এতে আনন্দটা ভাগ হয়ে যাচ্ছে: ইলিয়াস কাঞ্চন

ইলিয়াস কাঞ্চনপ্রথম আলো
জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২১-এ এবার আজীবন সম্মাননা পাচ্ছেন চলচ্চিত্র অভিনয়শিল্পী ডলি জহুর ও ইলিয়াস কাঞ্চন। আজ বৃহস্পতিবার ঢাকার আগারগাঁওয়ের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফেম মিলনায়তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁদের হাতে পুরস্কার তুলে দেবেন। পুরস্কার প্রদান অনুষ্ঠানের আগে গতকাল বুধবার দুপুরে প্রথম আলোর পক্ষ থেকে দুজনের সঙ্গে কথা হয়।

প্রশ্ন :

অভিনন্দন। দুই বছর পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানে সশরীর হাজির হচ্ছেন। তাঁর হাত থেকে পুরস্কার নিতে যাচ্ছেন।

ধন্যবাদ। কিন্তু খুব খারাপ লাগছে এই ভেবে, প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কারটি গ্রহণ করতে পারছি না। কারণ, একটি কনফারেন্সে অংশ নিতে আমি এখন এল সালভাদরে আছি। এ মাসের শেষ সপ্তাহ পর্যন্ত আমার আরও বেশ কিছু কাজ আছে। এসব শিডিউল আগেই ঠিক করা ছিল। তাই ইচ্ছা থাকা সত্ত্বেও পুরস্কার প্রদান অনুষ্ঠানে থাকা সম্ভব হচ্ছে না। আমি ঢাকায় ফিরব ২৮ মার্চ।

ইলিয়াস কাঞ্চন
ছবি : প্রথম আলো

প্রশ্ন :

জাতীয় চলচ্চিত্র পুরস্কারে আজীবন সম্মাননা পাচ্ছেন। আপনার দায়িত্ব তো বেড়ে গেল। কীভাবে দেখছেন বিষয়টিকে?

আজীবন সম্মাননা পাওয়া মানে দায়িত্ব বেড়ে গেল, এটা আমি বলব না। যারা দায়িত্ববান ও দায়িত্বশীল, তাদের সারাটা জীবন দায়িত্বের মধ্যে কেটে যায়। তবে আজীবন সম্মাননা এখন যেভাবে দেওয়া হচ্ছে, এই প্রক্রিয়া আমার পছন্দ হচ্ছে না। কারণ, আজীবন সম্মাননা যদি এককভাবে দেওয়া যেত, তাহলে আনন্দটা বেশি লাগত। আজীবন সম্মাননা দুজনকে একসঙ্গে দেওয়াটা কেমন যেন লাগে। আমার পছন্দ নয়। এটা যখন শুরু হয়েছিল, তখন কিন্তু একজনকে দেওয়া হতো। পরে দেখি দুজনকে দেওয়া শুরু হলো। আমাদের এত শিল্পীও তো নেই। প্রতিবছর একজনকে দেওয়া হলে তিনি পূর্ণভাবে পেতেন। আনন্দটা উপভোগ করতেন। এতে আনন্দটা ভাগ হয়ে যাচ্ছে।

প্রশ্ন :

চলচ্চিত্রে অবদানের জন্য আজীবন সম্মাননা পেলেন। এই মাধ্যমের জন্য নতুন কী করতে চান?

আমাদের সামনে অনেক কঠিন পথ। নানা সংকটের মধ্য দিয়ে আমরা এখন সময় পার করছি। আমার নিজস্ব অবস্থান থেকে চলচ্চিত্রের এই সংকট সময়টা উত্তরণের চেষ্টা করে যাব আরকি।

ইলিয়াস কাঞ্চন ২০১৮ সালে একুশে পদক পেয়েছেন। ছবি: সংগৃহীত

প্রশ্ন :

আপনার সঙ্গে আরও একজন অসাধারণ শিল্পী পাচ্ছেন আজীবন সম্মাননা। তাঁর ব্যাপারে কিছু বলুন।

তিনি একজন ভালো শিল্পী। আমার নিজের প্রযোজনা প্রতিষ্ঠানের চলচ্চিত্রেও অভিনয় করেছেন। আমি তাঁকে মায়ের চরিত্রেই সব সময় পেয়েছি। এ রকম একজন অভিনয়শিল্পীর জন্য শ্রদ্ধার জায়গা সব সময় ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে।

আরও পড়ুন