করোনা থেকে সেরে উঠে ‘প্রতিশোধ নিলেন’ দোয়েল

যুদ্ধে হেরে গিয়ে শাহ সুজা তিন মেয়ে নিয়ে আরকান রাজ্যে অতিথি হয়ে থাকেন। আরকান রাজার ইচ্ছা, তিনি তাঁর ছেলেদের সঙ্গে শাহ সুজার মেয়েদের বিয়ে দেবেন। এ প্রস্তাবে রাজি হন না শাহ সুজা। তাই আরকান রাজা মেয়েদের নিয়ে শাহ সুজাকে নৌভ্রমণে পাঠান। আর সেখানে নৌকা ডুবিয়ে সবাইকে মেরে ফেলার পরিকল্পনা করেন। ঘটনাক্রমে দুই মেয়ে জুলেখা আর আমেনা বেঁচে যায়। জুলেখা বড় হতে থাকে তার বাবার বিশ্বস্ত কর্মচারীর কাছে। আর আমেনা বড় হতে থাকে এক জেলের কাছে। তারপর অনেক দিন পর দুই বোনের দেখা হয়। দুজনে পরিকল্পনা করে প্রতিশোধ নেওয়ার।

দোয়েল, দিব্য ও উপমা
সংগৃহীত

জুলেখা চরিত্রে অভিনয় করেছেন দিলরুবা দোয়েল, আমেনা চরিত্রে অভিনয় করেছেন ফারিয়া ফারিহ উপমা। নাটকে বয়স্ক জেলের চরিত্র হয়েছেন আরমান পারভেজ মুরাদ। রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প ‘দালিয়া’ অনুসারে নির্মিত এই নাটকে দালিয়া চরিত্রে অভিনয় করেছেন শাহনাজ খুশি ও বৃন্দাবন দাসের ছেলে দিব্য জ্যোতি।

দালিয়া চরিত্রে অভিনয় করেছেন শাহনাজ খুশি ও বৃন্দাবন দাসের ছেলে দিব্য জ্যোতি
ফেসবুক


রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ঐতিহাসিক প্রতিশোধের গল্প ‘দালিয়া’কে নাট্যরূপ দিয়েছেন রেজওয়ানা চৌধুরী বন্যা। আর ৪০ মিনিট দৈর্ঘ্যের নাটকটি পরিচালনা করেছেন মেরিল প্রথম আলো পুরস্কারজয়ী নির্মাতা আকরাম খান। বেশির ভাগ শুটিং হয়েছে ঢাকার অদূরে পুবাইলে। এই পরিচালক জানান, ছোটবেলায় যখন রবীন্দ্রনাথের এই গল্পটা পড়েছিলেন, তখন থেকেই তাঁর কিছু একটা করার ইচ্ছা ছিল। বহু বছর পর তাঁর সেই ইচ্ছা পূরণ হলো। অল্প সময়ে নির্মিত হলেও মূল তিনটি চরিত্র দোয়েল, উপমা আর দিব্যর অভিনয়ে সন্তুষ্ট এই পরিচালক।

দুইবোনের চরিত্রে দোয়েল ও উপমা
সংগৃহীত

এদিকে দোয়েল জানান, তিনি বেশ কিছু দিন করোনায় ভুগেছেন। কিছুদিন আগে করোনা নেগেটিভ হয়েছেন। এখনো শরীর বেশ দুর্বল। হাসতে হাসতে বললেন, ‘দুর্বল শরীরে “ঐতিহাসিক প্রতিশোধ” নিতে পেরে খুব ভালো লেগেছে। এটা তো নারীশক্তির গল্প। সেই সময়ে নারীর শক্তির কথা, প্রতিশোধের কথা আমি এই সময় পর্দায় আনতে পারছি, ব্যাপারটা বেশ। কাজটা করতে পেরে আমার খুব ভালো লেগেছে। বাকিটা পরিচালক আর দর্শক ভালো বলতে পারবেন।’

দোয়েল ও দিব্য
সংগৃহীত

আজ রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬০তম জন্মদিনে বিটিভিতে রাত সাড়ে নয়টায় প্রচারিত হবে ‘দালিয়া’।