শিল্পকলা একাডেমির সেমিনার হলে অনুষ্ঠিত হয় সংবাদ সম্মেলনসংগৃহীত

‘আমরা ৫০ বছর নাটক করেছি, আরও ৫০ বছর করব। এখন পৃথিবী বদলে গেছে, এই পরিবর্তিত পৃথিবীতে আমরা নাটকের মাধ্যমে একটা বার্তা দেওয়ার চেষ্টা করব।’
কথাগুলো নাট্যব্যক্তিত্ব আরণ্যকের কান্ডারি মামুনুর রশীদের। গত বছর ফেব্রুয়ারিতে আরণ্যকের ৫০ বছর পূর্তি হয়। এ উপলক্ষে বছরজুড়ে ছিল নানা আয়োজন। ৫০ বছর পূর্তি উদ্‌যাপনের সমাপনী আয়োজন শুরু হচ্ছে আগামী বৃহস্পতিবার। ৩ ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিতব্য এ আয়োজনের বিস্তারিত তুলে ধরতে বুধবার শিল্পকলা একাডেমির সেমিনার হলে অনুষ্ঠিত হয় সংবাদ সম্মেলন। সেখানেই এসব কথা বলেন মামুনুর রশীদ। তিনি বলেন, ‘আমরা শুধু আমাদের দলের জন্যই কাজ করিনি। মঞ্চ ছাড়াও আমরা প্রচুর মুক্তনাটক করেছি। গ্রামে গ্রামে ঘুরে গল্প সংগ্রহ করেছি, গ্রামের মানুষের প্রতিভাকে কাজে লাগিয়ে সেখানেই নাটক প্রদর্শন করেছি। মুক্তনাটকে কোনো স্ক্রিপ্ট থাকে না। বিগত ৫০ বছরে আমাদের দল থেকে অনেক নামকরা নির্দেশক, অভিনেতা-অভিনেত্রী ও ডিজাইনার তৈরি হয়েছেন। ’

সংবাদ সম্মেলনে বলা হয়, মুক্তিযুদ্ধফেরত কয়েকজন তরুণ ১৯৭২ সালের ফেব্রুয়ারিতে প্রতিষ্ঠা করেন আরণ্যক নাট্যদল। জীবন ও শিল্পের সীমারেখাকে একাকার করে দিয়ে নাটককে মানুষের আকাঙ্ক্ষা, স্বপ্ন ও অধিকার পূরণের হাতিয়ার হিসেবে প্রতিষ্ঠা করা ছিল তাঁদের লক্ষ্য। বিগত ৫০ বছর নাটকের দলটি দেশের রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক আন্দোলনে রেখেছে সক্রিয় ভূমিকা। মঞ্চনাটক ছাড়াও সামাজিক অপরাধ এবং সংকটে পথনাটকের প্রযোজনা নিয়ে দেশ-বিদেশে ছুটে বেড়াচ্ছে আরণ্যক। শোষণের বিরুদ্ধে জনগণকে সচেতন করা ও প্রতিরোধ গড়ে তুলতে উদ্বুদ্ধ করা দলটির অন্যতম লক্ষ্য।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নাট্যকার হারুন রশীদ। তিনি জানান, আট দিনব্যাপী অনুষ্ঠিতব্য এ নাট্যোৎসবে নয়টি নাটক প্রদর্শন করা হবে। বিগত ৫০ বছরে কী কী নাটক আরণ্যক করেছে, তার একটা ধারণা দেওয়ার চেষ্টা করা হবে।

নাটকগুলোর মাধ্যমে বর্তমান বিধ্বস্ত পৃথিবীর জন্য থাকবে নতুন বার্তা। উৎসবের দ্বিতীয় দিন মামুনুর রশীদের ‘নাট্য সমগ্র ৪’, হারুন রশীদের ‘পাঁচটি নাটক’ ও অপু মেহেদীর ‘আরণ্যকের নাট্যচর্চা’ গ্রন্থগুলোর প্রকাশনা উৎসব হবে। শেষের দিন ৩ ফেব্রুয়ারি সকাল ১০টায় শিল্পকলা একাডেমির সেমিনার কক্ষে অনুষ্ঠিত হবে ‘পঞ্চাশের আরণ্যক: অভিঘাতের অভিজ্ঞান’ শীর্ষক একটি সেমিনার।

এতে মূল প্রবন্ধ পাঠ করবেন অধ্যাপক রতন সিদ্দিকী। এ ছাড়া প্রতিদিনই পরিবেশিত হবে আদিবাসী ও লোকসংগীত, থাকবে যন্ত্রসংগীতও। সন্ধ্যা সাতটায় শুরু হবে নাটক। দর্শনীর বিনিময়ে টিকিট কেটে নাটকগুলো দেখতে হবে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন নাট্যনির্দেশক ফয়েজ জহির, অভিনেত্রী তমালিকা কর্মকার, আলোক নির্দেশক ঠান্ডু রায়হান, আমিন আজাদ, লায়লা বিলকিস, সুজাত শিমুল, মোমেনা চৌধুরী প্রমুখ।