বৈচিত্র্যময় শিল্পযাত্রায়

জ্যোতি সিনহা
ছবি: সংগৃহীত

মঞ্চে তাঁর অভিনয় বরাবরই প্রশংসিত। অনেক নাটকের নামই বলা যায়, তবে বিশেষভাবে বলা যায় ‘কহে বীরাঙ্গনা’র কথা। জ্যোতি সিনহা এবার নিজের কাজ নিয়ে যাচ্ছেন ভারতে। স্বল্পদৈর্ঘ্য ছবি, নাটক মিলিয়ে তাঁর সফরকে বলা যায় বৈচিত্র্যময় শিল্পযাত্রা। যার শুরুটা হবে ৬ আগস্ট। ইন্ডিয়ার ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ আয়োজনে কলকাতার নন্দনে ‘সাউথ এশিয়ান শর্টফিল্ম ফেস্টিভ্যাল’-এ ‘আজ দীপার সবকিছু ভালো লাগছে’র প্রদর্শনী দিয়ে। বাংলাদেশ সময় বেলা তিনটায় শুরু হবে স্বল্পদৈর্ঘ্য ছবিটি প্রদর্শনী। জ্যোতি জানান, ধর্ষণ একটি মেয়ের জীবনে কতটা বিপর্যয় তৈরি করতে পারে, তার অভিনব এক রূপায়ণ নিয়ে নির্মিত হয়েছে স্বল্পদৈর্ঘ্য ছবিটি।

জ্যোতি সিনহা
ছবি: সংগৃহীত

‘আজ দীপার সবকিছু ভালো লাগছে’র গল্প, চিত্রনাট্য, সংলাপ রচনা করেছেন শুভাশিস সিনহা। ধর্ষণের শিকার নারী দীপার পরবর্তী ভোর থেকে রাত পর্যন্ত ভারসাম্যহীন ক্রিয়াকলাপ একেবারেই ভিন্নভাবে দেখানোর চেষ্টা করা হয়েছে স্বল্পদৈর্ঘ্য ছবিটিতে।
এ ছাড়া ৯ আগস্ট অনীক নাট্যদলের আয়োজনে তপন থিয়েটারে ও ১০ আগস্ট রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের আয়োজনে বিভাগীয় মিলনায়তনে ‘হ্যাপি ডেজ’-এর দুটি প্রদর্শনীতে অংশ নেবেন জ্যোতি।

উইনি নামের এক নারীর নিঃসঙ্গ জীবনের উদ্ভট ক্রিয়াকলাপের গল্প নিয়ে ‘হ্যাপি ডেজ’। ফরাসি দূতাবাস প্রযোজিত মণিপুরি থিয়েটার ও হৃৎমঞ্চ পরিবেশিত ‘হ্যাপি ডেজ’-এ অভিনয় করেছেন জ্যোতি। স্যামুয়েল বেকেটের লেখা নাটকটির নির্দেশক শুভাশিস সিনহা।

জ্যোতি সিনহা
ছবি: সংগৃহীত

এর মধ্যে ৭ আগস্ট রয়েছে ইন্দো-বাংলা বিষ্ণুপ্রিয়া মণিপুরি অ্যাসোসিয়েশনের আয়োজনে স্বল্পদৈর্ঘ্য মণিপুরি ছবি ‘তেই’-এর বিশেষ প্রিমিয়ার। এ ছবিরও প্রধান ভূমিকায় অভিনয় করেছেন জ্যোতি। অভিনেত্রী প্রথম আলোকে বলেন, ‘করোনার দুঃসময় কাটিয়ে আবার অন্য দেশে নিজের অভিনয় মঞ্চ ও পর্দায় উপস্থাপনের এ শিল্পযাত্রা সত্যিই বড় আনন্দের। আমাদের সাংস্কৃতিক বিনিময় এভাবেই পুনরুজ্জীবিত হোক।’