তটিনী কোথায়

ফুরফুরে মেজাজে আছেন তরুণ অভিনেত্রী তটিনী। ইনস্টাগ্রামে একের পর এক ছবি পোস্ট করছেন তিনি। কারও কারও প্রশ্ন, তটিনী এখন কোথায়?

১ / ৫
সপ্তাহখানেক আগে ছবিটি পোস্ট করেছেন তটিনী। লাল রঙের পোশাকের মঙ্গে রোদচশমায় স্টাইলিশ লুকে নজর কেড়েছেন এই অভিনেত্রী
ইনস্টাগ্রাম থেকে
২ / ৫
দিন চারেক আগে ছবিটি পোস্ট করেছেন তিনি। হাস্যোজ্জ্বল ভঙ্গিতে ক্যামেরার সামনে পাওয়া গেছে তাঁকে
ইনস্টাগ্রাম থেকে
৩ / ৫
মন্তব্যের ঘরে কেউ কেউ প্রশ্ন করেছেন, তটিনী কোথায়?
ইনস্টাগ্রাম থেকে
৪ / ৫
প্রথম আলোর প্রশ্নের জবাবে তটিনী জানান, তিনি থাইল্যান্ডে ঘুরতে গেছেন।
ইনস্টাগ্রাম থেকে
৫ / ৫
দেশটির কো সামুই দ্বীপে ঘোরাঘুরি করছেন তটিনী। সেখানকার অং থং ন্যাশনাল পার্কও ঘুরে এসেছেন তিনি
ইনস্টাগ্রাম থেকে
আরও পড়ুন