এসেছে প্রথম গান, নির্বাচনের পর মুক্তি

‘কাজলরেখা’র দৃশ্য। ফেসবুক থেকে

শুটিং, সম্পাদনাসহ যাবতীয় কাজ শেষে ‘কাজলরেখা’ মুক্তির অপেক্ষায়। গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত ছবিটির প্রধান চরিত্রের অভিনয়শিল্পীদের অভিনীত চরিত্র সম্পর্কে ধারণা দিতে পোস্টার প্রকাশিত হয়েছে। পোস্টার প্রকাশের পর প্রকাশিত হয়েছে প্রথম গান। কইন্ন্যা আঁকে গো আলপনা শিরোনামের এই গানের সুর ও সংগীতায়োজন করেছেন ইমন চৌধুরী। পরিচালক সূত্রে জানা গেছে, ‘কাজলরেখা’ ছবিতে দুই ডজনের মতো গান থাকবে, যেমনটা সচরাচর দেখা যায় না।

‘মৈমনসিংহ গীতিকা’ অবলম্বনে কাজলরেখা বানিয়েছেন গিয়াস উদ্দিন সেলিম। বৃহস্পতিবার প্রকাশিত ‘কইন্ন্যা আঁকে গো আলপনা’ গানে কণ্ঠ দিয়েছেন অবন্তী সিঁথি, অন্তরা মণ্ডল ও হুমায়ারা ইশিকা।

মিথিলা ও মন্দিরা—‘কাজলরেখা’ ছবিতে এভাবেই দেখা যাবে এ দুই অভিনয়শিল্পীকে।
‘কাজলরেখা’ ফেসবুকে পেজ

এর আগে প্রকাশ পেয়েছে ছবির অভিনয়শিল্পীদের ফার্স্ট লুক।

আরও পড়ুন

যেখানে দেখা গেছে, মিথিলা, মন্দিরা চক্রবর্তী, শরীফুল রাজ, গাউসুল আলম শাওন ও খায়রুল বাসারকে। চলতি বছরই মুক্তি পাবে সিনেমাটি। গানটি প্রসঙ্গে গিয়াস উদ্দিন সেলিম বলেন, ‘গত কদিন সিনেমার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে যেগুলো প্রকাশ করেছি, সেটা ছিলো অনেকটা প্রচারণার প্রস্তুতি। প্রথম গানটির মাধ্যমে আমরা আনুষ্ঠানিক প্রচারণা শুরু করলাম। নির্বাচনের পরপরই আমরা সিনেমা মুক্তির তারিখ ঘোষণা করব।’

বড় আয়োজনে নির্মিত হয়েছে ‘কাজলরেখা’। এর সেট নির্মাণে কাজ করেছেন হাজং, মগ ও চাকমা নৃগোষ্ঠীর অর্ধশতাধিক মানুষ। সরকারি অনুদান নিয়ে বাঙাল ফিল্মস-এর ব্যানারে ছবিটি নির্মাণ হয়েছে। এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন মন্দিরা চক্রবর্তী।

‘কাজলরেখা’ সিনেমার গানের দৃশ্য
‘কাজলরেখা’ ফেসবুকে পেজ

তাঁর বিপরীতে আছেন শরিফুল রাজ। অন্যদিকে খলচরিত্র কঙ্কণ দাসী হয়েছেন মিথিলা।

পরিচালক গিয়াসউদ্দিন সেলিম ২০০৯ সালে বানান চলচ্চিত্র ‘মনপুরা’। ছবিটি বেশ জনপ্রিয়তা পায়। ‘মনপুরা’র মুক্তির পরই কাজলরেখা নির্মাণের উদ্যোগ নেন সেলিম। প্রযোজক পাননি, নির্মাণের পরিবেশ পাননি, মনের মতো শিল্পী পাননি বলে বানাননি। তবে হাল ছাড়েননি। তার আগে বানিয়েছেন ‘স্বপ্নজাল’, ‘পাপ-পুণ্য’ ও ‘গুণিন’।