মঞ্চ থেকে বড় পর্দায়

জ্যোতি সিনহাকে ২০২১ সালে মোহাম্মদ জাকারিয়া স্মৃতিপদক দিল নাটকের দল থিয়েটার। দেশের প্রান্তের এই কীর্তিমান তরুণ মঞ্চকর্মীকে নিয়ে আমাদের বিশেষ আয়োজন।

জ্যোতি সিনহা
ছবি: সংগৃহীত

নিজ এলাকায় থাকবেন বলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে মৌলভীবাজারেই ফিরে গিয়েছিলেন জ্যোতি সিনহা, ঠাঁই গেড়েছিলেন কমলগঞ্জের ঘোড়ামারা গ্রামে। সেখানেই চাকরি নিয়েছেন, সেখানকার নাট্যদল মণিপুরি থিয়েটারে সঁপে দিয়েছেন মনপ্রাণ। নাটমণ্ডপ নামে তাঁদের নিজস্ব স্টুডিও থিয়েটার আছে। ১৯৯৭ সালে মণিপুরি থিয়েটারে কাজ শুরু করার পর থেকে আজ পর্যন্ত অনেকগুলো নাটকে অভিনয় করেছেন তিনি। ২০০০ সালে বিষ্ণুপ্রিয়া মণিপুরি ভাষায় মঞ্চে আসে শ্রীকৃষ্ণকীর্তন। ২০০১ সালে ঢাকায় নাটকটি মঞ্চস্থ হলে সাড়া পড়ে যায়। তাতে অভিনয় করেছিলেন জ্যোতি। আগামী বছরের ১৪ এপ্রিল অভিনয়জীবনের ২৫ বছরে পদার্পণ করতে যাচ্ছেন তিনি।

হ্যাপি ডেইজ নাটকে জ্যোতি
ছবি: প্রথম আলো

প্রতিষ্ঠার ২৫ বছর পূর্ণ করেছে জ্যোতিদের নাট্যদল মণিপুরি থিয়েটার। এ উপলক্ষে কমলগঞ্জে বড় একটা উৎসব হবে। ঢাকা থেকে নাটকের দল নাটক নিয়ে মঞ্চস্থ করবে নাটমণ্ডপে। মণিপুরি থিয়েটারও নতুন নাটকের প্রস্তুতি নিচ্ছে। জ্যোতি বলেন, ‘আসামে ১৯৯৬ সালে বিষ্ণুপ্রিয়া মণিপুরি ভাষার সাংবিধানিক স্বীকৃতি নিয়ে যখন আন্দোলন চলছিল, পাঠ্যপুস্তকে এই ভাষা অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া চলছিল, তখন গুলিবিদ্ধ হয়ে মারা যান সুদেষ্ণা সিংহ। তাঁর জীবন নিয়ে শহিদ সুদেষ্ণা নাটক মঞ্চে আনছি আমরা। ২৬ সেপ্টেম্বর আমাদের দলের ২৫ পূর্ণ হয়। মহামারির কারণে আমরা বড় উৎসব করে রজতজয়ন্তী উদ্‌যাপন করতে পারিনি। আগামী বছর করব।’

কহে বীরাঙ্গনা নাটকের দৃশ্যে জ্যোতি সিনহা
ছবি: সংগৃহীত

বড় পর্দায়ও কাজ করেছেন জ্যোতি। স্বল্পদৈর্ঘ্য ছবি আজ দীপার সবকিছু ভালো লাগছেতে অভিনয় করে ইন্দো-সিঙ্গাপুর ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে শ্রেষ্ঠ অভিনেত্রীর সম্মান অর্জন করেছেন তিনি। শিগগির আরও একটি নতুন সিনেমার শুটিং শুরু করতে যাচ্ছেন জ্যোতি।