দপ করে জ্বলে উঠে নিভে যেতে চাই না

জিয়াউল রোশান। ফেসবুক থেকে
শিগগির মুক্তি পাবে ‘হারাধনের দশটি ছেলে’ ওয়েব সিরিজ। এতে দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন জিয়াউল রোশান। তাঁর আরও চারটি সিনেমা রয়েছে মুক্তির অপেক্ষায়। এসব কাজ ও নানা প্রসঙ্গে তাঁর সঙ্গে কথা বলল বিনোদন।

প্রশ্ন :

‘হারাধনের দশটি ছেলে’ সিরিজটি কবে মুক্তি পাবে?

ওটিটিতে মুক্তির জন্য পুরোপুরিই প্রস্তুত ১০ পর্বের সিরিজটি। যতটুকু জানতে পেরেছি, নভেম্বরের শেষের দিকে টফি অর্জিনালে এটি মুক্তির কথা। নায়ক-নায়িকানির্ভর গল্পের সিরিজ নয় এটি, একটি খুনকে কেন্দ্র করে গড়ে উঠেছে এর গল্প। আমি দ্বৈত চরিত্রে কাজ করেছি। একই গল্পে দ্বৈত চরিত্র করা সহজ নয়। এক ভিন্ন রোশানকে দেখা যাবে এতে।

জিয়াউল রোশান। ফেসবুক থেকে

প্রশ্ন :

গত মাসে ওয়েব ফিল্ম ‘অপলাপ’ মুক্তি পেয়েছে। আগামী মাসে আসছে নতুন সিরিজ। ওটিটিতে কাজের আগ্রহ বাড়ছে?

বছরে পাঁচটি সিনেমা করলে, একটি অন্তত ওটিটি প্ল্যাটফর্মের জন্য করব। সেভাবেই এগোচ্ছি। কারণ, ওটিটি প্ল্যাটফর্মের একটা আলাদা দর্শক আছে। তাঁদের অনেকে প্রেক্ষাগৃহে গিয়ে সিনেমা দেখেন না। সেই সব দর্শকের সঙ্গেও থাকতে চাই। একজন অভিনেতা হিসেবে সব শ্রেণির দর্শকের জন্য কাজ করা উচিত।

আরও পড়ুন

প্রশ্ন :

পাঁচ বছরে দেড় ডজন ছবিতে অভিনয় করেছেন। সুপারহিট কিংবা মনে রাখার মতো সিনেমা দর্শক আপনার কাছ থেকে এখনো পাননি। কী বলবেন?

সত্যি কথা কি, এখনো সুপারহিট বা জ্বলে ওঠার মতো কোনো চরিত্রে কাজ করতে পারিনি। তবে ‘অপারেশন সুন্দরবন’, ‘রক্ত’, ‘বেপরোয়া’ ছবিগুলোতে অভিনয় করে কিছুটা হলেও প্রশংসা পেয়েছি। তা ছাড়া সিনেমার বিষয়টি অনেক সময় ভাগ্যের ওপর নির্ভর করে। বেশ কিছু ভালো গল্পের ছবি পেয়েছিলাম, কিন্তু মুক্তির আগে-পরে সঠিক প্রচারের অভাবে ছবিটি দর্শকের কাছে ঠিকমতো পৌঁছায়নি। আবার ভালো গল্প পেলেও যত্ন নিয়ে সিনেমা তৈরি হয়নি। তবে আমি আশাহত নই। আমার বয়স কম, এখনো এগিয়ে যাওয়ার সময় আছে। আজকের শাকিব খান কিন্তু এক দিনে তৈরি হয়নি। শাকিব খানের ২৪ বছরের ক্যারিয়ার, আমার মাত্র ৫ বছরের। ধীরস্থির হয়ে এগোচ্ছি। দপ করে জ্বলে উঠে নিভে যেতে চাই না। কিছু ছবির গল্প, পরিচালক নির্বাচনে আমার ভুল ছিল। এখন বুঝেশুনে কাজ করতে চাইছি।

জিয়াউল রোশান। ফেসবুক থেকে

প্রশ্ন :

একটি ছবির শুটিংয়ে আপনার যুক্তরাজ্যে যাওয়ার কথা ছিল।

চলতি বছরের মাঝামাঝিতে ‘লন্ডন লাভ’ ছবিটির শুটিংয়ে আমার আর বুবলীর যুক্তরাজ্যে যাওয়ার কথা ছিল। কিন্তু ভিসা জটিলতায় সম্ভব হয়নি। ভিসার আবেদন করা হয়েছে, আশা করছি তাড়াতাড়িই পেয়ে যাব। ডিসেম্বরের প্রথম সপ্তাহে যাওয়ার শিডিউল আছে। এরই মধ্যে বাংলাদেশে ছবিটির তিন দিন কাজ হয়েছে।

প্রশ্ন :

এই মুহূর্তে আর কী কী কাজ করছেন?

আপাতত চারটি ছবি মুক্তির অপেক্ষায়—‘প্রেম পুরান’, ‘জামদানি’, ‘রিভেঞ্জ’ ও ‘করপোরেট’। এ ছাড়া ‘এক্সকিউজ মি’, ‘মায়া দ্য লাভ’ ও ‘তুমি যেখানে আমি সেখানে’ ছবিগুলোর শুটিং শেষের পথে।