লালগালিচায় নানা রঙের গল্প

৮ সেপ্টেম্বর রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফেম মিলনায়তনে অনুষ্ঠিত হয় মেরিল-প্রথম আলো পুরস্কার ২০২২। বরাবরের মতো ২৪তম এ আসরে তারকারা মূল মিলনায়তনে ঢোকেন লালগালিচা পেরিয়ে। লালগালিচায় হাঁটতে গিয়ে মজার মজার অভিজ্ঞতা হয়েছে সেখানে।
১ / ৬
গাড়ি থেকে নেমেই তাড়াহুড়া করে ছুটছিলেন প্রীতম। সঙ্গে ছিলেন অভিনয়শিল্পী ও মডেল স্ত্রী শেহতাজ। লালগালিচায় ফটোগ্রাফারের অনুরোধে থামতে হলো। তবে খুবই অল্প সময়ের জন্য। কারণ, এবারের আসরের উপস্থাপনায় আছেন প্রীতম। তাই লালগালিচায় খুব একটা দেরি করতে চাইলেন না শেহতাজ। বললেন, ‘আমাদের দ্রুত ছবি তোলেন। খুব বেশি সময় নেই।’ ফটোগ্রাফারকে ইশারা করেই দাঁড়িয়ে গেলেন এই দম্পতি।
খালেদ সরকার
২ / ৬
মাকে সঙ্গে নিয়েই এসেছেন বিদ্যা সিনহা মিম। শেষ হাসিও হেসেছেন। পেয়েছেন ‘পরাণ’ ছবির জন্য তারকা জরিপে সেরা নায়িকার পুরস্কার। মূল মিলনায়তনে ঢোকার আগে দাঁড়িয়ে যান লালগালিচায়। মনের আনন্দে ছবি তোলায় ব্যস্ত। আলোকচিত্রীদের যখন ক্লিক চলছিল, পাশ দিয়ে তখন যাচ্ছিলেন অভিনেতা জয়ন্ত চট্টোপাধ্যায়। জ্যেষ্ঠ এই অভিনেতাকে দেখামাত্র ফটোগ্রাফার বললেন, ‘জয়ন্ত দাদা, একটু দাঁড়ান।’ দাঁড়ালেন। পাশ ফিরে তাকিয়ে বললেন, ‘আমার পাশের জন কে?’ কথাটি শুনেই মিম বলে উঠলেন, ‘আরে, আমি।’ কুশল বিনিময় করলেন। এরপর ফটোগ্রাফারকে বললেন, ‘আমাদের একসঙ্গে ছবি তোলেন।’ দুজনই কয়েকটি ছবি তুলে যাঁর যাঁর মতো করে অনুষ্ঠানস্থলে ঢুকে পড়েন।
৩ / ৬
হালের আলোচিত নায়িকা পূজা চেরি অনুষ্ঠানস্থলে এসেছিলেন মা ঝর্ণা রায়সহ। ঢালিউডের এই নায়িকার পরনে ছিল সাদা গাউন। গাড়ি থেকে নামার পর থেকে অনুষ্ঠানস্থলে ঢোকা পর্যন্ত দুজন পিছে পিছে হাঁটছিলেন। কেউ যাতে লম্বা গাউনের আশপাশে আসতে না পারেন, সে ব্যাপারে তাঁরা খুব সতর্ক ছিলেন। আবার কখনো একজন পূজার গাউন ধরে রেখেছিলেন। পূজাও তাঁর পরিহিত লম্বা এই গাউন সামলানোয় ব্যস্ত ও সতর্ক ছিলেন। তেমনই একটি মুহূর্তে ক্যামেরাবন্দী হলেন পূজা
৪ / ৬
পোজ দেওয়ায় ব্যস্ত আজমেরী হক বাঁধন। এমন সময় পাশ দিয়ে দ্রুত চলে যাচ্ছিলেন জাহিদ হাসান। তাঁকে দেখেই দ্রুত ক্যামেরাবন্দী হওয়া বাদ দিয়ে ছুটলেন বাঁধন। বললেন, ‘আমাদের একসঙ্গে ছবি তুলে দেন।’ তারপর দুই প্রজন্মের এই অভিনয়শিল্পীরা একে অন্যের খোঁজখবর নিলেন।
৫ / ৬
একসঙ্গে অনুষ্ঠানস্থলে ঢোকেন সংগীতশিল্পী কোনাল, নওরীন ও অভিনেত্রী জেনি। গাড়ি থেকে নামার পর তিনজনের মধ্যে জমে গেল আড্ডা। হয়তো একসঙ্গে অনেক দিন পর তাঁদের দেখা। তাই তো কথা বলতে বলতে লালগালিচায় ওঠার কথাই ভুলে গেলেন তাঁরা। কে কেমন আছেন, সেটা জানতেই তাঁদের ব্যস্ততা। আড্ডা যেন আর শেষ হয় না।
৬ / ৬
১৩ বছর ধরে মেরিল-প্রথম আলো অনুষ্ঠানে নিয়মিতই আসেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। এবারই প্রথম এই অনুষ্ঠানে সঙ্গে নিয়ে এসেছেন তাঁর মাকে। তাই এবারের আসর মেহজাবীনের কাছে যেন আবেগ ও ভালোবাসার ব্যাপার ছিল। মাকে সঙ্গে নিয়েই দাঁড়িয়ে গেলেন ক্যামেরার সামনে। বললেন, ‘আম্মুর সঙ্গে ছবি তোলেন।’