শ্বশুরবাড়ির সবাই গানের অনুরাগী

বিয়ের পর স্বামী অমিত দের ‘বিবাহ সংবাদ’ শিরোনামে একটি গান প্রকাশ করেছেন গায়িকা অবন্তি সিঁথি; গানটি আলোচিত হয়েছে। নতুন বছরের গানের পরিকল্পনা নিয়ে গত বুধবার তাঁর সঙ্গে কথা বলেছে ‘বিনোদন’

প্রথম আলো:

শ্বশুরবাড়ি সিলেট থেকে ঢাকায় ফিরলেন কবে?

গতকাল (মঙ্গলবার) রাতে ঢাকায় ফিরেছি। বিয়ের পর আমরা নেপাল গিয়েছিলাম, নেপাল থেকে সিলেটে যাই। শ্বশুরবাড়িতে খুব ভালো সময় কেটেছে। এবার গানে ফিরব, ১২ জানুয়ারি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শো আছে।

অবন্তি সিঁথি
ছবি: শিল্পীর সৌজন্যে
প্রথম আলো:

আপনি তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়েছেন। নিজের বিশ্ববিদ্যালয়ে আমন্ত্রিত শিল্পী হিসেবে গান করবেন—কেমন লাগছে?

এটা আমার কাছে অন্য রকম অনুভূতি। এখানে অনেক বড় বড় শিল্পী গান করেন, সেখানে আমাকে ডাকা হয়েছে। এটা আমার জন্য অনেক ভালো লাগার।

প্রথম আলো:

আপনার বিশ্ববিদ্যালয়জীবন কেমন ছিল?

অনেকটা হই হই করেই ক্যাম্পাসের ছয়টা বছর কাটিয়েছি।

প্রথম আলো:

ডিসেম্বরের শেষভাগে ‘কাজলরেখা’ সিনেমায় আপনার গান ‘কইন্ন্যা আঁকে গো আলপনা’ প্রকাশিত হয়েছে। গানটি আপনার কাছে কেমন লেগেছে?

এ ধরনের গান খুব একটা হয় না। সেলিম (গিয়াস উদ্দিন) ভাইয়ের কাজ বরাবরই আলাদা। পুরো কাজটাই এক্সপেরিমেন্টাল। কী ঘটছে, সেটা আমার কাছেও এখনো চমক হিসেবে আছে। সিনেমায় ২৪টির মতো গান থাকবে। এতে পাখির চরিত্রে ডাবও করেছি।

প্রথম আলো:

ডাবিং করেছেন, কখনো অভিনয়ের ইচ্ছা আছে?

আমি খুবই বাজে অভিনেত্রী। আমি অভিনয় জানি না। সুরে অভিনয় করাটা আমার কাছে সহজ লাগে।

প্রথম আলো:


গত বছর আপনার একাধিক গান আলোচিত হয়েছে। এই বছর আপনার পরিকল্পনা কী?

গত বছর সুন্দর কিছু গান প্রকাশিত হয়েছে। কিছু রেকর্ড করা গান এই বছর আসছে। এর মধ্যে বছরের শুরুতেই ‘বিবাহ সংবাদ’ গানটা এসেছে। এতে আমি ও আমার স্বামী অমিত দে কণ্ঠ দিয়েছি। আগেও অনেকবার একসঙ্গে গান করার পরিকল্পনা থাকলেও করা হয়নি। বিয়েটাকে স্মরণীয় করে রাখতেই গানটি করেছি। যৌথভাবে গানের সুর করেছি আমি ও শোভন রায়; লিখেছিও আমি। বিয়েতে সিনেমাটোগ্রাফি হয়, এতে গান বাজানো হয়। আমরা ভাবলাম, আমাদের বিয়েতে আমাদের গান করলে কেমন হয়। সেই ভাবনা থেকেই গানটা করা।

অবন্তি সিঁথি ও তাঁর স্বামী অমিত দে
ছবি: ফেসবুক থেকে
প্রথম আলো:

আপনার শ্বশুরবাড়ির আত্মীয়রা আপনার গান শোনার আবদার করেননি?

শ্বশুরবাড়ির সবাই গানপাগল মানুষ। স্বামী ও দেবর পেশাদার শিল্পী। বাকিরাও কেউ বাজায়, কেউ গায়। সবাই গানের অনুরাগী। প্রতিদিনই গান করা হয়েছে।

প্রথম আলো:

আপনার ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট কোন গানটি?

অবশ্যই ‘রূপকথা জগতে’। এই গান প্রকাশের পরই সাধারণ শ্রোতাদের মধ্যে আমার গান পৌঁছেছে।

প্রথম আলো:

আপনার স্বপ্ন কী?

আমি এই জায়গায় আসব—এটা ভেবে গান করিনি। আমার স্বপ্ন প্রতিদিন একটু একটু করে বড় হয়। আমি যেটা ভালোবাসি, সেটাই করি। আমি শেষ বয়সে গিয়ে যেন বলতে পারি, আমি এত দিন ভালো কাজ করেছি।

অবন্তি সিঁথি
ছবি: শিল্পীর সৌজন্যে
প্রথম আলো:

সামনে আপনার কী গান আসছে?

নাটকের কয়েকটা গান রিলিজ হবে। ভালোবাসা দিবসে কয়েকটি প্রজেক্ট রেডি হচ্ছে। গত বছরের রেকর্ড হয়েছে, সেগুলোও আসবে।

আরও পড়ুন