শুরু হয়েছে জাতীয় পথনাট্য উৎসব

জাতীয় পথনাট্য উৎসবের উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ এস এম মাকসুদ কামালবাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন

‘রাজনীতির মাপকাঠি, শিল্প সাহিত্য সংস্কৃতি’—স্লোগান প্রতিপাদ্য করে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের আয়োজনে জাতীয় পথনাট্য উৎসব শুরু হয়েছে। কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে ভাষাশহীদের স্মরণে ৩৪ বছর ধরে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন জাতীয় পথনাট্য উৎসবের আয়োজন করে আসছে। এবারের আয়োজন ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারসহ ৮ বিভাগের ২১টি জোনে একযোগে অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে উদ্বোধনী অনুষ্ঠানের সূচনা হয়। জাতীয় পথনাট্য উৎসবের উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল। প্রধান অতিথি ছিলেন নাট্যব্যক্তিত্ব আতাউর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ, বাংলাদেশ পথনাটক পরিষদের সভাপতি মিজানুর রহমান।

উদ্বোধনী অনুষ্ঠানে দেশাত্মবোধক গান, নৃত্য ও নাটক পরিবেশিত হয়
বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন

শুভেচ্ছাবক্তব্য দেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল চন্দন রেজা। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের চেয়ারম্যান লিয়াকত আলী লাকী।

উদ্বোধনী অনুষ্ঠানে দেশাত্মবোধক গান, নৃত্য ও নাটক পরিবেশিত হয়। সারা দেশের তিন শতাধিক নাট্যদল চলতি মাসে ২১টি জোনে পথনাটক মঞ্চায়নের মাধ্যমে জাতীয় পথনাট্য উৎসব উদ্‌যাপন করবে। উৎসব চলবে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত।