আজ ‘দমের মাদার’

এবার ২৩তম ভারত রঙ্গ মহোৎসব ২০২৪-এ আমন্ত্রণ পেয়েছে নাট্যম রেপার্টরির বহুল প্রশংসিত নাটক ‘দমের মাদার’ছবি: নাট্যম রেপার্টরির সৌজন্যে

বিশ্বের অন্যতম বৃহৎ নাট্যোৎসব হয় ভারতে। ভারত রঙ্গ মহোৎসব নামে পরিচিত এ আয়োজন। ন্যাশনাল স্কুল অব ড্রামা, দিল্লি ও ভারত সরকারের যৌথ আয়োজনে ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশের আলোচিত নাটক প্রদর্শিত হয় এ উৎসবে। ফেব্রুয়ারি মাসের ১ তারিখে শুরু হয়েছে এ উৎসব। ২১ তারিখ পর্যন্ত ভারতের ১৬টি শহরে চলবে উৎসব। এবার ২৩তম ভারত রঙ্গ মহোৎসব ২০২৪-এ আমন্ত্রণ পেয়েছে নাট্যম রেপার্টরির বহুল প্রশংসিত নাটক ‘দমের মাদার’। নাটকটি রচনা করেছেন সাধনা আহমেদ এবং নির্দেশনা দিয়েছেন আইরিন পারভীন লোপা।

নাটকটি রচনা করেছেন সাধনা আহমেদ এবং নির্দেশনা দিয়েছেন আইরিন পারভীন লোপা
ছবি: নাট্যম রেপার্টরির সৌজন্যে

৯ ফেব্রুয়ারি রাজস্থানের যোধপুরে সংগীত নাট্য একাডেমির মিলনায়তনে নাটকটির ৬৯তম এবং দিল্লির মেঘদূত অডিটরিয়ামে নাটকটির ৭০তম মঞ্চায়ন হবে। এ উৎসবে অংশগ্রহণের প্রাক্কালে আজ শনিবার, সন্ধ্যা সাতটায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে ‘দমের মাদার’ নাটকের ৬৮তম মঞ্চায়ন হবে।

‘দমের মাদার’ নাট্যম রেপার্টরির প্রথম প্রযোজনা। ২০১০ সালের ৩০ এপ্রিল প্রথমবার মঞ্চায়িত হয় এ নাটক। এ পর্যন্ত ভারতের নানা উৎসবে ১৬বার নাটকটি নিয়ে নাট্যম রেপার্টরি অংশগ্রহণ করেছে। বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় লোকায়ত আখ্যান মাদার পীরকে নিয়ে এই নাটকটির কাহিনি রচিত হয়েছে।