কাল খুলছে জাতীয় নাট্যশালা, ভাড়া মওকুফের দাবি

১ সেপ্টেম্বর নাটক মঞ্চায়নের জন্য মিলনায়তনগুলো খুলে দেওয়া হবেপ্রথম আলো

পাঁচ মাসের বেশি সময় বন্ধ থাকার পর আবার জ্বলে উঠছে জাতীয় নাট্যশালার মিলনায়তনগুলোর বাতি। কাল ১ সেপ্টেম্বর নাটক মঞ্চায়নের জন্য মিলনায়তনগুলো খুলে দেওয়া হবে। একই দিন খুলে দেওয়া হবে মহড়াকক্ষও। করোনার কারণে মার্চের শেষ সপ্তাহ থেকে নাটক মঞ্চায়ন স্থগিত হয়, বন্ধ রাখা হয় মহড়াকক্ষগুলোও।
সরকারের স্বাস্থ্যবিধির সঙ্গে সমন্বয় করে মিলনায়তন ব্যবহার ও নাটক মঞ্চায়নের একটি নীতিমালা তৈরি করা হয়েছে। সে নীতিমালায়ই নাটক মঞ্চায়িত হবে।

বাংলাদেশ শিল্পকলা একাডেমি
ছবি: প্রথম আলো

বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সেক্রেটারি জেনারেল কামাল বায়েজীদ জানান, দর্শকের বসার জন্য ৫০ শতাংশ আসন ব্যবহার করা যাবে। কোন কোন আসন ব্যবহার করা যাবে, তা আগেই নির্ধারণ করে দেওয়া হবে। সপ্তাহের সব দিনই মিলনায়তন বরাদ্দের আবেদন করতে পারবে নাটকের দলগুলো।

তিনি বলেন, ‘দীর্ঘদিন শো বন্ধ থাকায় এমনিতে দলগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। দীর্ঘদিন অব্যহৃত থাকায় নাটকের প্রপস, কস্টিউম সব নষ্ট হয়ে গেছে। এখন স্বাস্থ্যবিধি মেনে হল খুলে দিচ্ছে, কিন্তু ৫০ শতাংশ টিকিটই বিক্রি করা যাবে না। এমন পরিস্থিতিতে আমরা হলভাড়া সম্পূর্ণ মওকুফের দাবি জানাচ্ছি। অন্তত একটা বছর ভাড়া মওকুফ চাচ্ছি।’
বাংলাদেশ শিল্পকলা একাডেমি সূত্র জানিয়েছে, একাডেমির মিলনায়তন পুরোপুরি জীবাণুমুক্ত করার পাশাপাশি আগত দর্শকের শরীরের তাপমাত্রা মেপে হলে প্রবেশ করানো হবে। এ ছাড়া দর্শকের মাস্ক পরা বাধ্যতামূলক।