গত বৃহস্পতিবার লন্ডনে হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা যান বলিউড অভিনেত্রী কারিশমা কাপুরের সাবেক স্বামী সঞ্জয় কাপুর। এই সঞ্জয় ছিলেন ভারতের অন্যতম প্রভাবশালী শিল্পপতি। তাঁর সম্পদের পরিমাণ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস। জানা গেছে, সঞ্জয় কাপুরের সম্পত্তির পরিমাণ ছিল ১ দশমিক ২ বিলিয়ন ডলার (ভারতীয় মুদ্রায় যা প্রায় ১০ হাজার ৩০০ কোটি রুপি)। ফোর্বস সাময়িকীর জরিপে তিনি বিশ্বের ২৭০৩তম ধনী ব্যক্তি ছিলেন। এ ধরনের খবর থেকে মুক্তি চেয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন গায়িকা আঁখি আলমগীর। তিনি ফেসবুকে লেখেন, ‘কারিশমা কাপুরের সাবেক স্বামী কত হাজার কোটি টাকা রেখে গেলেন, কে কত পরিমাণ পাবেন, এই নিউজ দেখতে দেখতে আমাদের মস্তিষ্ক এবং চেহারা খারাপ হয়ে যাচ্ছে। তাই মুখে মাস্ক লাগানো জরুরি হয়ে পড়েছে। লোকি (পোষা বিড়াল) তো মহা বিরক্ত, তাকেও আদর আহ্লাদ দিয়ে ধৈর্য ধরতে বলা হচ্ছে। আমরা এই নিউজ থেকে আপাতত মুক্তি চাই।’