২০২৪: হতে পারে নতুন মঞ্চনাটকের বছর

তীরন্দাজ রেপার্টরি গত দুই মাস ‘আমি গাধা বলছি’ নাটকের মহড়া করেছেদীপক সুমনের সৌজন্যে

গত বছর ৭০টির বেশি নতুন নাটক মঞ্চে এসেছে। নতুন বছরে সংখ্যাটা ছাড়িয়ে যেতে পারে বলে মনে করছেন মঞ্চকর্মীরা। নিয়মিত চর্চা করে, এমন প্রায় সব বড় দলই নতুন নাটকের প্রস্তুতি নিয়েছে। চলছে মহড়াও। তবে বেশির ভাগ নাটকের উদ্বোধনী প্রদর্শনীর তারিখ কিংবা মাস ঠিক হয়নি। এ বছর নাট্যাচার্য সেলিম আল দীনের ৭৫তম জন্মবার্ষিকী। ১৯৪৯ সালের ১৮ আগস্ট ফেনী জেলার সোনাগাজী থানার সেনেরখিল গ্রামে জন্মগ্রহণ করেন। বরেণ্য এই নাট্যজনের জন্মবার্ষিকী উপলক্ষে স্বপ্নদল তাঁর নাটক নিয়ে আসবে। ১৮ আগস্ট অনুষ্ঠেয় ‘নাট্যাচার্য সেলিম আল দীন জন্মোৎসব ২০২৪’-এ নাটকটি মঞ্চে আসতে পারে। ১৫ এপ্রিল মেঘদূত নাট্যদল মঞ্চে নিয়ে আসবে গৌতম হালদার নির্দেশিত, অপূর্ব কুমার কুণ্ডুর লেখা নাটক ‘আব্রাহাম লিংকন’।

মহাকাল নাট্য সম্প্রদায় নিয়ে আসবে নতুন নাটক ‘ড. হ্যানিম্যান’। ‘মহাকালের শিখণ্ডী কথা’ নাটকের ২০০তম মঞ্চায়ন হবে এ বছর। গত বছরের শেষ, অর্থাৎ ২৯ ডিসেম্বর তারা মঞ্চে আনে নতুন নাটক ‘সুরেন্দ্র কুমারী’। আনন জামানের লেখা এবং শামীম সাগর নির্দেশিত নাটকটি নতুন বছরে নতুন নাটক হিসেবে অনেক দর্শকের আগ্রহের বিষয় হতে পারে।

সেলিম আল দীন। সংগৃহীত

বছর শেষে নভেম্বর মাসে নাগরিক নাট্য সম্প্রদায়ের উদ্যোগে ‘আলী যাকের নতুনের উৎসব’-এ একসঙ্গে পাঁচটি নতুন নাটক যোগ হবে মঞ্চে। গত বছর এই দলের পৃষ্ঠপোষকতায় মঞ্চে সব নাটকই সাড়া ফেলে।

ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে নাটকের দল থিয়েটার, এ বছর পালা নাটক নিয়ে আসবে তারা। নাটকের দল অনুস্বর প্রতিষ্ঠা করেছে নিজস্ব স্টুডিও থিয়েটার। চলতি বছর নিজেদের স্টুডিওকে নতুন করে সাজাবে তারা। পাশাপাশি দুটি নতুন নাটক আনার পরিকল্পনা রয়েছে এই দলের। বাতিঘর থিয়েটার ফেব্রুয়ারিতে নিয়ে আসবে দলের ১৭তম প্রযোজনা মুক্তনীল নির্দেশিত নাটক ‘প্যারাবোলা’। তীরন্দাজ রেপার্টরি কৃষণ চন্দরের ‘ম্যায় গাধা হুঁ’ উপন্যাস অবলম্বনে ‘আমি গাধা বলছি’ নাটকের প্রযোজনা করছে। গত দুই মাস তারা মহড়া করেছে। মার্চের প্রথম সপ্তাহে এটি মঞ্চে আনবে তারা। মণিপুরি থিয়েটার রবীন্দ্রনাথের ‘রক্তকরবী’ আনছে বিষ্ণুপ্রিয়া মণিপুরি ভাষায়। থিয়েটার আর্ট ইউনিট মার্চ মাসে ফোকধর্মী নতুন নাটক নিয়ে আসছে। তবে এখনই নাটকের নাম বলতে নারাজ দলের সদস্যরা। আরণ্যকও নতুন নাটকের জন্য কর্মশালা করেছে। তবে এখন নাটকের নাম চূড়ান্ত হয়নি।

চট্টগ্রামের নান্দীমুখ এ বছর দুটি নতুন নাটক আনবে। ফেব্রুয়ারিতে তারা নিয়ে আসবে অভিজিৎ সেনগুপ্তর নির্দেশনায় নাটক ‘অর্ফিয়ুস’। এপ্রিলে আসবে এ দলের নতুন নাটক ‘ডেঞ্জারাস গেম’। ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলে নাট্যোৎসবের পরিকল্পনা করছে বিভিন্ন দল ও সংগঠন। আসবে দেশের বাইরের বিভিন্ন নাটকের দল। সব মিলে নতুন বছরটি মঞ্চনাটকের জন্য জমজমাট একটি বছর হতে পারে বলে ধারণা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।