মঞ্চে নতুন নাটক ‘অবজেকশন ওভার রুলড’

অবজেকশন ওভার রুলড নাটকের মহড়ার দৃশ্য
সংগৃহীত

নতুন স্বাভাবিকে থেমে নেই মঞ্চকর্মীরা। একের পর এক নতুন নাটক মঞ্চে আসছে। অনুরাগ থিয়েটার আজ শুক্রবার সন্ধ্যা সাতটায় বাংলাদেশ মহিলা সমিতির ড. নীলিমা ইব্রাহিম মিলনায়তনের মঞ্চে আনছে নতুন নাটক অবজেকশন ওভার রুলড। নাটকটির রচনা, পরিকল্পনা ও নির্দেশনা দিয়েছেন মাহবুব আলম।

অযাচিতভাবে একটি হত্যাকাণ্ড ঘটে যায়। তাতে জেল হয়ে যায় একজনের। অভিযুক্তের বিরুদ্ধে কোনো প্রমাণ না থাকা সত্ত্বেও বিচারক তার ফাঁসির আদেশ দিয়ে দেন। ফাঁসি কার্যকর হওয়ার আগে হত্যাকাণ্ডের পুরো ঘটনা অভিযুক্ত ব্যক্তি ফাঁস করে দেন তার মাকে চিঠি দিয়ে। এমনই গল্পে গড়ে উঠেছে অবজেকশন ওভার রুলড নাটকটি। এতে অভিনয় করছেন শামসি আরা সায়েকা, হুমায়রা আনজুম, সাহাদাত হোসেন, হামিদা আক্তার, উর্মি আক্তার, মেহমুদ সিদ্দিকী প্রমুখ।

উদ্বোধনী প্রদর্শনীতে প্রধান অতিথি থাকবেন নাট্যজন আতাউর রহমান। অতিথি থাকবেন নাটকের বিভিন্ন সংগঠনের

অবজেকশন ওভার রুলড নাটকের মহড়ার দৃশ্য
সংগৃহীত