অনুভূতি বলে বোঝাতে পারব না

গায়ক ও সংগীত পরিচালক হৃদয় খান হৃদয় মিক্স নামের একটি প্রকল্পের কাজ করে থাকেন। এই প্রকল্পে তরুণ ও মেধাবীরা গান গাইবার সুযোগ পেয়ে থাকেন। খুব শিগগিরই হৃদয় মিক্স ফোর প্রকল্পের কাজ শুরু করতে যাচ্ছেন। এ ছাড়া ইউটিউবে গান প্রকাশও করছেন তিনি। সর্বশেষ তাঁর নিজের ইউটিউবে প্রকাশ করেছেন আবারও শিরোনামের একটি গান। এসব নিয়ে কথা হলো তাঁর সঙ্গে।

হৃদয় খান

প্রশ্ন :

গান কি এখন নিয়মিত প্রকাশ করছেন?

গান এখন প্রত্যেক মাসে রিলিজ করছি। নিজের মতো করে গান বানাচ্ছি, আর ইউটিউবে আপলোড করছি। শুধু নিজের মতো কাজটা করে যাচ্ছি। গত মাসেও একটা গান প্রকাশ করেছি। কোনো বিশেষ পরিকল্পনা নয়, প্রতি মাসে শ্রোতাদের সঙ্গে গান দিয়ে নিয়মিত যোগাযোগ রক্ষা করা।  এখন যেহেতু অ্যালবামের প্রচলন নেই, একটি করে গান প্রকাশের ধারা শুরু হয়েছে —তাই আমিও এসব করছি। এসব গান আমার প্রোডাকশন থেকে তৈরি হচ্ছে।

প্রশ্ন :

নিজের ইউটিউব প্ল্যাটফর্মে সুবিধা কি হচ্ছে বলে মনে করেন?

আমি তো মনে করি, এই মাধ্যম দিয়ে আগের চেয়ে শ্রোতাদের সঙ্গে আরও বেশি কানেক্টেড হওয়ার সুযোগ রয়েছে। সবাই একজন শিল্পীর সব ধরণের গান এক জায়গায় পেয়ে যাচ্ছে। আমার যদি কোনো গানের লিরিক্যাল অডিও বা ভিডিও শ্রোতারা যদি চায়, তাহলে তা এক প্ল্যাটফর্মে পাচ্ছে।

হৃদয় খান
সংগৃহীত

প্রশ্ন :

আপনার গাওয়া গানের বেশিরভাগের সুর ও সংগীত আপনারই।

আমি যেহেতু নিজের সুর ও সংগীত পরিচালনা করি, তাই অন্যের সুর ও সংগীতে গাওয়া হয় না আরকি। তবে মাঝে মধ্যে অন্য কারও সুর–সংগীত ভালো লাগলে তাদের সঙ্গেও গাই।  

প্রশ্ন :

আপনি হৃদয় মিক্স নামে একটা অ্যালবামের কাজ করছিলেন। এই অ্যালবামের একাধিক কণ্ঠশিল্পী সংগীতাঙ্গনে ব্যস্ত সময় পার করছেন। নতুনভাবে আবার শুরু করবেন কী?

আমার এই প্রকল্প থেকে পারভেজ ও ঐশীরা এসেছে। তারা এখন ব্যস্তও। হৃদয় মিক্স থ্রি পর্যন্ত যেহেতু এসেছে তাই এরই মধ্যে হৃদয় মিক্স ফোর তৈরির পরিকল্পনাও চূড়ান্ত করেছি। অন্য সময়ের মতো এবারও মেধাবী নতুনদের নিয়েই করব।

হৃদয় খান

প্রশ্ন :

অডিও গানে আপনি যতটা নিয়মিত চলচ্চিত্রের গানে তেমনটা নন। অথচ চলচ্চিত্রে আপনার গাওয়া একাধিক গান জনপ্রিয়তাও পেয়েছে।  

পরিচালক ও প্রযোজক কাউকে কিন্তু আমি কখনো মানা করিনি। এটা ঠিক, চলচ্চিত্রে আসলেই আমার কম কাজ করা হইছে। আরও বেশি কাজ করা উচিত। আমি এখন মনে করি, আমাকে কেউ পারফেক্ট মনে করলে অবশ্যই করব। আমি তো কারও কাছে যেতে পারব না। সর্বশেষ কাজ করলাম মীর সাব্বির ভাইয়ের রাত জাগা ফুল চলচ্চিত্রে। সংস্কৃতির অনেক বড় একটা মাধ্যম চলচ্চিত্র,এটা শুধু আমাদের দেশের প্রেক্ষাপটে নয়, সারা বিশ্বে আর্ট ও কালচারের প্রেক্ষিতে। ভালো গান করার প্রস্তাব পেলে অবশ্যই করব।

প্রশ্ন :

একজন গায়ক ও সংগীত পরিচালক হিসেবে কোনো কোন শিল্পীর গান আপনার বেশি শোনা হয়...

যা যা ভালো লাগে সবই শুনি। ছোটবেলা থেকে সব জনরার গান শুনতাম, সব জনরা নিয়ে কাজও করছি। আমারও সব জনরা নিয়েই গান গাওয়া আছে। গৎবাঁধা কিছুতে নিজেকে আটকে রাখি না। রক, পপ, ফোক, কান্ট্রি মিউজিকও শুনি। এটাও ঠিক, আমার সবসময়ের পছন্দের কিছু নাম আছে। তবে সাম্প্রতিক সময়ে আশা ভোঁসলের একটি গান শুনে আবারও তাঁর ভক্ত হয়ে গেলাম। আসমা শিরোনামের এই গানটা এই বয়সেও যে তিনি এত সুন্দর করে গানটা গেয়েছেন, অনুভূতি বলে বোঝাতে পারব না। খুব ভালো লাগছে।

হৃদয় খান

প্রশ্ন :

আপনার ছোটভাই প্রত্যায় খান গান নিজেও গানে ব্যস্ত হয়ে ওঠছে।

cআমার তো প্রত্যায়ের কাজ দারুণ লাগে। প্রত্যেক সংগীত পরিচালক বা শিল্পীর একটা নিজস্বতা থাকে। আমার নিজেকে দিয়ে বুঝি, আমি আর প্রত্যায় ন্যাচারালি মিউজিক আয়ত্ব করেছি। একেকজনের স্টাইল একেরকম। ওর স্টাইল ও ভাবনাকে আমি রেসপেক্ট করি। আমি এও বলব যে, হি ইজ গুড।