ড্রামা লিগে মনোনয়ন পেল ‘পাবলিক অবসেনিটিস’

নিউইয়র্কের জনপ্রিয় সোহো রেপো থিয়েটারে গত ১৫ ফেব্রুয়ারি থেকে ১৬ এপ্রিল পর্যন্ত মঞ্চস্থ হয়েছে ‘পাবলিক অবসেনিটিজ’।
প্রথম আলো

বাংলা ও ইংরেজিভাষী অফ-ব্রডওয়ে নাটক ‘পাবলিক অবসেনিটিজ’ শ্রেষ্ঠ নাটক হিসেবে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ পুরস্কার ড্রামা লিগে মনোনীত হয়েছে। এই নাটকের জন্য সেরা পরিচালকের মনোনয়ন পেয়েছেন বাঙালি নাট্যকার ও পরিচালক মিশা চৌধুরী। একই নাটকে কাজ করে বিশিষ্ট অভিনেতা বিভাগে মনোনীত হয়েছেন আরেক বাঙালি অভিনয়শিল্পী গার্গী মুখার্জি। ২৫ এপ্রিল ম্যানহাটনের পাবলিক লাইব্রেরিতে এক অনাড়ম্বর অনুষ্ঠানে এই মনোনয়ন ঘোষিত হয়।
নিউইয়র্কের জনপ্রিয় সোহো রেপো থিয়েটারে গত ১৫ ফেব্রুয়ারি থেকে ১৬ এপ্রিল পর্যন্ত মঞ্চস্থ হয়েছে ‘পাবলিক অবসেনিটিজ’। বিষয়ের বৈচিত্র্য ও প্রযোজনার মুনশিয়ানার জন্য নাটকটি দর্শক ও নাট্যবিশেষজ্ঞদের নজর কেড়েছে।

এক দীর্ঘ সমীক্ষায় নাটকটিকে ‘সম্মোহক’ অভিহিত করে নিউইয়র্ক টাইমস পত্রিকা লিখেছে, লেখক-পরিচালক মিশা চৌধুরী একই সঙ্গে নানা বিষয়, ইতিহাস ও সম্ভাবনাকে এমন দক্ষতার সঙ্গে একই সুতায় গেঁথেছেন যে প্রায় তিন ঘণ্টা স্থায়ী নাটকটি শেষ হওয়ার পরও আরও কিছু পাওয়ার জন্য অপেক্ষায় থাকেন দর্শক। টাইমস–এর ভাষায়, নাটকটি নব্য বাস্তববাদী নাট্যধারার সেরা কাজগুলো মনে করিয়ে দেয়।
নাটকটির কেন্দ্রে আছেন যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত বাঙালি-আমেরিকান যুবক ছোটন আর তার কৃষ্ণকায় মার্কিন বন্ধু। তারা কলকাতায় পিসির বাসায় বেড়াতে আসার পর তৈরি হয় বহুমুখী পারিবারিক উত্তেজনা। মার্কিন যুবকটি ছাড়া নাটকের সব পাত্র–পাত্রীই বাংলা-ইংরেজি মিলিয়ে কথা বলে। ইলেকট্রনিক পর্দায় বাংলা সংলাপের ইংরেজি অনুবাদ থাকলেও ভাষার এই মিশ্রণ অবাঙালি দর্শকদের জন্য আদৌ কোনো প্রতিবন্ধক হয়ে ওঠে না।

ভাষার আসল কাজ হলো যোগাযোগ, একে অপরের সঙ্গে সংযোগ প্রতিষ্ঠা করা। ভাষার ভিন্নতা সে সংযোগ প্রতিষ্ঠায় আদৌ কোনো প্রতিবন্ধক নয়। নাটকটির এই দ্বিভাষিক বৈশিষ্ট্য বাঙালি-অবাঙালি সব দর্শককেই মুগ্ধ করে।
আমেরিকায় প্রাচীনতম নাট্য পুরস্কারের একটি ড্রামা লিগ। ১৯২২ সাল থেকে এই পুরস্কার প্রদান করা হচ্ছে।

পাবলিক অবসেনিটিস ছাড়া এ বছর শ্রেষ্ঠ নাটকের জন্য মনোনীত হয়েছে লাইফ অব পাই, সামার ১৯৭৬, দ্য ব্যান্ডেজড প্লেসসহ মোট ১৩টি নাটক। দীর্ঘদিন পর পুনরায় অভিনীত হচ্ছে এমন নাটকের মধ্যে রয়েছে ডলস হাউস ও আ রেইজিন ইন দ্য সান। গার্গী মুখার্জি ছাড়া বিশিষ্ট অভিনেতার পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন জেসিকা চেস্টেইন ও ড্যানিয়েল ব্রুকস।
আগামী ১৯ মে নিউইয়র্কে এক অনুষ্ঠানে ড্রামা লিগ পুরস্কারের বিজয়ীদের নাম ঘোষণা করা হবে এবং তাঁদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।