‘মানুষ তার প্রিয় মানুষকে নিয়ে স্বপ্ন দেখতে ভালোবাসে’

ফেসবুকে তারকারা বেশির ভাগ সময়ই সরব থাকেন। প্রকাশ করেন তাঁদের কাজের খবরসহ নানা ঘটনা। কখনো সেগুলোই বৈচিত্র্য হয়ে ধরা দেয় ভক্তদের কাছে। অভিনয়শিল্পী শশী, তৌসিফ, মীর রাব্বিদের ফেসবুক পোস্টের ঘটনাগুলো সে কথাই বলে। একনজরে দেখে নিতে পারেন ফেসবুকের পাতা থেকে তারকাদের মনের কথা।
১ / ৪
নাটকের শুটিং নিয়েই ব্যস্ত অভিনেত্রী শারমীন জোহা শশী। ‘হাজার বছর ধরে’ খ্যাত এই অভিনেত্রী সহশিল্পীদের সঙ্গে ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘শুটিংয়ে এখনো আরাম হয় যদি আরামের মানুষ থাকে।’
ছবি: ফেসবুক
২ / ৪
‘মন বোঝে না’ নাটকে তৌসিফের সহশিল্পী তানজিম সাইয়ারা তটিনী। একসঙ্গে নাটকের ছবি পোস্ট করে অভিনেতা তৌসিফ মাহবুব লিখেছেন, ‘মানুষ বাঁচে স্বপ্ন নিয়ে, মানুষ তার প্রিয় মানুষকে নিয়ে স্বপ্ন দেখতে ভালোবাসে।’
ছবি: ফেসবুক
৩ / ৪
বুসানে জায়গা করে নেওয়া ‘আগন্তুক’ সিনেমার অভিনেত্রী শাহানা সুমী ফেসবুকে ছবিটি পোস্ট করে তারাপদ রায়ের কবিতার লাইন জুড়ে দিয়েছেন। তাঁর পোস্ট করা কবিতার লাইনগুলো, ‘ছবির মতো আকাশ, আর আকাশের নিচে সেই বোকা মানুষ/যার কথায় কথায় চোখে জল আসে।’
ছবি: ফেসবুক
৪ / ৪
আরেক অভিনেত্রী লারা লোটাস নাচের অনুশীলনের ছবি পোস্ট করে লিখেছেন, ‘জীবনের পথে চলতে হলে চারপাশে অনেক মানুষের সঙ্গে দেখা হবে, নিজেকে প্রমাণ করার দরকার নেই, শুধু নিজের পথে স্থিরভাবে এগিয়ে যান।’
ছবি: ফেসবুক
আরও পড়ুন