মোশাররফ করিমের অভিনয় দেখে কান্না চলে এল

১০ সেপ্টেম্বর থেকে রাজধানীর উত্তরায় শুরু হয়েছে ওয়েব সিরিজটির দৃশ্যধারণের কাজসংগৃহীত

ওয়েব সিরিজে নাম লেখালেন ছোট ও বড় পর্দার জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। ‘ভালো বাসা’ নামে এই ওয়েব সিরিজে তাঁর সঙ্গে দেখা যাবে অভিনেত্রী জাকিয়া বারী মমকেও। ওয়েব সিরিজটিতে বেশ কিছু আবেগি দৃশ্য ছিল। সেই দৃশ্যে মোশাররফ করিমের অভিনয় দেখে শুটিং ইউনিটের অনেকেরই চোখে ভিজে ওঠে। শুটিং শেষ করে দৃশ্যটি দেখে বেশকিছু সময় চুপচাপ ছিলেন তিনি নিজেও।

মোশাররফ করিম
সংগৃহীত

ছোট পর্দায় এক নামে তিনি পরিচিত। উপহার দিয়েছেন অসংখ্য জনপ্রিয় নাটক। চলচ্চিত্রেও আছে তাঁর আলাদা সুনাম। তবে ওয়েব সিরিজে অভিনয় করা হয়ে ওঠেনি এর আগে। অবশেষে পা বাড়ালেন এই ঘরানায়। মোশাররফ করিম বলেন, ‘অনেক দিন ধরেই চেয়েছিলাম ওয়েব সিরিজে অভিনয় করব। অনেক দর্শক এখন ওয়েব সিরিজ দেখেন। কিন্তু গল্প ও চরিত্র পছন্দ হয়নি। সুযোগও পাচ্ছিলাম না। সবকিছু মিলিয়ে এবার সুযোগ হলো।’

মোশাররফ করিম বলেন, ‘অনেক দিন ধরেই চেয়েছিলাম ওয়েব সিরিজে অভিনয় করব।’
সংগৃহীত

ওয়েব সিরিজটির গল্প নিয়েও বেশ উচ্ছ্বসিত এই অভিনেতা। তিনি বলেন, ‘কাজটি করতে গিয়ে কখনো নিজেকে খুব রোমান্টিক মনে হয়েছে। আবার কখনো আবেগতাড়িত হয়েছি। একটি দৃশ্যধারণের পরে শুটিং ইউনিটের অনেক সদস্যের চোখ ভিজে উঠতে দেখেছি। তখন একটা অন্য রকম অনুভূতি কাজ করেছে। এমন ঘটনা অনেকবার দেখেছি তারপরও বেশ ভালো লেগেছে। তাই আরও বেশি যত্ন নিয়ে কাজটি করেছি।’

ওয়েব সিরিজটির গল্প নিয়েও বেশ উচ্ছ্বসিত এই অভিনেতা
সংগৃহীত

নির্মাতা আবু হায়াত মাহমুদ জানান, ‘ভালো বাসা’ ওয়েব সিরিজ নির্মাণের প্রধান কারণ হচ্ছে, এটি কলকাতা ও ঢাকা—দুই জায়গার মানুষেরই খুব চেনা গল্প। তিনি বলেন, ‘পারিবারিক টানাপোড়েন, সুখ–দুঃখ, আবেগ—এই জিনিসগুলোকে আমরা পর্দায় তুলে ধরার চেষ্টা করেছি। যেখানে প্রেম থাকবে, আবার মানুষ কাঁদবেও।’

১০ সেপ্টেম্বর থেকে রাজধানীর উত্তরায় শুরু হয়েছে ওয়েব সিরিজটির দৃশ্যধারণের কাজ। সিরিজটিতে আরও অভিনয় করেছেন এ কে আজাদ, ওয়াসেক ইমাদ প্রমুখ। সিরিজটি একটি ওটিটি প্ল্যাটফর্মের জন্য নির্মিত হচ্ছে। মুনতাহা বৃত্তার রচনায় ওয়েব সিরিজটি পরিচালনা করছেন আবু হায়াত মাহমুদ।