এক, দুই বা তিন হিরোইন আমার কাছে ব্যাপার নয়

শবনম বুবলী
ছবি: কবির হোসেন
আজ একযোগে দেশের ৩৬টি হলে মুক্তি পেল ‘চোখ’। ছবিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন নিরব, বুবলী ও রোশান। প্রায় ১৯ মাস পর প্রেক্ষাগৃহে ছবি মুক্তি নিয়ে কথা বললেন শবনম বুবলী

প্রশ্ন :

‘চোখ’ নিয়ে প্রত্যাশা কী?

স্কুল-কলেজ খুলে গেলেও আতঙ্ক কিন্তু এখনো যায়নি। এ অবস্থায় মানুষ হলমুখী হবেন কি না, বলা মুশকিল। তারপরও ভালো গল্পের, পরিচ্ছন্ন ও সুস্থ ধারার একটি ছবি চোখ, পরিবার নিয়ে দেখার মতো একটি সিনেমা। এটি একটি ভালো টিমের ছবি।

প্রশ্ন :

ছবিটি দেখতে হলে যাবেন?

নিজের অভিনীত ছবি হলে বসে দেখার মজাই আলাদা। দর্শকের তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাওয়া যায়। টিমের সঙ্গে যাব। দেখি টিম কীভাবে শিডিউল করে।

বুবলী
ছবি: সংগৃহীত

প্রশ্ন :

কদিন ধরে আপনি ও রোশান একসঙ্গে ছবির প্রচারণায় ছিলেন। রোশান করোনায় আক্রান্ত। আপনার কী অবস্থা?

রোশানের খবর শুনে একটু টেনশন হচ্ছে। এখন পর্যন্ত আমার কোনো লক্ষণ নেই। বাসার সবার থেকে একটু আলাদা থাকছি।

প্রশ্ন :

শাকিব খানের ছবিতে সব সময় তাঁকে ঘিরেই চরিত্রের গুরুত্ব দেওয়া হয়। নায়িকার তেমন ভূমিকা থাকে না। আপনি তাঁর বিপরীতে কাজ করেছেন। বিষয়টি কখনো ভাবিয়েছে আপনাকে?

প্রথম প্রথম ফিল করতাম। কারণ পৃথিবীর সব ইন্ডাস্ট্রিই নায়ককেন্দ্রিক। তা ছাড়া শাকিব খান বাংলাদেশের সবচেয়ে বড় তারকা। তার ক্ষেত্রে এমনটি হতেই পারে। তারপরও শাকিব খানের সঙ্গে আমার সব সিনেমায় ওই রকম মনে হয়নি। ‘মনের মতো মানুষ পাইলাম না’, কিংবা এখন যে সিনেমাটি আমি করছি ‘লিডার: আমিই বাংলাদেশ’ ছবি দুটিতে সব শিল্পীকেই যথাযথ গুরুত্ব দিয়ে কাজ করা হয়েছে।

‘তালাশ’ ও ‘ক্যাসিনো’ ছবিগুলোতে দেখা যাবে তাঁকে
ছবি : বুবলীর সৌজন্যে

প্রশ্ন :

শাকিব খান ছাড়া প্রথম ছবি মুক্তি পাচ্ছে। এখানে নিজের চরিত্রের গুরুত্ব কতটা বেড়েছে?

আমি এভাবে দেখতে চাই না। চরিত্রের গুরুত্ব গল্পের ওপর নির্ভর করে। তবে এতটুকুই বলব, ‘চোখ’, ‘তালাশ’ ও ‘ক্যাসিনো’ ছবিগুলোর গল্প হিরো-হিরোইন নিয়েই। আর আমি এই তিন ছবিতে যাঁদের সঙ্গে কাজ করেছি, তাঁরা সবাই ভালো অভিনেতা।

প্রশ্ন :

এত দিন বড় তারকার সঙ্গে ছবি মুক্তি পেয়েছে। এবারে জার্নিটা আলাদা।

সিনেমা মুক্তি মানেই আলাদা একটা চাপ আর শঙ্কা। শাকিব খানের সঙ্গে অনেকগুলো ছবি করেছি। কিছু দর্শক তাঁর সঙ্গে আমাকে দেখে অভ্যস্ত। কিছু দর্শক চান, আমি অন্য নায়কের সঙ্গেও কাজ করি।

বুবলী
ছবি: ফেসবুক থেকে

প্রশ্ন :

ঢালিউডে এক ছবিতে দুই নায়িকা থাকলে অনেক নায়িকা অভিনয় করতে রাজি হন না।

সিনেমায় আমি দেখি, গল্প কতটা শক্তিশালী, পরিচালক কতটুকু পারদর্শী। আমার কাজ চরিত্র ফুটিয়ে তোলা। এক হিরোইন, দুই হিরোইন বা তিন হিরোইন আমার কাছে ব্যাপার নয়।

প্রশ্ন :

ওটিটিতে কবে দেখা যাবে?

আমি এখনো বড় পর্দার কাজে স্বাচ্ছন্দ্য বোধ করি। আপাতত ওটিটির জন্য কাজ করছি না।