‘ফেসবুকে না থাকায় অনেকে কাজের খবর পাচ্ছেন না’

২ ফেব্রুয়ারি বিয়ে করেছেন ছোট পর্দার মডেল ও অভিনেত্রী সারিকা সাবরীন
সংগৃহীত

২ ফেব্রুয়ারি বিয়ে করেছেন ছোট পর্দার মডেল ও অভিনেত্রী সারিকা সাবরীন। ওই সময় তিনি বলেছিলেন বিয়ে করলেও বিনোদনজগতের কাজে ভাটা পড়বে না তাঁর। মিডিয়ার কাজে দুই পরিবার থেকে কোনো বাধা নেই। কথা রাখলেন সারিকা। বিয়ের পর কাজে ফিরলেন। ১৫ ফেব্রুয়ারি বাংলাভিশনের ‘আমার আমি’ টক শো উপস্থাপনার মধ্য দিয়ে কাজে ফিরেছেন তিনি। পরদিন ১৬ ফেব্রুয়ারি থেকে নাটকের শুটিংয়ে। তুহিন হোসেনের ভাষা দিবসের নাটক ‘ইচ্ছে মত’-তে অভিনয় করলেন সারিকা। ১৭ ফেব্রুয়ারি উত্তরার লোকেশনে শুটিং শেষ হয়েছে নাটকটির।

সারিকা বলেন, ‘আমি আগেও বলেছি, এখনো বলছি; বিয়ের পর মিডিয়ার কাজে আমার কোনো বাধা নেই। বরং আমার ভালো কাজে দুই পরিবারের লোকজনই খুশি হন। তাই বিয়ের সব আনুষ্ঠানিকতা শেষ করে দেড় সপ্তাহের মাথায় কাজে ফিরেছি।’
স্বামী রাহি সংগীত করছেন, সারিকা অভিনয়, উপস্থাপনা ও বিজ্ঞাপন নিয়ে আছেন। এই অভিনেত্রী বলেন, ‘রাহি তার মতো কাজ করছে। আমি আমার মতো। আমরা দুজন দুজনের কাজকে সম্মান করি। তবে একে অন্যের কাজের সমালোচনাও করি আমরা।’
এদিকে সারিকা জানালেন, এখন থেকে টানা শুটিংয়ে ব্যস্ত থাকবেন। ২১ ফেব্রুয়ারি থেকে মারুফ মিঠুর এক ঘণ্টার একটি কাজের শুটিং শুরু করবেন। পরপর জামাল মল্লিক ও মেহেদি রনির দুটি এক ঘণ্টার শুটিং আছে।

বিয়ের পর মিডিয়ার কাজে সারিকার কোনো বাধা নেই
সংগৃহীত

ছোট পর্দার এই অভিনেত্রী বলেন, ‘মোটকথা চলতি মাসে টানা কাজ আছে। তা ছাড়া অনেকগুলো চিত্রনাট্য হাতে আছে। আশা করছি সামনের মাসেও অনেকগুলো কাজ হবে।’
বিয়ের আগে বেশ কিছুদিন তো কাজ কমিয়ে দিয়েছিলেন? এ ব্যাপারে সারিকা বলেন, ‘কই, না তো। বিয়ের ১০ দিন আগে থেকে কাজ করিনি। কিন্তু তার আগে প্রচুর কাজ করেছি। এমনও হয়েছে, মাসে ২০ দিনও শুটিং করেছি। ফেসবুকে না থাকায় অনেকে কাজের খবর পাচ্ছেন না। দেখি সক্রিয় হতে হবে।’
‘ইচ্ছে মত’ নাটকে সারিকার বিপরীতে অভিনয় করেছেন ইমতিয়াজ বর্ষণ। নাটকটি লিখেছেন সারওয়ার রেজা। পরিচালক জানালেন ভাষা দিবসে এটিএন বাংলায় নাটকটি প্রচারের কথা আছে।