বিয়ের বয়স শেষ হয়ে যায়নি আমার

কলকাতার ‘ভয়’ সিনেমার ডাবিং শেষ করে সম্প্রতি দেশে ফিরেছেন নুসরাত ফারিয়া। তাঁর ‘ভয়’ ও ‘রকস্টার’ নামের দুটি ছবি এখন কলকাতার প্রেক্ষাগৃহে মুক্তির তালিকায় রয়েছে। তা ছাড়া ২৩ সেপ্টেম্বর বাংলাদেশে মুক্তি পেতে যাচ্ছে তাঁর অভিনীত ‘অপারেশন সুন্দরবন’ ছবিটি। ফারিয়া জানালেন, দেশে ফিরে তিনি বান্দরবানের থানচিতে গিয়েছিলেন। বুধবার তিনি ঢাকায় ফিরেছেন। শুটিং, নতুন ছবি, বিয়েসহ নানা প্রসঙ্গে কথা হলো এই তারকার সঙ্গে।

নুসরাত ফারিয়া

প্রশ্ন :

হঠাৎ থানচিতে কেন গিয়েছিলেন?

‘অপারেশন সুন্দরবন’ ছবির একটি গানের শুটিং বাকি ছিল। সামনে ছবিটির মুক্তি। গানটির শুটিং করতে গিয়েছিলাম। ‘তোর হাওয়াতে’ শিরোনামে রোমান্টিক গান এটি। পাহাড়, পাহাড়ের ফাঁকে আঁকাবাঁকা রাস্তা—কী যে সুন্দর লোকেশন! গানটির কথা ও সুরের সঙ্গে দারুণ মানিয়েছে লোকেশন। গানটির কোরিওগ্রাফি করেছেন বলিউডের বাবা যাদব। তিন দিন শুটিং হলো।

নুসরাত ফারিয়া

প্রশ্ন :

মাঝে তো বেশ কিছুদিন কলকাতায় ছিলেন।

হুম। বান্দরবানের শুটিংয়ের ঠিক দুই দিন আগে ফিরেছি। কলকাতায় ‘ভয়’ ছবির শুটিং শেষ হয়েছে বেশ আগেই। ডাবিং বাকি ছিল। সপ্তাহখানেক কলকাতায় ছিলাম। ছবির কাজ শেষ। এর আগে চলতি বছরের মার্চ মাসে কলকাতার ‘রকস্টার’ ছবিটির কাজ শেষ করে এসেছিলাম। এবার ছবির ডাবিং ছাড়াও আরও দুটি নতুন ছবির চিত্রনাট্য পড়েছি।

প্রশ্ন :

কলকাতার প্রেক্ষাগৃহে ‘ভয়’ ও ‘রকস্টার’ ছবি দুটি কবে মুক্তি পাবে?

‘ভয়’ ছবিটি অক্টোবরের শেষে মুক্তি পাবে বলে শুনেছি। এটি পরিচালনা করেছেন রাজা চন্দ। আমার বিপরীতে আছেন অঙ্কুশ। নভেম্বরের শেষে আংশুমান প্রত্যুষের ‘রকস্টার’। আমার বিপরীতে আছেন ইয়াশ। চূড়ান্ত তারিখ এখনো আমাকে জানানো হয়নি।

নুসরাত ফারিয়া

প্রশ্ন :

কলকাতায় কাজের ব্যস্ততা বেড়েছে মনে হচ্ছে।

আসলেই বেড়েছে। সেটা ইতিবাচকভাবেই। আমি খুশি। আমার শুরুটা হয়েছিল যৌথ প্রযোজনার ছবি ‘আশিকী’ দিয়ে। এরপর যৌথ প্রযোজনার অনেক ছবিতেই কাজ করেছি। এর মধ্যে ‘ইন্সপেক্টর নটি কে’ ও ‘বিবাহ অভিযান’ নামে কলকাতার আরও দুটি ছবি মুক্তি পেয়েছে। সামনে ‘ভয়’ ও ‘রকস্টার’ ছবি দুটি মুক্তি পাবে। তা ছাড়া তারকাবহুল একটি অনেক বড় বাজেটের ছবির সঙ্গে যুক্ত হয়েছি। এ ব্যাপারে প্রযোজনা প্রতিষ্ঠান থেকে আপাতত বলতে মানা আছে।

নুসরাত ফারিয়া

প্রশ্ন :

কিন্তু এর আগে আপনি বলেছিলেন, কলকাতার ছবি ‘বিবাহ অভিযান’–এর সিকুয়েল হবে। খবর কী?

‘বিবাহ অভিযান’ ছবিটি মুক্তির আগেই সিকুয়েল করার সিদ্ধান্ত হয়। সেভাবেই গল্প শেষ করা হয়েছে প্রথম কিস্তিতে। আরও আগেই শুটিং করার কথা ছিল। কিন্তু করোনার কারণে বন্ধ হয়ে যায়। এখন অক্টোবরে শুটিংয়ের প্ল্যান হচ্ছে। আগে পুরো শুটিং যুক্তরাজ্যে করার পরিকল্পনা ছিল। এখন থাইল্যান্ডে করার চিন্তাভাবনা।

নুসরাত ফারিয়া

প্রশ্ন :

২৩ সেপ্টেম্বর ‘অপারেশন সুন্দরবন’ মুক্তির ঘোষণা হয়েছে। আপনার প্রত্যাশা কেমন?

‘শাহেনশাহ’ ছবির মুক্তির প্রায় দুই বছর পর আমার ছবি মুক্তি পাচ্ছে। এটি একটি বড় আয়োজনের ছবি। প্রত্যাশা অনেক বেশি। কারণ, কাজটি অনেক ভালো হয়েছে। সময় নিয়ে ধরে ধরে কাজ হয়েছে। বাংলাদেশ সম্পর্কে একটি অন্য রকম ভিজ্যুয়াল এক্সপেরিয়েন্স হবে দর্শকের। এই ছবি দেখে দর্শক চোখের শান্তি পাবেন। কারণ, এর মধ্যে ভালো গল্প আছে, আছে অ্যাকশন, থ্রিলার ও রোমান্স।

নুসরাত ফারিয়া বেশ ফ্যাশনসচেতন
সংগৃহীত

প্রশ্ন :

‘হাওয়া’ ও ‘পরাণ’ ছবি দুটি ঢাকার চলচ্চিত্রে নতুন ইতিহাস গড়েছে। প্রায় দুই মাস ধরে প্রেক্ষাগৃহ মাতাচ্ছে ছবি দুটি। ঢাকাই ছবির নায়িকা হিসেবে বিষয়টি কীভাবে দেখছেন?

এটি ঢাকার চলচ্চিত্রের জন্য আশীর্বাদ। এই চিত্র দেখে চলচ্চিত্রের একজন মানুষ হিসেবে ঢাকার চলচ্চিত্র নিয়ে নতুনভাবে স্বপ্ন দেখছি। কারণ, প্রেক্ষাগৃহে দর্শকের ভিড় দেখলেই মন ভরে যায়। যেটি এখন হচ্ছে। এখন আরও ভালো ভালো ছবি তৈরির আগ্রহ বাড়বে। আমার বিশ্বাস, ‘অপারেশন সুন্দরবন’ ছবিটি দেখতেও ‘পরাণ’ ও ‘হাওয়া’ ছবির মতো প্রেক্ষাগৃহে দর্শক ভিড় করবেন।

নুসরাত ফারিয়া

প্রশ্ন :

শাকিব খান তো অনেক দিন পর দেশে ফিরেছেন। শুনলাম, এসেই প্রথম পর্দা ভাগাভাগি হবে আপনার সঙ্গে। সত্যি কি?

হ্যাঁ, হবে। ৪ সেপ্টেম্বর থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত শুটিং হবে। একটি বড় প্রতিষ্ঠানের একটি পণ্যের প্রচারের জন্য আমরা দুজন ২০২৩ সাল পর্যন্ত চুক্তিবদ্ধ। সেই পণ্যের একটি বিজ্ঞাপনের শুটিং হবে আমাদের।

নুসরাত ফারিয়া

প্রশ্ন :

২০২০ সালে ২১ মার্চ রনি রিয়াদ রশীদের সঙ্গে আপনার আংটিবদল হয়েছে। ওই বছরই নভেম্বর মাসে বিয়ে হওয়ার কথা ছিল। দুই বছর পার হয়ে যাচ্ছে, আজও হয়নি। তাহলে কবে?

এখনই বিয়ে আর হচ্ছে না। বিয়ের বয়স তো শেষ হয়ে যায়নি আমার। এখন আমার অনেক কাজ বাকি। কাজ শেষ না করে বিয়ে করছি না। কবে হবে, তা–ও বলতে পারছি না।