‘পুরোপুরি ধ্যানমগ্ন হয়ে পরের কাজটা করতে চাই’

গত ২৬ মে প্রেক্ষাগৃহে ‘আদিম’ মুক্তির পর এক সপ্তাহ পূর্ণ হয়েছে। ছবিটি মুক্তির পর দর্শক প্রতিক্রিয়া, পরের ছবিসহ নানা বিষয়ে গতকাল পরিচালক যুবরাজ শামীম-এর সঙ্গে কথা বলেছে বিনোদন
যুবরাজ শামীম
প্রথম আলো

প্রশ্ন :

‘আদিম’ এখন কেবল নারায়ণগঞ্জের একটি হলে চলছে। এটা নিয়ে আপনার প্রতিক্রিয়া কী?

সে অর্থে কোনো প্রতিক্রিয়া নেই। ৮-১০ বছর আগের কথা যদি ভাবেন, আদিম-এর মতো সিনেমার দর্শক ছিল না; বানানোর পর হল পর্যন্ত যাবে, সেটাও ভাবা কঠিন ছিল। সে জায়গা থেকে ‘আদিম’ এক সপ্তাহ চলল, আমাদের প্রত্যাশার চেয়ে বেশি দর্শক দেখেছেন। মনে হচ্ছে, এ ধরনের সিনেমার ভবিষ্যৎ অনেক ভালো। আজও অনেক মানুষ যোগাযোগ করেছেন, তাঁরা ছবিটি দেখতে চান। দর্শকের সাড়া ভালো পেলেও হলগুলোর তো নিজস্ব ব্যবসায়িক ব্যাপার থাকে, সে জায়গা থেকে তারা হয়তো আর চালায়নি—চলতি সপ্তাহে দেশে নতুন ছবি মুক্তি পেয়েছে, হলিউডের ছবি আছে, ‘পাঠান’ আছে। কয়েক বছর আগেও এ ধরনের সিনেমা মুক্তির তিন-চার দিন পর হল থেকে নেমে গেছে, সেখান থেকে ‘আদিম’-এর প্রতিদিন দুটি–তিনটি করে শো—এটা ছিল দারুণ ব্যাপার। পুরো জার্নি থেকে বুঝলাম, বাংলাদেশে সব ধরনের ছবির দর্শক আছেন।

যুবরাজ শামীমের ‘আদিম’ ছবিটি দেখতেই এদিন তাঁরা টঙ্গী থেকে বসুন্ধরা সিনেপ্লেক্সে এসেছেন
ফেসবুক

প্রশ্ন :

আপনি তো হলে হলে ঘুরেছেন, ছবি দেখে দর্শক কী বললেন?

বেশির ভাগ দর্শক ভালো বলেছেন। অনেকে বলেছেন, এ ধরনের সিনেমা দেখা তাঁদের জন্য নতুন অভিজ্ঞতা। সিনেমা যে এমন হতে পারে, তাঁদের ধারণা ছিল না। অনেকে আবার তাত্ত্বিক বিশ্লেষণ করে ইতিবাচক মত দিয়েছেন। কেউ আবার বিরক্তিও প্রকাশ করেছেন, সিনেমার স্ল্যাং তাঁদের ভালো লাগেনি।

আরও পড়ুন

প্রশ্ন :

পরিচালক নুরুল আলম আতিক, মেজবাউর রহমান সুমনদের আপনার ছবির প্রদর্শনীতে দেখা গেল...

আরও অনেকে ছিলেন। সব ছবি তো ফেসবুকে শেয়ার করিনি। গত বৃহস্পতিবার তৌকীর ভাই (অভিনেতা তৌকীর আহমেদ), খালিকুজ্জামান ইলিয়াস (শিক্ষাবিদ, লেখক) এসেছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন শিক্ষক এসেছিলেন। এটা আমাকে অবাক করেছে—কীভাবে ‘আদিম’ তাঁদের কানেক্ট করল? কারণ, আমরা তো সে অর্থে কোনো প্রচার করতে পারিনি। ছবি আপনি একা বানাতে পারেন কিন্তু একা প্রচার করা মুশকিল। পরিচালক সুমন ভাই, আমার বন্ধু মিতুল আহমেদ ও জুয়েইরাযাহ মউ কাজটা সহজ করে দিয়েছেন। সুমন ভাই পোস্টার করে দিয়েছেন, ট্রেলার করতে সাহায্যও করেছেন। ট্রেলারটা মানুষের সঙ্গে বেশি কানেক্ট করেছে। তাঁরা যদি পাশে না থাকতেন, তবে আরও হতাশ হয়ে পড়তাম।

‘আদিম’ সিনেমার পোস্টার
ছবি: সংগৃহীত

প্রশ্ন :

‘আদিম’ নির্মাণ বেশি কঠিন নাকি প্রচারসহ পুরো মুক্তি প্রক্রিয়া?

পুরো বিষয়টিই উপভোগ করেছি। তবে দেশে ছবির মুক্তি প্রক্রিয়া একটু কঠিন। আমাদের মতো নির্মাতাদের জন্য প্রচারের কাজটাও চাপের। আমি কোনো স্পনসর পাইনি। ফলে ব্যাপক প্রচারও করতে পারিনি।

প্রশ্ন :

বস্তির গল্প নিয়ে নির্মিত ‘আদিম’-এ অভিনয় করেছেন বস্তির মানুষেরাই। হলে ছবিটি দেখে তাঁদের প্রতিক্রিয়া কেমন ছিল?

তাঁরা তো খুব উচ্ছ্বসিত। গত বুধবার ছবির শেয়ারহোল্ডারসহ যুক্ত সবাইকে নিয়ে একটা শো ছিল। মানুষ বেশি খুশি হলে বা অবিশ্বাস্য কিছু ঘটলে প্রতিক্রিয়া দেখাতে পারে না, সেটিই হয়েছিল তাঁদের ক্ষেত্রে।

প্রশ্ন :

‘আদিম’-এর পর কী? নতুন কাজ নিয়ে ভেবেছেন?

পরের ছবির চিত্রনাট্য লিখছি, শিগগিরই কাজ শুরু করব। এখন সবকিছু থেকে বিচ্ছিন্ন হয়ে পুরোপুরি ধ্যানমগ্ন হয়ে পরের কাজটা ঠিকঠাকমতো করতে চাই। এখন এত কিছুর মধ্যে জড়িয়ে গেছি, মনোযোগ দিতে পারি না।