বড়দিনে তাঁরা কে কোথায় ছিলেন, কার সঙ্গে উদ্যাপন করেছেন
গতকাল ২৫ ডিসেম্বর ছিল শুভ বড়দিন। খ্রিষ্টধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব। বিশ্বজুড়ে নানা আনন্দ-আয়োজনে বড়দিন উদ্যাপন করা হয়। সাজানো হয় ক্রিসমাস ট্রি। চোখধাঁধানো আতশবাজি ও আলোকসজ্জায় পূর্ণতা পায় উৎসব। ধর্মীয় আচার-অনুষ্ঠানের সীমানা ছাড়িয়ে বড়দিন আনন্দের উপলক্ষে পরিণত হয়েছে। তাই দিনটি এলেই নানা সাজে রঙিন হন অনেকে, বিনিময় করেন খুশি-ভালোবাসা। তারকাদের মধ্যেও বড়দিনকে ঘিরে ভালো লাগা রয়েছে। এই যেমন দেশের অভিনেত্রীদের অনেকেই ঝলমলে সাজে ফ্রেমবন্দী হয়ে বড়দিনের বার্তা দিয়েছেন। ভক্তরাও সেসবের বিপরীতে ভালোবাসা জানাচ্ছেন।
১ / ৬
২ / ৬
৩ / ৬
৪ / ৬
৫ / ৬
৬ / ৬