পদ্মা সেতু নিয়ে রেজানুর রহমানের ‘সূর্যসকাল’

সূর্যসকাল নাটকের দৃশ্যে
ছবি:সংগৃহীত

স্বপ্নের পদ্মা সেতু কাছ থেকে দেখবে বলে দেশের শ্রেষ্ঠ সন্তান একদল বীর মুক্তিযোদ্ধা এক বন্ধুর বাড়িতে একত্র হন। দীর্ঘদিন পর তাঁদের দেখা। সংগত কারণেই অনেক উৎফুল্ল তাঁরা। পদ্মা সেতু দেখতে যাওয়ার আগে নানা ধরনের প্রস্তুতি শুরু হয় সবার মধ্যে। সিদ্ধান্ত হয়, পরের দিন সকালে সূর্য ওঠার সঙ্গে সঙ্গে পদ্মা সেতু দেখার জন্য যাত্রা শুরু করবেন তাঁরা। রাতে একটি অনুষ্ঠানকে কেন্দ্র করে বিব্রত পরিস্থিতির মুখোমুখি হন সবাই। সে রাতে তাঁদেরই একজন খুন হন। এরপর ঘটতে থাকে একের পর এক ঘটনা। চরম সত্যের মুখোমুখি দাঁড়ায় চরিত্রগুলো।  
‘সূর্যসকাল’ নামে বিজয় মাসের এই বিশেষ টেলিছবিটি নির্মাণ করেছেন নির্মাতা রেজানুর রহমান। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন লুৎফর রহমান জর্জ, ঝুনা চৌধুরী, জিয়াউল হাসান কিসলু, হাফিজুর রহমান সুরুজ, চিত্রনায়িকা সুমনা সোমা, কাজী প্যারিস, সুকর্ন হাসান, মিন্টু সরদার, মনি কাঞ্চনসহ দেশের বিভিন্ন নাট্যসংগঠনের একদল নাট্যকর্মী।

সূর্যসকাল নাটকের দৃশ্যে ঝুনা চৌধুরী ও জিয়াউল হাসান কিসলু
ছবি:সংগৃহীত
২৬ ডিসেম্বরপ্রচার হবে জাগো বাহে’
ছবি:সংগৃহীত

রেজানুর রহমান জানালেন, পদ্মা সেতুকে কেন্দ্র করে দেশে প্রথমবারের মতো একটি টেলিছবি নির্মিত হলো। বিজয় মাস উপলক্ষে বিশেষ অনুষ্ঠানমালার আওতায় চ্যানেল আইতে বিশেষ এই টেলিছবিটি প্রচারিত হয়েছে।
নির্মাতা ও নাট্যকার রেজানুর রহমান আরও জানান, টেলিভিশনে ২৬ ডিসেম্বর রেজানুর রহমানের লেখা একটি বিশেষ নাটক প্রচার হবে। নাটকের নাম ‘জাগো বাহে’। প্রযোজনা করেছেন মাহফুজা আক্তার। রংপুরের অদূরে তিস্তাপারের বিভিন্ন এলাকায় নাটকটির শুটিং হয়েছে। এখানে অভিনয় করেছেন মোহাম্মদ বারী, চিত্রনায়িকা শশী, জীবন রায়সহ রংপুর অঞ্চলের বিভিন্ন নাট্যসংগঠনের শতাধিক নাট্যকর্মী।