‘শিল্পী হতে চাই, তারকা নয়’

‘উত্তর বসন্তে’ নাটকে দিলরুবা দোয়েল
সংগৃহীত

যে কজন কথাসাহিত্যিকের কলমে দেশভাগ উঠে এসেছে, হাসান আজিজুল হক তাঁদের মধ্যে অন্যতম। এই কথাসাহিত্যিকের ‘উত্তর বসন্তে’ তেমনই একটি গল্প। এবার গল্পটি ছোট পর্দায় এনেছেন নির্মাতা আকরাম খান। সেখানে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে দেখা যাবে অভিনেত্রী দিলরুবা দোয়েলকে। নাটক নিয়ে কথা প্রসঙ্গে এই অভিনেত্রী জানালেন, গতানুগতিক তারকা নয়, শিল্পী হতে চান তিনি।
হাসান আজিজুল হকের এই গল্পটি লেখা ষাটের দশকের শুরুর দিকের প্রেক্ষাপটে। নির্মাতা আকরাম খান নাটকটি নিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন এভাবে। ‘যে ধরনের কাজ নির্মাণ করতে চাই, হাসান আজিজুল হকের এর “উত্তর বসন্তে” সে রকম একটি কাজ। বাংলাদেশ টেলিভিশনকে ধন্যবাদ, মাহাফুজা আক্তারের প্রযোজনায় “উত্তর বসন্তে”-এর চিত্রনাট্য, রচনা ও পরিচালনার সুযোগ দেওয়ার জন্য।’

শুটিংয়ের ফাঁকে সহশিল্পীর সঙ্গে দিলরুবা দোয়েল
সংগৃহীত

নাটকটি বিটিভিতে আজ রাত ৯টায় দেখা যাবে। দিলরুবা দোয়েলকে দেখা যাবে ষাটের দশকের এক তরুণীর চরিত্রে, নাম লিপি। দোয়েল বলেন, ‘তৎকালীন সময়ে পশ্চিমবঙ্গের বর্ধমানের নিম্নমধ্যবিত্ত পরিবারের একটি মেয়ে আমি। একদমই সাধারণ একটি মেয়ে। ওই সময়ের প্রেমগুলো কেমন হতো? তা উঠে এসেছে।’
টেলিভিশনগুলোতে এখন কমেডি ও গতানুগতিক প্রেমের গল্পে সয়লাব। সেখানে বেছে বেছে কাজ করেন এই অভিনেত্রী। বিশেষ করে তাঁর অভিনীত চরিত্র ও গল্পগুলো সিরিয়াস ধরনের। দোয়েল বলেন, ‘আমার অভিনয়ের শুরুটা হয়েছিল সিরিয়াস ঘরানার কাজ দিয়ে। আমি নাসির উদ্দীন ইউসুফের “আলফা” ছবিতে অভিনয় করেছি। এন রাশেদ চৌধুরীর “চন্দ্রাবতী কথা” এবং নুরুল আলম আতিকের “লাল মোরগের ঝুঁটি” সবই খুব গুরুত্বপূর্ণ ছবি।’

দিলরুবা দোয়েল
সংগৃহীত

তবে কি গল্প ও চরিত্রই আপনার কাছে গুরুত্বপূর্ণ? এমন প্রশ্নে দিলরুবা দোয়েল বলেন, ‘আমি মডেলিংও করি। মডেলিং থেকেই আমার অভিনয়ে আসা। গল্পনির্ভর কাজ করতে ভালো লাগে। কারণ, শেষ পর্যন্ত গল্পগুলোই টিকে থাকে। আর এই গল্পটিতে এ কারণে অভিনয় করা, যাতে সেই সময়টিকে তরুণেরা কিছুটা হলেও যেন বুঝতে পারে। আমি কখনো তারকা হতে চাইনি, চাই না। আর্টিস্ট হতে চেয়েছি। এমন কিছু করতে চাই, যা থেকে যাবে। এখন যেমন ফেসবুক, লাইক, ফলোয়ারের যুগ। ঠিক এর বিপরীতধর্মী মানুষ।’

আমি কখনো তারকা হতে চাইনি, চাই না। আর্টিস্ট হতে চেয়েছি। এমন কিছু করতে চাই, যা থেকে যাবে। এখন যেমন ফেসবুক, লাইক, ফলোয়ারের যুগ। ঠিক এর বিপরীতধর্মী মানুষ।
দিলরুবা দোয়েল

মডেলিং দিয়ে বিনোদন জগতে পথচলা শুরু হয় দিলরুবা দোয়েলের। প্রথম আলোর নকশায় প্রায়ই তিনি মডেল হতেন। তারপর নাসির উদ্দীন ইউসুফের ‘আলফা’ ছবি দিয়ে তাঁর অভিনয়ের দরজা খুলে যায়। এরপর থেকে অভিনয় ও মডেলিং নিয়েই চলছেন তিনি।