মঞ্চে বিষণ্ন জীবনের গল্প

স্পর্ধা মঞ্চে নিয়ে এসেছে নতুন নাটক ৪.৪৮ মন্ত্রাসসাবিনা ইয়াসমিন

এবারের শীতটা কি একটু জেঁকে বসেছে? করোনায় ঘরবন্দী ছিল মানুষ। এই সুযোগে একটু নিশ্বাস নিয়েছে প্রকৃতি। তার ফল হাতেনাতে। নদীর দূষিত পানি হয়েছে টলটলা, সবুজে ভরে উঠেছে চারপাশ।
গেল কয়েক মাস ঘরবন্দী সময়টাতে একটা কথা শোনা গেছে জোরেশোরে, ‘মানসিক স্বাস্থ্য’। কারণ এই বন্দিদশায় বিষণ্নতা চেপে ধরেছে অনেককে। এই সময়ের বিষণ্নতা মোটা দাগে দেখা যায়। কিন্তু প্রতিদিন পত্রিকার পাতা খুললে, সামাজিক যোগাযোগমাধ্যমে ঘুরলে চোখের সামনে ভাসে নানান সব ভয়ার্ত খবর। খুন, ধর্ষণ, যৌন নিপীড়ন, মানসিক নির্যাতন, ধর্মীয় অসহিষ্ণুতা, পরকীয়ার জেরে খুন, সামাজিক বিশৃঙ্খলা—কত কী! প্রতিদিন এসব খবর মানসিকভাবে যে বন্দী করছে গোটা সমাজকে, তার খবর কি কেউ রাখে?

এই খবর দিতে স্পর্ধা মঞ্চে নিয়ে এসেছে নতুন নাটক ৪.৪৮ মন্ত্রাস । ব্রিটিশ নাট্যকার সারাহ কেইনের লেখা নাটকের নির্দেশনা দিয়েছেন সৈয়দ জামিল আহমেদ। শাহমান মৈশান ও শরীফ সিরাজের অনুবাদে নাটকটিতে উঠে এসেছে একজন তরুণ শিল্পীর বিষণ্নতায় ভরা জীবন।

সৈয়দ জামিল আহমেদ

গতকাল বৃহস্পতিবার ছিল বিশেষ প্রদর্শনী। সৈয়দ জামিল আহমেদের নাটক মানে ভিন্ন কিছু, চমকে দেওয়া দৃশ্যকাব্য। এমন প্রত্যাশা নিয়ে বসি মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে। আলো-আঁধারিতে মঞ্চে হাজির বিষণ্ন এক শিল্পী। বলে যান তাঁর অভিজ্ঞতা, জীবন নিয়ে বিতৃষ্ণা। কখনো তিনি নিজেকে শেষ করে দিতে চান, কখনো বা তীক্ষ্ণ দৃষ্টিতে সরাসরি দর্শককেই বলে যান ঘটে যাওয়া ভয়াবহ সব অভিজ্ঞতা। উঠে আসে একজন বিষণ্ন মানুষের সঙ্গে চিকিৎসকদের আচরণ।

গত মার্চ থেকে মহড়া শুরু হয়েছে এ নাটকের। নির্দেশক জানান, বেশ চ্যালেঞ্জ নিয়ে কাজ করতে হয়েছে করোনাকালে। ছিল আবাসিক কর্মশালা ও অনলাইনে মহড়া। এর মধ্যে একজন অভিনয়শিল্পী করোনাক্রান্ত হওয়ায় বেশ ঝামেলায় পড়তে হয়।

ব্রিটিশ নাট্যকার সারাহ কেইনের লেখা নাটকের নির্দেশনা দিয়েছেন সৈয়দ জামিল আহমেদ
সাবিনা ইয়াসমিন

এটি সারাহ কেইনের লেখা শেষ নাটক। এরপর তিনি আত্মহত্যা করেন। ইংরেজি নাটক হলেও দেশের বর্তমান চিত্র খুব সহজেই মিশিয়েছেন নির্দেশক। তাই মঞ্চে ভেসে ওঠে বর্তমান সময়ে ধর্ষণের শিকার নারীমুখ, নৃশংসভাবে খুন হওয়া বিশ্বজিৎও। এই সময়ে এই নাটক কেন প্রয়োজন? সৈয়দ জামিল আহমেদ বলেন, ‘করোনার এই সময় আমরা অতিক্রম করব। অতিক্রম করতে গিয়ে যদি আপনি এই নাটকটি দেখে অনুপ্রেরণা অনুভব করেন, তবেই আমাদের সার্থকতা। এই নাটক কথা বলছে সমসাময়িক বাস্তবতা নিয়ে। এই বাস্তবতা দেখে আমাদের একটুও যদি সংবেদনশীলতা থাকে, তাহলে অস্থিরতা হবে। সেই অস্থিরতা থেকেই এই মন্ত্রাস।’

দীর্ঘদিন বিরতির পরে সৈয়দ জামিল আহমেদ রিজওয়ান দিয়ে বেশ আলোচিত হন। তারপর তিনি গঠন করেন ‘স্পর্ধা: ইনডিপেনডেন্ট থিয়েটার কালেক্টিভ’। মঞ্চে আনেন শহীদুল জহিরের উপন্যাস অবলম্বনে জীবন ও রাজনৈতিক বাস্তবতা। এবার মঞ্চে এল ৪.৪৮ মন্ত্রাস। দলের উদ্দেশ্য নিয়ে জানানো হয়, একবিংশ শতকের বিশ্বায়নের যুগেও নিও লিবারেল অর্থনৈতিক ব্যবস্থায় গ্রুপ থিয়েটার নাট্যচর্চার মূল শক্তি বাংলাদেশের মধ্যবিত্ত শ্রেণি। কিন্তু তারা এখন এমন জীবনযাপনে তাড়িত যে নাট্যচর্চার জন্য প্রয়োজনীয় সময় নিয়োগে অক্ষম। এ অবস্থা অতিক্রমের ক্ষুদ্র প্রয়াস হিসেবে ২০১৮ সালের ১২ সেপ্টেম্বর এই নাট্যদলটি গঠিত হয়।

আজ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত নাটকটির প্রদর্শনী চলবে বাংলাদেশ মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে
প্রথম আলো

৪.৪৮ মন্ত্রাস নাটকে অভিনয় করেছেন মহসিনা আক্তার, সাক্ষ্য শহীদ, সোহেল রানা, শারমিন আক্তার, কৌশিক বিশ্বাস, মুরতাজা যুবাইর, মো. ইরফান উদ্দিন, তানভীর আহম্মেদ ও হাসান মুহাম্মদ। আজ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত নাটকটির প্রদর্শনী চলবে বাংলাদেশ মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে। আজ সন্ধ্যা সাড়ে ৭টায় আছে উদ্বোধনী প্রদর্শনী।