আড্ডা, নাচ-গান আর স্মৃতিচারণায় মেতেছিলেন থিয়েটার স্কুল প্রাক্তনীরা

স্কুলের অধ্যক্ষ নাট্যজন রামেন্দু মজুমদারকে শুভেচ্ছা স্মারক উপহার দেন সম্মিলনের আহ্বায়ক সৈয়দ আপন আহসানছবি: সংবাদ বিজ্ঞপ্তি

হয়ে গেল আবদুল্লাহ আল-মামুন থিয়েটার স্কুলের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন থিয়েটার স্কুল প্রাক্তনীর সম্মিলন।  ‘আনন্দযজ্ঞে তোমার নিমন্ত্রণ’ শিরোনামে গত শুক্রবার দিনভর রাজধানীর মহিলা সমিতি মিলনায়তনে ছিল এ আয়োজন। এতে দুই শতাধিক প্রাক্তনী অংশ নেন। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির শিক্ষক ও প্রশিক্ষকেরা। বহুদিন পর পুরোনো বন্ধুদের পেয়ে দিনভর হইহুল্লোড় আর গল্প–আড্ডায় মাতেন প্রাক্তনীরা।
১৯৯০ সালে থিয়েটার স্কুল প্রতিষ্ঠিত হয়। প্রাক্তন ছাত্র–ছাত্রীদের মেলবন্ধন ঘটাতে ১৯৯২ সালে প্রতিষ্ঠা করা হয় থিয়েটার স্কুল প্রাক্তনী। প্রাক্তনী নানা রকম আয়োজন করে আসছে সেই থেকেই। আবদুল্লাহ আল-মামুন থিয়েটার স্কুল প্রাক্তনীর সম্মিলন ২০২৪ উৎসর্গ করা হয়েছে স্কুলের প্রাক্তন ছাত্র অলিউল হক রুমির স্মৃতির প্রতি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য দেওয়া হয়।
সম্মিলনের উদ্বোধন করেন থিয়েটার স্কুলের অধ্যক্ষ নাট্যজন রামেন্দু মজুমদার। তিনি বায়ান্নর ভাষা আন্দোলন, একাত্তরের মুক্তিযুদ্ধ ও চব্বিশের গণ–অভ্যুত্থানে শহীদদের আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। আহতদের রোগমুক্তি কামনা করেন। থিয়েটার স্কুলের প্রাক্তন শিক্ষার্থীরা স্ব–স্ব ক্ষেত্রে অবদান রেখে সমাজের উজ্জ্বল ভূমিকা রাখছেন উল্লেখ করে তিনি সবাইকে মানবিক মানুষ হওয়ার আহ্বান জানান। এরপর তাঁকে শুভেচ্ছা স্মারক উপহার দেন সম্মিলনের আহ্বায়ক সৈয়দ আপন আহসান। আহ্বায়কের বক্তব্যে সৈয়দ আপন আহসান আশা প্রকাশ করে বলেন, নতুন প্রজন্ম আবদুল্লাহ আল-মামুন থিয়েটার স্কুলের সঙ্গে আরও বেশি সম্পৃক্ত হবে, থিয়েটার স্কুল প্রাক্তনীকে আরও গতিশীল করবে।

বিকেলে ছিল সাংস্কৃতিক পর্ব
ছবি: সংবাদ বিজ্ঞপ্তি

অনুষ্ঠানে ভিন্নধর্মী বিতর্কের আয়োজন করা হয়। বিষয় ছিল ‘বর্তমান প্রেক্ষাপটে অভিনয় শিক্ষা অপ্রয়োজনীয়’। দুই ভাগে বিভক্ত হয়ে প্রাক্তনীদের ছয় বিতার্কিকের চমৎকার যুক্তি-তর্কে উপভোগ্য ছিল। বিজয়ী হয় পক্ষ দল। এতে অংশগ্রহণকারী ও সম্মানিত তিন বিচারককে ক্রেস্ট দিয়ে সম্মানিত করা হয়। এ ছাড়া স্ব–স্ব কর্মক্ষেত্রে ও সাংস্কৃতিক অঙ্গনে দ্যুতি ছড়ানো প্রাক্তনীদের সফলতার গল্পগাথা তুলে ধরতে ছিল ‘প্রাক্তনী টক’ পর্ব। চমৎকার বাচনভঙ্গিতে তাঁদের জীবনের গল্প মন্ত্রমুগ্ধের মতো উপভোগ করেন দর্শক সারিতে বসা থিয়েটারের নবীন–প্রবীণ সদস্যরা।  ‘থিয়েটার টক’-এ অংশ নেন ত্রপা মজুমদার, পূজা সেনগুপ্ত, তামান্না তিথি ও জাহিদ রিপন।

মধ্যাহ্নভোজের পর বিকেলে ছিল সাংস্কৃতিক পর্ব। নাচ, গান, আবৃত্তিতে মাতিয়ে রাখেন শিল্পীরা। আয়োজকদের মতে, দীর্ঘদিন পর এমন পরিবেশনায় প্রাণের সঞ্চার হয় সহযোদ্ধাদের। কর্মজীবনের ব্যস্ততায় অনেকে থিয়েটার থেকে দূরে থাকতে বাধ্য হলেও এমন পরিবেশনায় হারিয়ে যান পুরোনো দিনে। স্মৃতিরোমন্থন করেন থিয়েটারের ক্লাসরুম ও মঞ্চে একত্রে নাট্যাভিনয়ের। সন্ধ্যার পর ছিল সম্মিলনের সবচেয়ে বড় আয়োজন নাটক ও যাত্রাপালা। তাজমী নূরের নির্দেশনায় মঞ্চে অভিনীত হয় নাটক ‘এক যে ছিল রাজা’। নাটকটি রচনা করেছেন অভিজিৎ সেনগুপ্ত। এ ছাড়া মঞ্চস্থ হয় শেকানুল ইসলাম শাহীর রচনা ও নির্দেশনায় হাস্যরসাত্মক যাত্রা ‘অসীম প্রেম’।

আবদুল্লাহ আল-মামুন থিয়েটার স্কুল প্রাক্তনীর সম্মিলন ২০২৪ উৎসর্গ করা হয়েছে স্কুলের প্রাক্তন ছাত্র অলিউল হক রুমির স্মৃতির প্রতি
ছবি: সংবাদ বিজ্ঞপ্তি

সম্মিলনে অংশ নেওয়া প্রাক্তনীরা নাটকের মাধ্যমে ব্যক্তি ও সমাজের সব অসংগতি পরিবর্তনের অঙ্গীকার করেন। দেশীয় সংস্কৃতি সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন, যার মাধ্যমে থিয়েটার স্কুলের সুনাম আরও প্রসারিত হবে আশাবাদ তাঁদের। আয়োজকেরা জানান, থিয়েটার স্কুলের এবারের ভর্তির ফরম পাওয়া যাবে ২০ ফেব্রুয়ারি, ২০২৫ পর্যন্ত আবদুল্লাহ আল-মামুন থিয়েটার স্কুল, নিউ বেইলি রোড, মহিলা সমিতি ভবনে। সম্মিলন আহ্বায়ক সৈয়দ আপন আহসান সবার প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।