ছোট পর্দার তারকা অভিনেতা অপূর্বর সঙ্গে প্রথমবার জুটি বাঁধলেন, ‘এসো হাত বাড়াই’ নাটকে তাঁর সঙ্গে অভিনয়ের অভিজ্ঞতা কেমন?
অপূর্ব ভাইয়ার সঙ্গে এক দিন দৃশ্যধারণ করেছি; আরও এক দিন দৃশ্যধারণ করতে হবে। তিনি জ্যেষ্ঠ শিল্পী, এত বছর ধরে তাঁর কাজ দেখছি। আমার একটু নার্ভাস লাগছিল। তিনি খুবই বন্ধুভাবাপন্ন। তাঁর সঙ্গে কাজের অভিজ্ঞতা খুবই ভালো ছিল।
নাটকে আপনি একজন সেবিকা চরিত্রে অভিনয় করছেন, চরিত্রটি নির্বাচন করলেন কেন?
প্রথমবারের মতো সেবিকা চরিত্রে কাজ করেছি। আমার চরিত্রটি দারুণ, গল্পে রোমান্সও আছে।
ঈদের কয়টি কাজ করছেন?
ঈদে প্রচুর কাজ হয়, এর মধ্যে ভালো কাজ বেছে নেওয়া খুব কঠিন। আমি চার–পাঁচটার মতো কাজ করছি। এর মধ্যে ‘এসো হাত বাড়াই’ নাটকের পরিচালক জনি ভাই (মেহেদী হাসান) অনেক কাজ করেছেন। নাটকের গল্পটা খুব সুন্দর। তৌসিফ মাহবুব ভাইয়ের সঙ্গে একটি কাজ করেছি। প্রতিটি গল্পই আলাদা।
ভালোবাসা দিবসে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘সময় সব জানে’–তে আপনার অভিনয় প্রশংসিত হয়েছে। আপনি কেমন প্রতিক্রিয়া পেয়েছেন?
ক্লোজআপ কাছে আসার গল্পে এটি আমার প্রথম কাজ। এতে প্রত্যাশার চেয়েও বেশি সাড়া পেয়েছি আমি। গল্পটা ভিন্নধর্মী ছিল। দর্শকেরা কতটুকু গ্রহণ করবেন, চলচ্চিত্রের বার্তাটা দর্শকেরা ধরতে পারবেন কি না—এটা নিয়ে একটু চিন্তা করেছিলাম, তবে মুক্তির পর আর চিন্তা করতে হয়নি।
তিন বছরের ক্যারিয়ারে আপনি বেশ কয়েকটি আলোচিত কাজ করেছেন; এর মধ্যে কোন কাজগুলো আপনার ক্যারিয়ারের বাঁকবদল ঘটিয়েছে?
‘সুহাসিনী’ নাটকের জন্য সাধারণ মানুষ আমাকে চিনতে শুরু করেছে। নাটকটির নির্মাতা মিজানুর রহমান আরিয়ান স্যারকে ধন্যবাদ জানাই। কাজটি আমার কাছে বিশেষ। অনেক শিল্পীই তাঁর কাজ করার স্বপ্ন দেখেন। চরকির অমনিবাস চলচ্চিত্র ‘এই মুহূর্তে’–এর গল্প ‘কল্পনা’, ‘বাঁচিবার হলো তার সাধ’—সব কটি কাজেরই অবদান রয়েছে।
কার কাজ আপনাকে অনুপ্রাণিত করে?
একেকজনের একেক বিষয় ভালো লাগে, সবার কাছ থেকেই শেখার চেষ্টা করি। অপি করিমের অভিনয়, সংলাপ বলা এত স্নিগ্ধ, আমার খুবই ভালো লাগে। মানুষ বলে, এই প্রজন্মের মানুষের মধ্যে স্নিগ্ধতা অনেক কম; আমিও তা–ই বলি। প্রিয়দের তালিকায় আফসানা মিমি, অপি করিম আপার নাম প্রথম দিকে থাকবে।
আপনি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ব্যবসায় প্রশাসনে পড়ছেন, পড়াশোনা শেষ করে কী করবেন?
আমার শুধু ইন্টার্নশিপ বাকি, এরপর পুরোপুরি সময় অভিনয়ে দিতে চাই। হয়তো করপোরেট ক্ষেত্রেও কাজ করতে পারি, তবে তবে অভিনয়টা বেশ উপভোগ করি।
তরুণ শিল্পীদের অনেকে ওটিটিতে নিয়মিত কাজ করছেন, আপনার কোনো পরিকল্পনা আছে?
ব্যাটে–বলে মিলে গেলে অবশ্যই করব। সবারই ওটিটিতে কাজের ইচ্ছা থাকে। ওটিটিতে সময় বেশি পাওয়া যায়, নিজেকে বেশি ভাঙা যায়; নাটকে খুব দ্রুত শুটিং করতে হয়। সবকিছু ম্যানেজ করে চলতে হয়।
সিনেমা মাথায় আছে?
ভালো গল্প ও নির্মাতা পেলে অবশ্যই করব।
অভিনয়ে এলেন কীভাবে?
একটি বিজ্ঞাপনের জন্য স্ক্রিন টেস্ট দিয়েছিলাম। জীবনের প্রথমবার স্ক্রিন টেস্টেই আমি নির্বাচিত হই। দুই বছর বিজ্ঞাপনে কাজ করার পর চরকির ‘এই মুহূর্তে’ চলচ্চিত্র দিয়ে অভিনয় শুর করেছি; এই মাসেই আমার অভিনয়ের তিন বছর পূর্ণ হলো।
পেশাগত জীবনে লক্ষ্য কী?
দশ বছর পরও দর্শকেরা আমার কোনো কাজ দিয়ে আমাকে মনে রাখে—এমন অবস্থায় নিজেকে নিয়ে যেতে চাই।