ছয় বছরে অনুস্বর, আজ মঞ্চে আসছে নতুন নাটক
আজ ২৫ জুলাই নাট্যদল অনুস্বরের ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে মঞ্চে আসছে দলটির নতুন নাটক ‘বুদ্ধিজীবীর বাসায় শয়তান’। এটি অনুস্বরের দ্বাদশ প্রযোজনা। রাজধানীর কাকরাইলে দলের নিজস্ব স্টুডিওতে আজই নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন হবে। বিকেল পাঁচটায় প্রথম প্রদর্শনীর পর সন্ধ্যা ৭টায় একই স্থানে হবে দ্বিতীয় প্রদর্শনী। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামীকাল ২৬ জুলাই শিল্পকলা একাডেমিতে আয়োজিত হবে ‘অনুস্বর সংলাপ’। এই আয়োজনে নাট্যকর্মী ও দর্শকদের মুখোমুখি হবেন নাট্যনির্দেশক ও শিক্ষক অসীম দাস।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলপ্রধান মোহাম্মদ বারী প্রথম আলোকে বলেন, ‘৬ বছরে আমাদের প্রযোজনার সংখ্যা ১২। একটা স্টুডিও প্রতিষ্ঠা করে সেখানে নিয়মিত প্রদর্শনীর উদ্যোগ নিয়েছি। সবচেয়ে বড় কথা, আমরা সারা বছর কাজের মধ্যে থাকি। আমাদের অধিকাংশ প্রযোজনা শিল্পমান বিবেচনায় দর্শকদের ভালো সাড়া পেয়েছে। সব মিলিয়ে নবীন দল হিসেবে আমাদের যে সাফল্য, তাতে আমরা খুশি।’
‘বুদ্ধিজীবীর বাসায় শয়তান’ যৌথভাবে রচনা করেছেন মোহাম্মদ বারী ও সাইফ সুমন। নির্দেশনা দিয়েছেন মোহাম্মদ বারী। নির্দেশকের ভাষ্যে, ‘সিরিওকমেডি নাটকটিতে রাজনৈতিক সংকট, যুদ্ধ ও ক্ষমতার পেছনের সত্য কাহিনি রূপক ও বিদ্রূপাত্মক ভাষায় উপস্থাপন করা হয়েছে। তওফিক আল হাকিমের একটি মিসরীয় নাটক এবং কাহলিল জিবরানের একটি গল্পের নির্যাস থেকে এ নাটকের মূল ভাবনা নেওয়া হয়েছে। আজকের পৃথিবীর যুদ্ধ পরিস্থিতি, শান্তির নামে যে রক্তপাত—এসব বিষয় ব্যঙ্গাত্মক ভঙ্গিতে তুলে ধরার চেষ্টা করেছি।’ নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সাইফ সুমন, মেরিনা মিতু, মাজেদুল মিঠু, নুরুজ্জামান সরকার ও মুত্মাইন্নাহ রীমা।
২০১৯ সালের ২৪ জুলাই পথচলা শুরু করে অনুস্বর। একই বছরের সেপ্টেম্বরে দলটি মঞ্চে আনে তাদের প্রথম প্রযোজনা ‘অনুদ্ধারণীয়’। এরপর একে একে মঞ্চে আসে ‘মূল্য অমূল্য’, ‘তিন কড়ি’, ‘রায়মঙ্গল’, ‘হার্মাসিস ক্লিওপেট্রা’, ‘জীবন’, ‘হুতাশ মরণ’, ‘জাদুকর’, ‘বিবিধ শোক অথবা সুখ’, ‘মহাশূন্যে সাইকেল’ এবং ‘বন্ধঘড়ি’।
নিয়মিত মঞ্চায়নের একটা বড় বাধা হলো মঞ্চ। বাংলাদেশে এ সমস্যায় বহু নাট্যদল ভুগছে। অনুস্বর এ সংকট থেকে উত্তরণের চেষ্টা করেছে নিজস্ব স্টুডিও গড়ে। রাজধানীর কাকরাইলে ৬৭/৪, পাইওনিয়ার রোডের এই স্টুডিওতে চলছে দলীয় মহড়া, কর্মশালা ও নিয়মিত নাটকের প্রদর্শনী। ‘বুদ্ধিজীবীর বাসায় শয়তান’-এর প্রথম মঞ্চায়নও সেখানেই হবে।