতে ভুলেই গিয়েছিলাম সিডনিতে আছি, না বাংলাদেশের কোনো মফস্‌সলের ময়দানে।’