দেশে কি শুধু তোরাই থাকবি? নাকি আমাদেরও থাকতে দিবি...

ফেসবুকে তারকারা বেশির ভাগ সময় সরব থাকেন। প্রকাশ পায় তাঁদের কাজের খবরসহ নানা ঘটনার বহিঃপ্রকাশ। কখনো সেগুলোই বৈচিত্র্য হয়ে ধরা দেয় ভক্তদের কাছে। এই অভিনয়শিল্পীদের ফেসবুক পোস্টের ঘটনাগুলো সে কথাই বলে। একনজরে দেখে নিতে পারেন ফেসবুকের পাতা থেকে তারকাদের মনের কথা।
১ / ৪
ফেসবুকে সচরাচর নতুন ছবি পোস্ট করেন না শাকিব খান। বিরতি দিয়ে কাজ, কোনো খবর না দিয়ে শুধু ছবিটি পোস্ট করে শাকিব খান লিখেছেন, ‘লাইট, ক্যামেরা অ্যান্ড মি. খান।’ ঈদে শাকিবের মুক্তি পাওয়া ‘তাণ্ডব’ সিনেমা এখনো দেশ ও দেশের বাইরে চলছে।
ছবি: ফেসবুক থেকে
২ / ৪
অভিনেতা শাহেদ শরীফ খান এখন যুক্তরাষ্ট্রে। সেখানে গিয়ে প্রিয় মানুষদের সঙ্গে দেখা করছেন। ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘কত দিন পর প্রিয় মানুষগুলোর সঙ্গে।’
ছবি: ফেসবুক থেকে
৩ / ৪
পুরান ঢাকায় নৃশংস হত্যাকাণ্ড নিয়ে আরেক অভিনেতা শামীম জামান লিখেছেন, ‘আমি শুধু ভাবি, মারা গেলে তাঁরা কোন দলে থাকবে? চাঁদাবাজি করে কত টাকা নিবি? দেশে কি শুধু তোরাই থাকবি? নাকি আমাদেরও থাকতে দিবি?’
ছবি: ফেসবুক থেকে
৪ / ৪
একসময় আইটেম গান দিয়ে পরিচিতি পেয়েছিলেন বিপাশা কবির খান। এই অভিনেত্রী লিখেছেন, ‘মিথ্যা তখনই জিতে যায়, যখন সত্য বলা মানুষগুলো বোবা হয়ে যায়।’
ছবি: ফেসবুক থেকে
আরও পড়ুন