‘আমার কর্মজীবনের ভেতরে সে কখনোই ইন্টারফেয়ার করতে চায় না’

বিদ্যা সিনহা মিম
ছবি: মিমের সৌজন্যে
শুটিংয়ে ফিরছেন ঢালিউড তারকা বিদ্যা সিনহা মিম। ঈদে তাঁর কোনো সিনেমা মুক্তি না পেলেও শুটিং শেষ হয়ে থাকা সিনেমাগুলোর জন্য অপেক্ষা করছেন এই অভিনেত্রী। শিগগিরই একটি ইউটিউব চ্যানেল আসছে মোশাররফ করিমের সঙ্গে অভিনীত তাঁর একটি নাটক। পূর্ণোদ্যমে সংসারে প্রবেশ করা মিম কথা বললেন নিজের সাম্প্রতিক কাজ ও জীবন নিয়ে।

প্রশ্ন :

শুটিং শুরু করছেন কবে?

ভিকি জাহেদের পরিচালনায় একটা শর্টফিল্ম করছি। সেখানে অভিনয় করব আমি ও রোশান। শুটিং শুরু হবে কাল বা পরশু।

প্রশ্ন :

বেশ কিছুদিন দেশে ছিলেন না। কোথায় গিয়েছিলেন?

মাকে ডাক্তার দেখাতে দিল্লি গিয়েছিলাম। গত পরশু ফিরেছি।

প্রশ্ন :

ফিচার ফিল্মের কী খবর?

এরই মধ্যে বেশ কয়েকজন পরিচালকের সঙ্গে কথা হয়েছে। হয়তো যেকোনো সময় শিডিউল লক হয়ে যাবে।

প্রশ্ন :

অপেক্ষমাণ সিনেমাগুলোর কোনো খবর জানেন?

ডিসেম্বরে রিলিজ হবে ‘অন্তর্জাল’, ‘পরান’ তো রেডি। জানি না এটা কবে মুক্তি পাবে। ‘ইত্তেফাক’-এর কোনো খবর অবশ্য আমি জানি না। শুটিংয়ের ডাক পেলেই জানতে পারব। শুনেছি কোনো একটি ওটিটি ছবিটি নিয়ে নিতে পারে।

সনি পোদ্দার ও বিদ্যা সিনহা মিম
ছবি: মিমের সৌজন্যে

প্রশ্ন :

আপনার স্বামী সনি আপনার সঙ্গে শুটিংয়ে গিয়েছিলেন?

না, এখনো কোথাও যাওয়া হয়নি তাঁর। আসলে আমার কর্মজীবনের ভেতরে সে কখনোই ইন্টারফেয়ার করতে চায় না।

প্রশ্ন :

সিনিয়র নায়িকারা, যেমন মৌসুমী-শাবনূরদের অনেকে বিয়ের পর সিনেমা থেকে অনেকটাই নিজেকে গুটিয়ে নিয়েছিলেন। আপনাদের ক্ষেত্রে সে রকম হবে না তো?

আমি যখন থেকে মৌসুমী আপুকে চিনি বা তাঁকে দেখেছি, তখন তিনি দুই বাচ্চার মা। সন্তানের মা হলেও তিনি তখনো সেলিব্রিটি। আমার কিন্তু কখনোই মনে হয়নি যে বিয়ে করার কারণে বা বেবি হওয়ার কারণে তিনি সরে গেছেন। আর শাবনূর আপুর বিষয়টা আলাদা, যত দূর জানি, তিনি বিয়ের পরও বেশ কয়েক বছর কাজ করেছেন। পরে দেশের বাইরে যাওয়ার কারণে কাজ করা হয়নি তাঁর।

সনি ও মিম
ছবি: মিমের সৌজন্যে

প্রশ্ন :

বিয়ে তাহলে অভিনয়জীবনের ওপর কোনো প্রভাব ফেলে না?

আমার কাছে কোনো চেঞ্জ লাগে না। এটা একটা নরমাল ব্যাপার। বিয়ে লাইফের একটা পার্ট। সময়ের সঙ্গেই আসা একটা ব্যাপার। পারসোনাল লাইফ আলাদা, কাজের লাইফ আলাদা। লাইফ যেভাবে কাটছিল, সেভাবেই কেটে যাবে।

প্রশ্ন :

ঈদের সিনেমা দেখেছেন একটাও বা দেখবেন?

আমি তো আসলে দেশে ছিলাম না। ঈদের সব ছবির ব্যাপারেই আমার আগ্রহ আছে। সুযোগ পেলে সব কটি দেখব। শুধু হল কেন, চরকিতে ‘৭ নাম্বার ফ্লোর’ ছবিটাও দেখার ইচ্ছা আছে।

প্রশ্ন :

ঈদের কোনো অনুষ্ঠানে আপনাকে দেখা গেল না কেন?

নানা কারণে। তবে শিগগিরই দেখা যাবে। মোশাররফ ভাইয়ার সঙ্গে ‘মনের মানুষ’ নামের একটা নাটক করেছি। ওটা একটা ইউটিউব চ্যানেলে দেখা যাবে, পরিচালনা করেছেন সঞ্জয় সমাদ্দার। প্রায় আট বছর পর কাজ করলাম মোশাররফ ভাইয়ার সঙ্গে।

মোশাররফ করিম ও মিমকে আবারও একত্রে পর্দায় দেখা যাবে

প্রশ্ন :

গল্পটা কী নিয়ে?

গল্পটা বলে দিলে মজা থাকে না, নাটকটা দেখতে হবে। গল্পটাই আমাকে টেনেছে। ক্যারিয়ারে অনেক চরিত্রে অভিনয় করেছি, এই ধরনের চরিত্রে আগে কাজ করা হয়নি। এই নাটকে আমার চরিত্রটি একদম অন্য রকম। সেখানে আমার চরিত্রের নাম সোনিয়া, যে মফস্বলে পড়াশোনা করে। তার স্বামী আনোয়ার থাকে বিদেশে। স্বামী দেশে ফেরার পর কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। সেই ঘটনা সামাল দিয়ে গিয়ে তারা কীভাবে পরস্পরের মনের মানুষ হয়ে ওঠে, সেটা নিয়েই গল্প।

প্রশ্ন :

এর আগে মোশাররফ করিমের সঙ্গে কী কী কাজ করেছিলেন সেসব মনে আছে?

‘প্রেম পাগল’, ‘মাইনাসে প্লাসে মাইনাস’, ‘হারানো সুর’, ‘কোনো এক প্রেমিক’সহ বেশ কয়েকটি নাটকে অভিনয় করেছিলাম। তাঁর সঙ্গে কাজ করার সুবিধা হচ্ছে, অনেক কিছু শেখা যায়।