'অনুদ্ধারণীয়' নিয়ে দর্শকের সামনে 'অনুস্বর'

‘অনুদ্ধারণীয়’ নাটকের একটি দৃশ্য। ছবি: প্রথম আলো
‘অনুদ্ধারণীয়’ নাটকের একটি দৃশ্য। ছবি: প্রথম আলো

শিল্পীসমাজ কি বাস্তবতার বাইরে? সমাজবাস্তবতায় শিল্পের কোনো দায় নেই? এ প্রশ্নে সেই পুরোনো বিতর্ক মনে উঁকি দেয়—শিল্পের জন্য শিল্প, নাকি মানুষের জন্য শিল্প? সমাজে শিল্পের ভূমিকা বা দায় প্রশ্নে শিল্পীর এ সংকট পুরোনো। রাজনীতি, রাষ্ট্রনীতি, সমাজনীতি ইত্যাদিতে শিল্প বা শিল্পীর ভূমিকা কী? অথবা শিল্পীর পক্ষে কোনো ভূমিকা রাখা উচিত কি না? এসব প্রশ্ন উঠে এসেছে নতুন নাটক ‘অনুদ্ধারণীয়’–তে। গতকাল শুক্রবার সন্ধ্যায় দেখা গেল নতুন এই নাটক।

বুদ্ধদেব বসুর ছোটগল্প অবলম্বনে নাট্যরূপ ও নির্দেশনা দিয়েছেন মোহাম্মদ বারী। এটি নাটকের নতুন দল অনুস্বরের প্রথম নাটক। চলতি বছরের জুলাই মাসে নাট্যাঙ্গনে পথচলা শুরু করে নাট্যদল অনুস্বর। এবার দলটি মঞ্চে নিয়ে এসেছে প্রথম প্রযোজনা ‘অনুদ্ধারণীয়’। আজ শনিবার সন্ধ্যায় রাজধানীর নাটক সরণির (বেইলি রোড) মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন হয়। মূলত, এ নাটক দিয়েই দর্শকের সামনে নিজেদের পরিচিতি তুলে ধরল অনুস্বর।

‘অনুদ্ধারণীয়’ মূলত প্রতিষ্ঠানবিরোধী তারুণ্যের রোমান্টিসিজমের গল্প। ছবি: প্রথম আলো
‘অনুদ্ধারণীয়’ মূলত প্রতিষ্ঠানবিরোধী তারুণ্যের রোমান্টিসিজমের গল্প। ছবি: প্রথম আলো

‘অনুদ্ধারণীয়’ মূলত প্রতিষ্ঠানবিরোধী তারুণ্যের রোমান্টিসিজমের গল্প। দুটি প্রধান চরিত্র কবি ও কবিভক্ত অমিতের চূড়ান্ত দ্বন্দ্বের মধ্য দিয়ে এগিয়ে যায় নাটকের কাহিনি। বাস্তবতার দৃষ্টিকোণ থেকে অন্তঃসারহীন ভাববাদিতার অভিযোগে কবি অভিযুক্ত হন, এমনকি খ্যাতির চূড়ায় প্রতিষ্ঠিত কবির বন্ধ্যা সৃজনশীলতার অভিযোগও কবিভক্ত অমিতের। স্খলিত কবির প্রকৃত সৃজনকে ভাবীকালে উত্তীর্ণ করার দায় নিয়ে অমিত কবিকে ধরে নিয়ে যায় তার ডেরায়। মুখোমুখি হয় দুজন। যেখানে স্পষ্ট হয় তারুণ্যের সঙ্গে প্রৌঢ়ত্বের দ্বন্দ্ব।

নাট্যনির্দেশক ও অনুস্বর নাট্যদলের প্রধান মোহাম্মদ বারী বলেন, ‘থিয়েটার নিয়ে আমাদের স্বপ্নযাত্রার নাম অনুস্বর। প্রথম প্রযোজনা হিসেবে মঞ্চে এনেছি “অনুদ্ধারণীয়”। এ নাটক নিয়মিতভাবে মঞ্চায়িত হবে। পাশাপাশি নিয়মিত নাট্যচর্চায় সক্রিয় থাকবে অনুস্বর।’এ নাট্যদলের ঘোষণাপত্রে বলা হয়েছে, ‘মানুষের মুক্তি, অসাম্প্রদায়িক মানবিক সমাজ আর সুন্দরের আরাধনা অনুস্বরের স্বপ্ন। এ স্বপ্ন প্রকৃত অর্থে মানুষেরই। অনুস্বরের নাট্য অভিযাত্রায় মানুষই মুখ্য।’

এটি নাটকের নতুন দল অনুস্বরের প্রথম নাটক ছবি: প্রথম আলো
এটি নাটকের নতুন দল অনুস্বরের প্রথম নাটক ছবি: প্রথম আলো

‘অনুদ্ধারণীয়’ নাটকে অভিনয় করছেন মোহাম্মদ বারী, মাজিদুল মিঠু, মাহফুজ সুমন, সরকার জামান, এস আর সম্পদ, মোহাম্মদ রাকিব, আকিব বাবু, রুবেল অরভিল, ফরিদা লিমা, শাহনাজ জাহান প্রমুখ। মঞ্চ ও ভিজ্যুয়াল ডিজাইন করেছেন শাহীনুর রহমান, সহযোগী আরিফ সাকিল। আলোক পরিকল্পনায় অম্লান বিশ্বাস। আবহ সংগীত পরিচালনা করেছেন আবির সায়েম।

এর আগে চলতি বছরের শুরুতে দর্শকের জন্য নতুন নাটক উপহার দিয়েছিল থিয়েটার আর্ট ইউনিট। গত ১১ জানুয়ারি জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে দলের ৩২তম প্রযোজনা ‘অনুদ্ধারণীয়’–র প্রথম প্রদর্শনী হয়। নতুন ‘অনুদ্ধারণীয়’ নাটকে বেশির ভাগ চরিত্রই পুরোনো। মাত্র তিনটি নতুন মুখ এসেছে। সেট এবং সংগীত পরিবর্তন হয়েছে। নাটকটি থিয়েটার আর্ট ইউনিটের নতুন নাটক, এটি নতুন দল নিয়ে করতে পারবে কি না—এমন প্রশ্নের জবাবে মোহাম্মদ বারী বলেন, ‘নাটকটি আমার নিজের লেখা এবং নির্দেশনা দেওয়া। নিয়ম অনুযায়ী এর কপিরাইটও আমার। কাজেই চাইলে আমি নতুন উদ্যোগে নাটকটি করতে পারি। চাইলে ওরাও (থিয়েটার আর্ট ইউনিট) নাটকটি চালিয়ে যেতে পারে। ঢাকার মঞ্চে তো একই নাটক একাধিক দল করেই থাকে।’