আলী যাকের নাটকটি দেখে যেতে পারলেন না

নাটকের মহড়ার দৃশ্যছবি: নির্দেশকের সৌজন্যে

ঢাকার মঞ্চে যুক্তরাষ্ট্রের নাট্যকার এ আর গার্নির পুলিৎজার পুরস্কারের জন্য মনোনয়নপ্রাপ্ত নাটক ‘লাভ লেটারস’ নিয়ে আসছে নাট্যদল থিয়েটার। আবদুস সেলিমের করা বাংলা রূপান্তরের পাঠ-অভিনয় করবেন শিল্পী রামেন্দু মজুমদার ও ফেরদৌসী মজুমদার।

কাল শুক্রবার সন্ধ্যা সাতটায় বাংলাদেশ মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে নাটকের উদ্বোধনী মঞ্চায়ন হবে। পরদিন শনিবারও একই মঞ্চে আরেকটি প্রদর্শনী রয়েছে। থিয়েটারের ৪৮তম প্রযোজনাটির নির্দেশনা দিচ্ছেন নির্দেশক ত্রপা মজুমদার।
নাটকে অনন্ত ও মাইশা নামের দুই চরিত্রে পাওয়া যাবে রামেন্দু মজুমদার ও ফেরদৌসী মজুমদারকে। অনন্ত চরিত্রে প্রয়াত অভিনেতা, নির্দেশক আলী যাকেরকে ভাবা হয়েছিল, তবে তিনি করে যেতে পারেননি। আলী যাকেরের পরামর্শে অনন্ত চরিত্রে যুক্ত হয়েছেন রামেন্দু মজুমদার।

নাটকের মহড়ার দৃশ্য
ছবি: নির্দেশকের সৌজন্যে

আজ বৃহস্পতিবার দুপুরে রামেন্দু মজুমদার মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ২০১৭ সালের দিকে আলী যাকের একটু সেরে উঠেছিলেন। অনন্ত চরিত্রে আলী যাকের ও মাইশা চরিত্রে ফেরদৌসী মজুমদারকে নিয়ে নাটকটি করার পরিকল্পনা করা হয়েছিল।
রামেন্দু মজুমদার বলেন, ‘একদিন আলী যাকেরের বাড়িতে গিয়ে নাটকটি পড়ে শোনানো হয়েছিল। আলী যাকের খুব উৎসাহ দেখাল। তারপর তিন-চারবার মহড়ার শিডিউল করা হলেও শারীরিক অসুস্থতার কারণে অংশ নিতে পারেনি। শেষ পর্যন্ত আর সম্ভব হলো না। একসময় যাকেরই আমাকে বলল, “আপনারা শুরু করে দেন, আই উইল জয়েন।” সেই জয়েন করা আর হলো না।’
দীর্ঘদিন ক্যানসারের সঙ্গে লড়াই করে ২০২০ সালের নভেম্বরে মারা যান আলী যাকের। নাটকটি আলী যাকেরকে উৎসর্গ করেছে নাট্যদল থিয়েটার।

‘লাভ লেটারস’ নাটকের পাঠে-অভিনয়ে অনন্ত ও মাইশার ৬০ বছরের জীবনপ্রবাহ উঠে এসেছে। তাঁদের জীবনপ্রবাহে মুক্তিযুদ্ধের বিষয়টিও অন্তর্ভুক্ত করা হয়েছে। অনন্ত দেশের বাইরে ব্যারিস্টারি পড়াশোনা করেছে। একাত্তরে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছে। মুক্তিযুদ্ধের পর ব্যারিস্টারি ছেড়ে মুক্তিযুদ্ধ ও বীরাঙ্গনাদের নিয়ে লেখালেখিতে মনোনিবেশ করেছে। অন্যদিকে মাইশা ধনী পরিবারের মেয়ে, অনেকটা ডানপিটে।
নাটকের মঞ্চ ও আলোক পরিকল্পনা করেছেন পলাশ হেন্ড্রি সেন। আবহ সংগীতে কলকাতার সৌরেন্দ্র ও সৌম্যজিতের অনুমতি নিয়ে তাঁদের সংগীত ব্যবহৃত হচ্ছে। পোশাক পরিকল্পনায় রয়েছেন গুলশান আরা। ডিজাইন ও অলংকরণ করেছেন প্রদীপ চক্রবর্তী। নাটকের দুই অভিনেতার সহকারী হিসেবে থাকছেন রবিন বসাক ও নাজমুন নাহার।

নতুন নাটক হিসেবে শেষবারের মতো ‘বারামখানা’ নাটকে দেখা গেছে রামেন্দু মজুমদার ও ফেরদৌসী মজুমদারকে, এরপর ‘লাভ লেটারস’। মাঝে পুরোনো নাটকের মধ্যে ‘মেরাজ ফকিরের মা’ নাটকেও পাওয়া যায় তাঁদের। থিয়েটারের ৪৭তম প্রযোজনা ‘পোহালে শর্বরী’ মঞ্চে আসে গত বছরের জুলাইয়ে। নাটকটি নির্দেশনা দেন রামেন্দু মজুমদার।

আরও পড়ুন