অন্যের ভালো খবর শুনলে কালো নজর দিয়ে ধ্বংস করে দিতে চায় কেন, প্রশ্ন ফারিয়ার
ভেবেছিলেন অন্তঃসত্ত্বা হওয়ার খবরটি গোপন রাখবেন। কিন্তু লাক্স তারকা ফারিয়া শাহরিন মা দিবসে খবরটি ফেসবুকে জানিয়েছেন। সেদিন তিনি এ–ও জানান, তাঁর অনেক কিছুতে মানুষের বদনজর লাগে, এতে অসুস্থ হয়ে যান তিনি। ফেসবুকে কোনো পোস্ট দেওয়ার পর মানুষের বদনজরকে ভয় পান। কিন্তু মা হওয়ার মতো খুশির খবর শেয়ার না করে পারেননি। তবে খবরটি জানানোর কয়েক দিন পার জানালেন, যা ভেবেছিলেন, ঠিক তা–ই হয়েছে। খবরটি জানানোর পর তিনি ভয়াবহ অসুস্থ হয়ে পড়েছিলেন। (তাঁর ভাষায়)
ফারিয়া শাহরিন তাঁর ফেসবুকে লিখেছেন, ‘মা হওয়ার খবরটি শেয়ার করার পর আমি ভয়াবহ অসুস্থ হয়ে পড়ি। মাথার ব্যথায় মনে হচ্ছিল, দুই দিনও বাঁচব না। তার সঙ্গে আরও অনেক কিছু। এমন কেন হয়? মানুষ অন্যের ভালো খবর শুনলে এমন কালো নজর দিয়ে ধ্বংস করে দিতে চায় কেন সব? আমি আর কোনো প্রকার খবর শেয়ার করব না, এর আগেও বলেছিলাম। কিন্তু বেহায়ার মতন করে ফেলে আবার কান ধরলাম।’
জীবনে এমন ঘটনা ঘটার কারণে বেশ ক্ষিপ্তও এই তারকা। এখন থেকে তাই কোনো খবর কাউকে জানাবেন না বলে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন ফারিয়া। তার ভাষায়, ‘কবে কী হবে না–হবে, সেটা জানার অধিকার আর কারও নাই। সব দৈত্য চোখের ডাইনিগুলো জাহান্নামে যাও, মানুষকে একটু শান্তিতে থাকতে দাও।’
মা হচ্ছেন জনপ্রিয় অভিনেত্রী ফারিয়া, মা দিবসের সকালে এই সুখবর জানান কাজল আরেফিন অমির ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে ‘অন্তরা’ চরিত্র দিয়ে ব্যাপকভাবে আলোচিত হওয়া এই অভিনেত্রী। ২০২১ সালের ফেব্রুয়ারিতে মাহফুজ রায়ানের সঙ্গে বাগদান হয় লাক্স–চ্যানেল আই তারকা ফারিয়া শাহরিনের। পারিবারিকভাবে তাঁদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয় ২০২৩ সালে।