যুক্তরাষ্ট্রে মঞ্চনাটক ‘একটি চুরির গপ্পো’

২৬ আগস্ট সন্ধ্যা সাতটায় নিউইয়র্কে জ্যামাইকা অ্যাভিনিউয়ের জ্যামাইকা পারফর্মিং আর্ট সেন্টারে শুরু হবে বাংলাদেশ থিয়েটার অব আমেরিকা (বিটিএ) প্রযোজিত নাটকটিসংগৃহীত

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে শনিবার মঞ্চস্থ হবে নাটক ‘একটি চুরির গপ্পো’। ২৬ আগস্ট সন্ধ্যা সাতটায় নিউইয়র্কে জ্যামাইকা অ্যাভিনিউয়ের জ্যামাইকা পারফর্মিং আর্ট সেন্টারে শুরু হবে বাংলাদেশ থিয়েটার অব আমেরিকা (বিটিএ) প্রযোজিত নাটকটি। এটি বিটিএর ৩৭তম প্রযোজনা।
দারিও ফো মূল গল্প থেকে ‘একটি চুরির গপ্পো’ রূপান্তর করেছেন আনিকা মাহিন। নির্দেশনা দিয়েছেন রোকেয়া বেবী। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আলমগীর চঞ্চল, স্বপ্না কাওসার, ফজলুল কবীর, শারমীন ইভা, রোকেয়া বেবী ও ফারুক আজম। নাটকটির আবহ সংগীত পরিচালনা করেছেন শামীম মামুন ও জেফ হোসেন। প্রধান সমন্বয়কারী ফজলুল কবীর।

নাটক সম্পর্কে নির্দেশক রোকেয়া বেবী বলেন, ‘হুবহু অনূদিত বিদেশি নাটক মঞ্চায়নে অনেক সীমাবদ্ধতা থাকে। নাট্যকার ইতালির গল্পটিকে সহজভাবে বাংলা ভাষায় রূপান্তরিত করে একটি বাংলা নাটক সৃষ্টি করেছেন। ফলে চরিত্র নির্মাণ, সংলাপ বলায় অভিনেতাদের শতভাগ স্বচ্ছন্দ পেয়েছেন। নাটকের ডিজাইন দাঁড় করাতে যাঁরা আমাকে সাহায্য করেছেন, তাঁদের প্রতি অশেষ কৃতজ্ঞতা জানাই।’

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে শনিবার মঞ্চস্থ হবে নাটক ‘একটি চুরির গপ্পো’
সংগৃহীত

এই নাটকের অভিনেতা ও বিটিএর জ্যেষ্ঠ সদস্য ফজলুল কবীর বলেন, ‘দীর্ঘ বিরতির পর আমরা মঞ্চে নাটক আনলাম। আশা করি, নাটকটি দর্শকদের ভালো লাগবে। আমি এস এম সোলায়মানের সঙ্গে কাজ করেছি আর এই নাটকে তাঁর কন্যা আনিকা মাহিন নাট্যকার হিসেবে ও রোকেয়া রফিক পরিচালক হিসেবে অনেক কষ্ট করে নাটকটিকে মঞ্চে আনতে সাহায্য করেছেন।’