থিয়েটারের মুনীর চৌধুরী সম্মাননা পাচ্ছেন শিমূল ইউসুফ
আজ ২৭ নভেম্বর শহীদ অধ্যাপক মুনীর চৌধুরীর শততম জন্মদিন। এ উপলক্ষকে সামনে রেখে গতকাল ‘মুনীর চৌধুরী সম্মাননা’ এবং ‘মোহাম্মদ জাকারিয়া স্মৃতিপদক’প্রাপ্তদের নাম ঘোষণা করেছে নাট্যদল থিয়েটার। এ বছর মুনীর চৌধুরী সম্মাননা পাচ্ছেন অভিনেত্রী ও সংগীতশিল্পী শিমূল ইউসুফ। আর মোহাম্মদ জাকারিয়া স্মৃতিপদকের জন্য মনোনীত হয়েছেন প্রাচ্যনাটের অভিনেতা জাহাঙ্গীর আলম। মুনীর চৌধুরী সম্মাননার অর্থমূল্য ৫০ হাজার টাকা ও মোহাম্মদ জাকারিয়া পদকের অর্থমূল্য ২৫ হাজার টাকা।
শহীদ মুনীর চৌধুরী স্মরণে ১৯৮৯ সাল থেকে একজন করে প্রবীণ গুণীকে সম্মাননা এবং মোহাম্মদ জাকারিয়া স্মরণে ১৯৯৭ সাল থেকে একজন তরুণ গুণীকে পদক দেওয়া হচ্ছে। ১৯৯৯ সালে মোহাম্মদ জাকারিয়া স্মৃতিপদক পেয়েছিলেন শিমূল ইউসুফ। এবার তিনি মুনীর চৌধুরী সম্মাননার জন্য মনোনীত হয়েছেন।
থিয়েটারের পরিচালক (সাংগঠনিক) রামেন্দু মজুমদার বলেন, ‘গত বছরও আমরা সম্মাননা ও পদকপ্রাপ্তদের নাম ঘোষণা করেছি; কিন্তু সেটি আনুষ্ঠানিকভাবে তাঁদের হাতে তুলে দেওয়া হয়নি। এবার আমরা দুই বছরের সম্মাননা ও পদক একই অনুষ্ঠানে প্রদান করব। শিগগিরই অনুষ্ঠানটির তারিখ সবাইকে জানানো হবে।’
২০২৩ সালে মুনীর চৌধুরী সম্মাননায় ভূষিত হন কামালউদ্দিন নীলু এবং মোহাম্মদ জাকারিয়া স্মৃতিপদক পেয়েছিলেন বাকার বকুল।
আগামী বছর থেকে এক বছর অন্তর এই দুটি সম্মাননা ও পদক দেওয়া হবে বলে জানান রামেন্দু মজুমদার। মূলত মুনীর চৌধুরীর জন্মবার্ষিকী উপলক্ষে প্রতিবছরই এই সম্মাননা দেওয়া হয়।