তাঁরাই আমার হিরো

কাজী নওশাবা আহমেদ

রুনা লায়লার গাওয়া ‘যদি প্রশ্ন করো’ শিরোনামের একটি গানে মডেল হয়েছেন অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ। গতকাল বিজয় দিবসে গানটি প্রচারিত হয়। ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাওয়া আড়াল, ষ; বঙ্গবিডির ডোম ওয়েব সিরিজ দিয়েও প্রশংসা পেয়েছেন তিনি। সেসব প্রসঙ্গে কথা বললেন এই অভিনেত্রী

প্রশ্ন:

ফেসবুকে ছবি পোস্ট করেছেন প্রীতিলতার বেশে, এটা কি নতুন কোনো কাজের খবর?

হ্যাঁ, এটা একটা মিউজিক ভিডিও। দেশাত্মবোধক গান। উপমহাদেশের বিখ্যাত শিল্পী রুনা লায়লার গাওয়া একটি গান। গানের শিরোনাম ‘যদি প্রশ্ন করো’। লেখা গাজী মাজহারুল আনোয়ারের। ভিডিওটির গল্পে আমি প্রীতিলতা। গত সপ্তাহে নরসিংদীতে গানটির শুটিং হয়েছে।

প্রশ্ন:

আগে একবার বলেছিলেন, প্রীতিলতা আপনার আদর্শ।

হ্যাঁ, প্রীতিলতা ওয়াদ্দেদার আমার আদর্শ। এ ছাড়া বেগম রোকেয়া, তারামন বিবি, জাহানারা ইমাম—তাঁরাই আমার হিরো। শৈশব থেকে বাবার মুখে এসব মানুষের কথা শুনে অনুপ্রাণিত হয়েছি।

প্রশ্ন:

রুনা লায়লার গানের মিউজিক ভিডিওতে সুযোগ পাওয়াটাকে কীভাবে দেখছেন?

এটা আমার জন্য সৌভাগ্য। একে তো প্রীতিলতার চরিত্র, অন্যদিকে রুনা ম্যাডামের গান। যে কারণে অল্প সময়ের নোটিশে রাজি হয়েছি, দ্বিতীয়বার ভাবিনি। একসময় কবরী, ববিতা, শাবানা ম্যাডামরা রুনা লায়লার গানের সঙ্গে ঠোঁট মেলানোর জন্য অপেক্ষা করেছেন। সেখানে রুনা লায়লা বলতেই আমার কাছে স্বপ্ন মনে হয়। আগেও ম্যাডামের (রুনা লায়লা) সুর করা একটি গানে মডেল হয়েছিলাম। গানটি গেয়েছিলেন রাহাত ফতেহ আলী।

প্রশ্ন:

চেয়েছিলেন সিনেমাই করে যাবেন, নিয়মিত কাজ করা হলো না কেন?

এখনো আমি সিনেমাই করতে চাই। এ জন্যই কিন্তু থিয়েটার, নাটক, স্বল্পদৈর্ঘ্য সিনেমা, মিউজিক ভিডিও, ফটোশুট করি। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে চরিত্রগুলো পাই না।

পেলেও কিছু করার জায়গা থাকে না। আমার প্রথম ছবি আলগা নোঙর-এর প্রধান চরিত্র আমি। পরে ভালো চরিত্রের জন্য অপেক্ষা করেছি। কারণ, এখানে নায়ক-নায়িকার বাইরের চরিত্রগুলোর গুরুত্ব থাকে না। এই কারণেই ঢাকা অ্যাটাক, চন্দ্রাবতী কথা সিনেমাগুলোয় দেরি করে যুক্ত হয়েছি। আমি চাই কেউ বলুক, ‘নওশাবা, এই চরিত্র তোমার জন্যই ঠিক করা।’ এটাই হবে অভিনেত্রী হিসেবে আমার সেরা প্রাপ্তি।

প্রশ্ন:

ভারতের একটি সিনেমায় নাম লিখিয়েছেন?

পাঁচ মাস আগে কলকাতা থেকে পরিচালক অন্নপূর্ণা বসু ও তাঁর টিম হঠাৎ আমার অভিনীত কিছু কাজের লিংক চায়। আমি কিছু কাজ দেখতে দিয়েছিলাম। পরে তারা জানাল, আমাকে তাদের পছন্দ। শুটিং শেষ করেছি। কয়েক দিন আগে ডাবিং শেষ করে এসেছি। এক দম্পতির ভ্রমণের গল্প নিয়ে সিনেমা। যাত্রাপথে নানা ঘটনা ঘটে।

সেগুলো সম্পর্কের ওপর কী প্রভাব ফেলে, এটা নিয়ে দারুণ গল্পটি। সিনেমাটির নাম এখনো ঠিক হয়নি।

প্রশ্ন:

‘আড়াল’, ‘ডোম’, ‘ষ’ কাজগুলো থেকে কেমন সাড়া পেয়েছেন?

অনলাইন প্ল্যাটফর্মের এই কাজগুলো থেকে ভালো সাড়া পেয়েছি। চরকির আড়াল-এ যৌনকর্মীর চরিত্রে দর্শক দেখেছেন, ষ হরর গল্প—প্রতিটা গল্পই একদম আলাদা। ঈদে মুক্তি পাওয়া অমানুষ সিনেমায় ডাকাতের চরিত্রে অভিনয় করেছি। সামনে মুক্তির অপেক্ষায় রয়েছে ওয়েব সিরিজ কানাগলি, ডোমপাড়া, সিনেমা ছায়াবৃক্ষ—এগুলোতেও চরিত্রের বৈচিত্র্য দর্শক পছন্দ করবেন।

প্রশ্ন:

খেলা দেখেন? কোন দলের ভক্ত আপনি?

খেলাও সেভাবে দেখতাম না। আমি কোনো দলেরই একনিষ্ঠ ভক্ত নই। কিন্তু মেসির কারণে আমি আর্জেন্টিনার সমর্থক। মেসির জন্য নিয়মিত খেলা দেখি। মেসি আমার পছন্দের খেলোয়াড়। তাঁর প্রতি ভালোবাসা দিন দিন বাড়ছে। তাঁদের জন্য শুভকামনা।