প্রথমবার সাফা কবির ও খায়রুল বাসার
দুই বন্ধুর একজন শহরে থাকে। আরেকজন গ্রামে। শহরের বন্ধু গ্রামের বন্ধুকে বলে, ‘তুই কি ওখানে মাস্টারি করবি? ঢাকায় চলে আয়।’ কিন্তু গ্রামের বন্ধু রাজি হয় না। বলে, ‘সব শিক্ষিত মানুষ যদি শহরে চলে যায়, তাহলে গ্রামের মানুষের কী হবে?’ গ্রামের সেই বন্ধুটা একদিন মারা যায়। বন্ধুর জানাজায় এসে শহরের বন্ধু ঠিক করে সে এই গ্রামেই থেকে যাবে। গ্রামে থেকে যাওয়া সেই তরুণের বন্ধুত্ব ও উদ্যোগে প্রযুক্তির জ্ঞানে বদলে যেতে শুরু করে চরের মানুষের জীবন। তবে বাদ সাধে এলাকার সুবিধাবাদী কিছু মানুষ। ওদিকে গ্রামে থাকা নিয়ে শহুরে প্রেমিকার সঙ্গে চলে সম্পর্কের টানাপোড়েন। এভাবেই এগিয়ে যায় গল্প।
রাহিতুল ইসলামের উপন্যাস ‘চরের মাস্টার কম্পিউটার ইঞ্জিয়ার’ থেকে ছোটপর্দার জনপ্রিয় নির্মাতা ভিকি জাহেদ নির্মাণ করছেন টেলিফিল্ম ‘চরের মাস্টার’। এখানে প্রথমবারের মতো জুটিবদ্ধ হয়েছেন খায়রুল বাসার ও সাফা কবির।
এই টেলিফিল্মের শুটিংয়ের অভিজ্ঞতা জানতে চাইলে খায়রুল বাসার বলেন, ‘“চরের মাস্টার” একেবারেই আমাদের মাটির গল্প। এই কাজের জন্য আমাদের সবাইকে অনেক বেশি পরিশ্রম করতে হয়েছে। রাজবাড়ীর গোয়ালন্দে শুটিং হয়েছে। প্রচণ্ড রোদে আর মানুষের ভিড়ে চরের এপ্রান্ত থেকে ওপ্রান্ত ছুটে শুটিং করা মোটেও সহজ ব্যাপার না। তবে বেশ লেগেছে। উপন্যাসটা পড়েই চরিত্রের প্রতি ভালোবাসা জন্মেছিল। রাতে ঢাকা থেকে রওনা দিয়ে ভোরে চরে পৌঁছে সূর্যোদয় দেখেছি। খাল, পুকুরে নেমেছি। সবাই নিজেদের সর্বোচ্চটা দিয়ে কাজ করেছি।’
সাফা কবিরের অবশ্য ভালোই লেগেছে। তিনি জানালেন, এই টেলিফিল্মে কাজ করা এক অন্য রকম অভিজ্ঞতা। সাধারণত উওরা বা পূবাইলে শুটিং করা হয়। এই শুটিংটা তাই পিকপিক পিকনিক লেগেছে। বললেন, 'আমরা যেখানে শুটিং করেছি, সেখানে গাড়ি যায় না। অটোরিকশা চলে। এমনসব জায়গায় শুটিং করেছি, যেখানে অটোরিকশাও যায় না। রৌদে মেকাপ নিয়ে পায়ে হেঁটে পনের মিনিট গিয়ে তারপর শট দেওয়া। ভিকি জাহেদের টিমের সঙ্গে আমি আগে বেশকিছু কাজ করেছি। ওরা জানে আমি কী খাই, কী পরি, তাই মোটেও অসুবিধা হয়নি। সহকর্মী বাশারের সঙ্গে প্রথমবার কাজ করলাম। বেশ লেগেছে। এর আগে অবশ্য ছোট্ট একটা মিউজিক ভিডিও করেছিলাম।'
পরিচালক ভিকি জাহেদ জানান, তিনি বেশির ভাগ সময় নিজের গল্পেই কাজ করেন। এই প্রথম উপন্যাস থেকে টেলিফিল্ম বানালেন। বাশার, সাফা ছাড়াও ‘চরের মাস্টার’–এ আরও অভিনয় করেছেন লুৎফর রহমান জর্জ। আরও আছেন মাসুম আজিজ, ইহতিশাম আহমদ, শাহবাজ সানীসহ আরও অনেকে। টেলিফিল্মটির গল্প ও চিত্রনাট্য করেছেন ভিকি জাহেদ, অবয়ব সিদ্দিকী ও ইকরাম হোসেন।
ঈদে একটি অনলাইন প্ল্যাটফর্ম ও তিনটি বেসরকারি চ্যানেলে প্রচারিত হবে ‘চরের মাস্টার’।