ফেডারেশন চেয়ারম্যানের পদত্যাগসহ ১১ দফা দাবিতে আন্দোলন মঞ্চ ঘোষণা নাট্যকর্মীদের

শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে এক সংবাদ সম্মেলনে শহীদুজ্জামান সেলিমআব্দুল্লাহ আল মামুন

বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের বর্তমান সংকট সমাধানে আন্দোলন মঞ্চ গড়ে তুললেন সাধারণ নাট্যকর্মীরা। ‘সাধারণ নাট্যকর্মী ঐক্য’ নামের এই আন্দোলন মঞ্চের প্রধান সমন্বয়ক মোহাম্মদ বারী। ১৫ সদস্যের এই সমন্বয় কমিটি ‘সাধারণ নাট্যকর্মী ঐক্য’র কর্মকাণ্ড পরিচালনায় সমন্বয় করবেন। বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান মোহাম্মদ বারী।

অনেক দিন ধরেই বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন কমিটি এবং তাদের কার্যক্রম নিয়ে চলছে বিতর্ক। আর এই কারণে নাটকের ক্ষেত্রে সৃষ্টি হয়েছে বিভিন্ন সংকট। জাতীয় নাট্যশালার তিনটি মিলনায়তনে লাইট, সাউন্ডসহ কারিগরি ও পরিবেশগত সমস্যা রয়েছে। এসব সংকট সৃষ্টির পেছনে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের বর্তমান সভাপতি লিয়াকত আলী লাকী, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) চন্দন রেজা, সাংগঠনিক সম্পাদক, প্রচার সম্পাদকসহ আরও অনেকেই দায়ী বলে জানিয়েছেন শহীদুজ্জামান সেলিম।

সাধারণ নাট্যকর্মীরা বলছেন, আলোচনায় বসলেই সমস্যার সমাধানের পথ বেরিয়ে আসবে। তাঁদের দাবি, এসব সংকট সমাধানে বারবার আহ্বান করার পরও কোনো সাড়া দেননি লিয়াকত আলী লাকী। তাই তাঁরা গড়ে তুলেছেন এই আন্দোলন মঞ্চ। এই আন্দোলন মঞ্চ থেকে ১১ দফা দাবিও উত্থাপন করেন তাঁরা।

মূল বক্তব্য উপস্থাপন করেন মোহাম্মদ বারী
প্রথম আলো

এই ১১ দফা দাবির মধ্যে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন চেয়ারম্যানের পদত্যাগসহ আরও দাবির মধ্যে আছে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের ঐক্য ও সাংগঠনিক শৃঙ্খলা দ্রুততম সময়ে ফিরিয়ে আনা; ব্যক্তিস্বার্থে বারবার ফেডারেশনের গঠনতন্ত্রের পরিবর্তন না করা, অভিযোগ ওঠা আর্থিক অনিয়মের তদন্তের জন্য নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করা, দক্ষ ও গ্রহণযোগ্য নাট্যজনদের সমন্বয়ে নতুন করে হল বরাদ্দ কমিটি গঠন করা; সার্বিক নাট্যচর্চার বিকাশের জন্য গ্রুপ থিয়েটার চর্চার পাশাপাশি প্রাতিষ্ঠানিক নাট্যচর্চাসহ নানা উদ্যোগকে নাট্য আন্দোলনের বৈচিত্র্যময় পথ হিসেবে বিবেচনা করা, সরকারি অনুদানসহ অন্যান্য সুবিধা প্রদানে শিল্পমানসমৃদ্ধ প্রযোজনা ও প্রযোজক দলকে অগ্রাধিকার দেওয়া ইত্যাদি।

সংবাদ সম্মেলন থেকে জানানো হয়, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাঁরা এই আন্দোলন কার্যক্রম চালিয়ে যাবেন। ১৬ জুন ৯ দফা দাবি নিয়ে সাধারণ নাট্যকর্মীরা প্রতিবাদ সমাবেশ করেন।

বক্তব্য দিচ্ছেন আহমেদ ইকবাল হায়দার
প্রথম আলো

সেখানে দাবি মেনে নিতে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনকে ২৩ জুন পর্যন্ত সময় বেঁধে দিয়েছিলেন সাধারণ নাট্যকর্মীরা। এবং জানিয়েছিলেন, দাবি পূরণ করা না হলে নাট্যকর্মীরা একটি নাট্য ঐক্য প্ল্যাটফর্ম তৈরি করার উদ্যোগ নেবেন। তারই পরিপ্রেক্ষিতে গঠিত হয়েছে ‘সাধারণ নাট্যকর্মী ঐক্য’ নামের এই আন্দোলন মঞ্চ।
সংবাদ সম্মেলনে মোহাম্মদ বারী ছাড়া আরও উপস্থিত ছিলেন আজাদ আবুল কালাম, অলোক বসু, শহীদুজ্জামান সেলিমসহ আরও অনেকে।