পুতুলনাট্য দিবসে বর্ণিল আয়োজন

বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে মঙ্গলবার দিনব্যাপী উদ্‌যাপিত হলো জাতীয় পুতুলনাট্য উৎসব-২০২৩। জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার মিলনায়তনে সন্ধ্যা সাড়ে ছয়টায় অনুষ্ঠিত হয় এ উৎসবের মূল আয়োজন।

১ / ১২
সন্ধ্যা সাড়ে সাতটায় শুরু হয় মাল্টিমিডিয়া পাপেট থিয়েটার এবং বাংলাদেশের পুতুলনাট্য উন্নয়ন ও গবেষণাকেন্দ্র পুতুলনাট্য প্রদর্শনী
খালেদ সরকার
২ / ১২
আলোচনা পর্বের পর এই অনুষ্ঠানে গুণী পুতুলনাট্যশিল্পী কাজলী বেগমকে সম্মাননা দেওয়া হয়
খালেদ সরকার
৩ / ১২
সম্মানিত গুণী শিল্পী অধ্যাপক রশীদ হারুন
খালেদ সরকার
৪ / ১২
গুণী পুতুলনাট্যশিল্পী ভানু চন্দ্র বর্মনকে সম্মাননা দেওয়া হয়
৫ / ১২
বিশ্ব পুতুলনাট্য দিবস উপলক্ষে উদ্‌যাপিত হয়েছে এই উৎসব
খালেদ সরকার
৬ / ১২
বিশ্ব পুতুলনাট্যশিল্পের সঙ্গে দেশের সব পুতুলনাট্যশিল্পী ও সংগঠনকে সম্পৃক্ত করে বাংলাদেশ শিল্পকলা একাডেমি দিবসটিকে বিশেষ আয়োজনে উদ্‌যাপন করে আসছে
খালেদ সরকার
৭ / ১২
জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার মিলনায়তনে সন্ধ্যা সাড়ে ছয়টায় অনুষ্ঠিত হয় এ উৎসবের মূল আয়োজন
খালেদ সরকার
৮ / ১২
জাতীয় পুতুলনাট্য উৎসবে একটি পরিবেশনা
খালেদ সরকার
৯ / ১২
সম্মাননা গ্রহণ করছেন কিরীটি রঞ্জন বিশ্বাস
ছবি: খালেদ সরকার
১০ / ১২
বিকেলে বের হয় শোভাযাত্রা
সংগৃহীত
১১ / ১২
আয়োজন করা হয় কর্মশালা
সংগৃহীত
১২ / ১২
এই উৎসবের নানা কর্মসূচির মধ্যে ছিল স্কুল পর্যায়ে পুতুলনাট্য প্রদর্শনী
সংগৃহীত