মঞ্চের আলো জ্বলবে আজ
এক মাসের বেশি সময় পর আবার মঞ্চপাড়া সরব হতে শুরু করেছে। বাংলাদেশ শিল্পকলা একাডেমির মঞ্চগুলো এখনো না খুললেও বেইলি রোডের বাংলাদেশ মহিলা সমিতির মঞ্চে আজ আলো জ্বলবে। ড. নীলিমা ইব্রাহিম মিলনায়তনে আজ মঞ্চস্থ হবে নাটকের দল এথিকের মঞ্চনাটক উৎপল দত্তের ‘হাঁড়ি ফাটিবে’।
১৯ আগস্ট ছিল নাট্যব্যক্তিত্ব উৎপল দত্তের ৩১তম প্রয়াণ দিবস। প্রখ্যাত নাট্যব্যক্তিত্বকে স্মরণ করতে এথিক ‘হাঁড়ি ফাটিবে’ মঞ্চায়নের উদ্যোগ নিয়েছে। শনিবার সন্ধ্যা সাতটায় মঞ্চস্থ হবে নাটকটির ৮৩তম প্রদর্শনী। ২০১০ সালে উৎপল দত্তের নাটকটি দিয়ে মঞ্চে যাত্রা শুরু করেছিল নাট্যদল এথিক। নতুন আঙ্গিকে নাটকটি নির্দেশনা দিয়েছেন মিন্টু সরদার।
নির্দেশক মিন্টু সরদার বলেন, ‘নাটকটি চিরকালীন সমাজের দর্পণ। এত বছর পরেও নাটকের আবেদন বিন্দুমাত্র কমেনি। আজকের এই সভ্য সমাজে দাঁড়িয়েও নাটকটি যেন বর্তমান সময়েরই প্রতিচ্ছবি। এটি এথিকের প্রথম প্রযোজনা। দলের জন্মলগ্নের প্রযোজনা হিসেবে নাটকটি দলের সবার আবেগের চূড়ান্ত জায়গায় বিদ্যমান। আর তাই উৎপল দত্তের প্রতি শ্রদ্ধা নিবেদনে আমরা এই বিশেষ প্রদর্শনীর আয়োজন করেছি।’
নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন হাসান রিজভী, অপ্সরা, সুকর্ণ হাসান, মনিরুল হক ঝলক, মনি কানচন, উর্মি আহমেদ, আজিম উদ্দিন, নাহিদুল মুন্না, এস পি খান শাওন, রুবেল খান, আবীর বাবু ও মিন্টু সরদার। আলোক পরিকল্পনা করেছেন ঠাণ্ডু রায়হান, মঞ্চ ও পোশাক পরিকল্পনায় আনিস আনন্দ। সহযোগী নির্দেশক হিসেবে আছেন মনি কানচন।
‘হাঁড়ি ফাটিবে’ নাটকের মধ্য দিয়ে বৈষম্যবিরোধী আন্দোলনের পর ঢাকায় শুরু হচ্ছে মঞ্চনাটকের প্রদর্শনী।
গত ১৯ জুলাই থেকে ঢাকার কোনো মঞ্চনাটক হয়নি। ছাত্র আন্দোলন, আওয়ামী লীগ সরকারের পতন সবকিছু মিলিয়ে এক মাসের বেশি সময় ধরে বন্ধ ছিল প্রদর্শনী। এ প্রসঙ্গে প্রথম আলোকে দেওয়া এক সাক্ষাৎকারে নাট্যজন মামুনুর রশীদ মন্তব্য করেন, ‘দ্রুত মানুষের সাংস্কৃতিক জীবনে ফিরে আসা উচিত। তাই তাড়াতাড়ি মঞ্চের আলো জ্বলা উচিত।’
তাঁর মতে, জীবন যখন স্বাভাবিক হয়, তার বড় প্রতিফলন, সাংস্কৃতিক জীবন শুরু হওয়া। থিয়েটার তো সংস্কৃতির প্রতিনিধিত্ব করে। কাজেই নাটকের মিলনায়তনগুলো বন্ধ রাখা উচিত নয়। সবাই নাট্যচর্চায় মুখর থাকুক। মানুষ আবার নাটকমুখী হোক।’ দর্শকের নিরাপত্তার বিষয়টিও নিশ্চিত করার দিকটায় জোর দেন গুণী এই নাট্যব্যক্তিত্ব।
চলতি সপ্তাহে আরও নাটকের সূচি রয়েছে। মহিলা সমিতির ব্যবস্থাপনা কর্মকর্তা গাজী ইব্রাহিম ফিরোজ জানান, দেশ নাট্যদল ২৯ আগস্ট নাটক প্রদর্শনীর জন্য অনুমতি নিয়েছে। এ ছাড়া বটতলা তাদের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৩০ আগস্ট ‘বন্যথেরিয়াম’ নাটক মঞ্চায়নের উদ্যোগ নিয়েছে।