সিরাজগঞ্জে ‘ফিরে গেলেন’ মান্নান হীরা

বৃহস্পতিবার দুপুরে শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে মান্নান হীরার প্রতি শেষশ্রদ্ধা জানাতে আসেন তাঁর অগ্রজ ও অনুজেরাছবি: কোলাজ

হিমগাড়িতে চড়ে শেষবারের মতো শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে ‘এসেছিলেন’ নাটকের মানুষ মান্নান হীরা। একাডেমির প্রবেশপথে নাট্যবান্ধবদের শ্রদ্ধার ফুল ঢেকে ফেলেছিল তাঁকে। এরপর শেষযাত্রা, গন্তব্য জন্মস্থান সিরাজগঞ্জ—যে শহর থেকে তিনি এসেছিলেন বাংলা নাটকের মঞ্চে। মা–বাবার পাশে শেষনিদ্রায় গেলেন এই নাট্যজন।

শিল্পকলা একাডেমিতে মান্নান হীরার সাদাকালো ছবির পাশে লেখা ছিল—‘নাটক আমার বুকেরও ধন, নাটক আমার সোনার সন্তান/ নাটক আমার প্রিয় ভূমি, আমারও জীবন মরণ।’ তাঁর এই কথাগুলোতে তাঁকেই পাওয়া যায়। সারা জীবন লেপ্টে ছিলেন নাটকে। নিজেকে নিয়োজিত রেখেছেন নাটকে—মঞ্চে, টেলিভিশনে ও পথনাটকে। তাঁর নাটকের গুরুত্বপূর্ণ উপজীব্য ছিল নিরন্ন মানুষ ও দরিদ্র জনপদ।

মান্নান হীরা
ছবি: প্রথম আলো

বৃহস্পতিবার দুপুরে শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে মান্নান হীরার প্রতি শেষশ্রদ্ধা জানাতে আসেন তাঁর অগ্রজ ও অনুজেরা। বাংলাদেশ পথনাটক পরিষদের ব্যবস্থাপনায় মান্নান হীরার শেষশ্রদ্ধা অনুষ্ঠান সঞ্চালনা করেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ।

হীরার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ, নাট্যজন রামেন্দু মজুমদার, আতাউর রহমান, মামুনুর রশীদ, নাসির উদ্দীন ইউসুফ, ম হামিদ, শিল্পকলা একাডেমির মহাপরিচালক ও গ্রুপ থিয়েটার ফেডারেশনের চেয়ারম্যান লিয়াকত আলী লাকী, নাট্যাভিনেতা সালাহউদ্দিন লাভলু, চঞ্চল চৌধুরী, নাট্যকার মাসুম রেজা, গণসংগীতশিল্পী ফকির আলমগীর।

শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে মান্নান হীরার প্রতি শেষশ্রদ্ধা জানাতে আসেন তাঁর অগ্রজ ও অনুজেরা

সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়, সম্মিলিত সাংস্কৃতিক জোট, শিল্পকলা একাডেমি, বাংলাদেশ টেলিভিশন, ডিরেক্টরস গিল্ড, উদীচী শিল্পীগোষ্ঠী, গণসংগীত সমন্বয় পরিষদ, আরণ্যক নাট্যদল, টেলিভিশন নাট্যকার সংঘ, শিল্পকলা একাডেমি কর্মচারী ইউনিয়ন, ঢাকা থিয়েটার মঞ্চ, থিয়েটার, নাগরিক নাট্য সম্প্রদায়, ঢাকা পদাতিক, দনিয়া সাংস্কৃতিক জোট, আইটিআই বাংলাদেশ কেন্দ্র, কণ্ঠশীলন, সময় নাট্যদল, মহাকাল নাট্য সম্প্রদায়, থিয়েটার আর্ট ইউনিট, দৃষ্টিপাত নাট্য সম্প্রদায়, বাংলাদেশ পুলিশ নাট্যদল, কোয়ান্টাম ফাউন্ডেশন, প্রাচ্যনাটসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন তাঁকে শ্রদ্ধা নিবেদন করে।
মান্নান হীরা ১৯৫৬ সালে সিরাজগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন। মফস্বল শহর থেকে মাধ্যমিক, রাজশাহী সরকারি কলেজ থেকে উচ্চমাধ্যমিকের পাট শেষে তিনি পড়াশোনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। নাট্যচর্চার শুরু থেকেই যুক্ত ছিলেন আরণ্যক নাট্যদলে।

ছাত্র থেকে নাট্যকার হিসেবে তাঁকে গড়ে তুলেছিলেন নাট্যজন মামুনুর রশীদ। প্রিয় অনুজকে হারিয়ে বেদনাক্রান্ত কণ্ঠে তিনি বলেন, ‘মান্নান হীরা ছিল আমার সন্তানের মতো। ছিল বন্ধু ও সহকর্মী। আমি আমার সন্তানকে হারিয়েছি, বন্ধুকে হারিয়েছি, যোগ্য সহকর্মীকে হারিয়েছি। শ্রেণিসংগ্রামের বিরুদ্ধে আরণ্যকের হাতিয়ার নাটক, তাঁর হাত ধরেই হয়েছে।’

মান্নান হীরার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ

সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেন, ‘আমাদের সাংস্কৃতিক অঙ্গনের একজন উজ্জ্বল নক্ষত্র হারিয়ে গেলেন। করোনাকালে আমরা কত স্বজনকে হারালাম। প্রতিমন্ত্রী হিসেবে শোকবার্তা দিতে দিতে আমি ক্লান্ত। আমার আর ভালো লাগে না।’ মান্নান হীরাকে নিয়ে একটি স্মারকগ্রন্থ রচনার দাবি জানিয়ে লিয়াকত আলী লাকী বলেন, তিনি সারা দেশের শিল্প, সংস্কৃতি ও নাটকের যে উপকার করে গেছেন, এ জন্য আমরা আজীবন তাঁকে স্মরণ রাখব।’
মান্নান হীরাকে সৈয়দ শামসুল হক, আবদুল্লাহ আল–মামুন, সেলিম আল দীনের পর দেশের প্রধানতম নাট্যকার হিসেবে মূল্যায়ন করেছেন নাট্যজন রামেন্দু মজুমদার। তিনি বলেন, ‘পথনাটকের কথা বললে যাঁর কথা আমারা সবার আগে মনে করব, তিনি মান্নান হীরা। তিনি নাটকের মাধ্যমে সমাজের অসংগতি তুলে ধরেছেন। প্রতিবাদী কণ্ঠস্বর হিসেবে কাজ করেছেন। সমাজের জন্য যা বলা প্রয়োজনীয়, তা তিনি নাটকের মাধ্যমে বলেছেন।’

মান্নান হীরার কর্মকে উদযাপনের আহ্বান জানিয়ে নাসির উদ্দীন ইউসুফ বলেন, ‘মান্নান হীরার কর্ম–সাফল্য আমাদের মঞ্চ ও রাজপথে যুগপৎভাবে চালিত করেছে। তাঁর কর্ম–সাফল্য ও ফলাফল আমাদের উজ্জীবিত করেছে। অনন্তকাল আমরা তাঁর কর্মজীবনকে উদ্‌যাপন করতে চাই।’ মঞ্চসারথি আতাউর রহমান বলেন, ‘মান্নান হীরা নাটক ছাড়া কিছু বুঝতেন না। আমরা নাট্যাঙ্গনে আমাদের প্রাণের মানুষকে হারালাম।’ গণসংগীতশিল্পী ফকির আলমগীর বলেন, ‘সাম্রাজ্যবাদের লড়াকু সৈনিক হিসেবে আজীবন তিনি আমাদের মধ্যে বেঁচে থাকবেন।’ পথনাটক পরিষদের সাধারণ সম্পাদক আহম্মদ গিয়াস বলেন, ‘সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংকটের সময় তিনি নাটক নিয়ে হাজির হয়েছিলেন। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তিনি তাঁর আদর্শ থেকে বিচ্যুত হননি।’

মান্নান হীরা
ছবি: প্রথম আলো

শ্রদ্ধা নিবেদনের পর শিল্পকলা একাডেমি মসজিদে মান্নান হীরার জানাজা অনুষ্ঠিত হয়। বাদ মাগরিব সিরাজগঞ্জে আরেকটি জানাজার পর তাঁকে মা–বাবার পাশে দাফন করা হয়। গত বুধবার রাতে রাজধানীর একটি হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষনিশ্বাস ত্যাগ করেন নাট্যজন মান্নান হীরা।