মাকে সঙ্গে নিয়েই এসেছেন বিদ্যা সিনহা মিম। শেষ হাসিও হেসেছেন। পেয়েছেন ‘পরাণ’ ছবির জন্য তারকা জরিপে সেরা নায়িকার পুরস্কার। মূল মিলনায়তনে ঢোকার আগে দাঁড়িয়ে যান লালগালিচায়। মনের আনন্দে ছবি তোলায় ব্যস্ত। আলোকচিত্রীদের যখন ক্লিক চলছিল, পাশ দিয়ে তখন যাচ্ছিলেন অভিনেতা জয়ন্ত চট্টোপাধ্যায়। জ্যেষ্ঠ এই অভিনেতাকে দেখামাত্র ফটোগ্রাফার বললেন, ‘জয়ন্ত দাদা, একটু দাঁড়ান।’ দাঁড়ালেন। পাশ ফিরে তাকিয়ে বললেন, ‘আমার পাশের জন কে?’ কথাটি শুনেই মিম বলে উঠলেন, ‘আরে, আমি।’ কুশল বিনিময় করলেন। এরপর ফটোগ্রাফারকে বললেন, ‘আমাদের একসঙ্গে ছবি তোলেন।’ দুজনই কয়েকটি ছবি তুলে যাঁর যাঁর মতো করে অনুষ্ঠানস্থলে ঢুকে পড়েন।