অভিনেতা সমু চৌধুরীকে পরিবারের জিম্মায় দিতে চায় পুলিশ

সমু চৌধুরীছবি: ফেসবুক

দুপুর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনেতা সমু চৌধুরীর গামছা পরা অবস্থায় গাছের নিচে শুয়ে থাকার ছবি ভাইরাল হয়। ছবির সূত্র ধরে অসুস্থ অবস্থায় অভিনেতাকে ময়মনসিংহের গফরগাঁও উপজেলার মশাখালী ইউনিয়নের একটি মাজার থেকে উদ্ধার করে পুলিশ।
এখন সমু চৌধুরীকে নিরাপদ স্থানে রাখা হয়েছে। পুলিশ জানিয়েছে, পরিবারের জিম্মায় তাঁকে তুলে দেওয়া হবে।

আরও পড়ুন

পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফেরদৌস আলম প্রথম আলোকে বলেন, ‘উনি এখন কিছুটা সুস্থতা অনুভব করছেন। আমার টিম তাঁর সঙ্গে আছে। অভিনয়শিল্পী সংঘের নেতাদের সঙ্গেও আমাদের সার্বক্ষণিক যোগাযোগ চলছে। ঢাকা থেকে কয়েকজন রওনা হয়েছেন।’
সর্বশেষ অবস্থা জানতে যোগাযোগ করা হয় ছোট পর্দার শিল্পীদের সংগঠন অভিনয়শিল্পী সংঘের সঙ্গে। সংগঠনটির সাধারণ সম্পাদক অভিনেতা রাশেদ মামুন অপু প্রথম আলোকে বলেন, ‘উনি এখন কোথাও যেতে চাচ্ছেন না। তাঁর সঙ্গে পুলিশ ও স্থানীয় মানুষজন আছেন। ওনার পরিবারের সঙ্গে আমাদের যোগাযোগ হয়েছে। কিছুক্ষণের মধ্যে আমাদের টিম গফরগাঁওয়ের উদ্দেশে রওনা হবে। ঘটনাস্থলে গিয়ে বাকি বিষয় জানা যাবে।’

নাটকের পাশাপাশি চলচ্চিত্রেও অভিনয় করেছেন সমু চৌধুরী। ১৯৯৫ সালে আমজাদ হোসেন পরিচালিত ‘আদরের সন্তান’ ছবির মধ্য দিয়ে চলচ্চিত্রে অভিষেক। এরপর ‘দোলন চাঁপা’, ‘শত জনমের প্রেম’, ‘মায়ের অধিকার’, ‘দেশ দরদী’, ‘মরণ নিয়ে খেলা’, ‘প্রেমের নাম বেদনা’, ‘যাবি কই’, ‘সুন্দরী বধূ’সহ বেশ কিছু ছবিতে অভিনয় করেন।