দিনের পর দিন নিজেই নিজেকে ছাড়িয়ে যাচ্ছেন মেহজাবীন: শ্যামল মাওলা

সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জে মুক্তি পেয়েছে ভিকি জাহেদের ওয়েব সিরিজ ‘আরারাত’। মুক্তির পর ফিল্মটির রিফাত চরিত্রে শ্যামল মাওলার অভিনয় প্রশংসিত হচ্ছে। এ ছাড়া গত মঙ্গলবার রাতে ‘নাদান’ নামে একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। এসব নানা প্রসঙ্গে গত বুধবার তাঁর সঙ্গে কথা বলল বিনোদন

প্রথম আলো:

‘আরারাত’ থেকে কেমন সাড়া পাচ্ছেন?

শ্যামল মাওলা : ভালো। গল্পের মধ্যে একটা ভিন্নতা আছে। ভিকি জাহেদের কাজের একটা মান আছে। এই ফিল্মটির গল্পের চরিত্রগুলোর মধ্যে সমাজে অনেকেই নিজেকে খুঁজে পেতে পারেন। এ কারণেই হয়তো দর্শকের বেশি আগ্রহ দেখছি। প্রায় এক সপ্তাহ আগে এটি মুক্তি পেয়েছে। দেশ–বিদেশ থেকে খুবই ইতিবাচক সাড়া পাচ্ছি।

শ্যামল মাওলা। ছবি: অভিনেতার সৌজন্যে

প্রথম আলো :

এর আগে আপনার অভিনীত ‘সদরঘাটের টাইগার’, ‘ভাইরাস’, ‘দ্য সাইলেন্স’, ‘আমি কী তুমি, ‘মহানগর’সহ বেশ কটি ওয়েব ফিল্ম ও সিরিজ মুক্তি পেয়েছে। এই কাজ সব কটিকে ছাড়িয়ে যেতে পারে কি?

শ্যামল মাওলা : এটি তো বলা মুশকিল। কারণ, এর আগের কনটেন্টগুলোর একেকটি একেক গল্পের। দর্শকের  একেকটি একেক রকমভাবে ভালো লাগা আছে, কাজগুলোতে। এ কাজটিও দর্শকেরা নিজের মতো করে পছন্দ করছেন। তবে আমি যে কাজটি করি, আগের কাজের চেয়ে বেশি প্রস্তুতি, শ্রম, ঘাম দিয়ে ফুটিয়ে তোলার চেষ্টা করি। সেই জায়গা থেকে এই কাজটি আগের কাজগুলোর চেয়ে কতটা এগোবে, সেটা দর্শক বিচার–বিশ্লেষণ করবেন।

আরও পড়ুন
প্রথম আলো:

অনেকে মনে করেন, কলকাতার চেয়ে আমাদের এখানকার ওটিটির কাজের মান এগিয়ে যাচ্ছে। আপনি কী বলেন?

শ্যামল মাওলা
ছবি : সংগৃহীত

শ্যামল মাওলা : এ বিশ্বাসটি ইদানীং আমিও করি। ‘আরারাত’ মুক্তির পর সবার আগে কলকাতা থেকে প্রতিক্রিয়া পেয়েছি আমি। ওখানকার ইউটিউব চ্যানেল, ফেসবুক থেকে বেশি ইতিবাচক রিভিউ পেয়েছি। এখন আমাদের কাজ দেখার জন্য ওখানকার দর্শকেরা মুখিয়ে থাকেন। এর কারণ হিসেবে শুনেছি আমাদের গল্প বলার ধরন ওদের নাকি বেশি পছন্দ। তাঁরা নিজেরাই আমাদের কাজ এগিয়ে রাখেন। আমাদের কনটেন্টের প্রচুর দর্শক ওখানে।

প্রথম আলো:

‘দ্য সাইলেন্স’, ‘আমি কী তুমি’, ‘আরারাত’—পরপর তিনটি কনটেন্টেই আপনার বিপরীতে অভিনয় করেছেন মেহজাবীন চৌধুরী। সহশিল্পী হিসেবে কেমন দেখেন তাঁকে?

শ্যামল মাওলা : দারুণ একজন অভিনেত্রী। আমার কাছে মনে হয়, দিনের পর দিন নিজেই নিজেকে ছাড়িয়ে যাচ্ছেন তিনি। মেহজাবীন কাজের ব্যাপারে খুবই আন্তরিক।

প্রথম আলো :

শুনলাম, অনেক দিন পর বড় পর্দায় কাজ করতে যাচ্ছেন?

শ্যামল মাওলা : হ্যাঁ। অনেক দিন পর বড় পর্দায় কাজ করতে যাচ্ছি। ছবির নাম ‘নাদান’। প্রায় তিন বছর আগে স্ফুলিঙ্গ মুক্তি পেয়েছে। এর মধ্যে ডেড বডি নামে মাত্র একটি কাজ করেছি। এত দিন পর গত মঙ্গলবার রাতে ছবিটিতে চুক্তি করেছি। এটি অ্যাকশন সিনেমা। পুরো শুটিং হবে বান্দরবানের পাহাড়ে, নদীতে। আগামী ১০ মার্চ শুটিং শুরু হতে পারে। প্রস্তুতি শুরু করেছি। আমি সব সময়ই বড় পর্দায় কাজ করতে চাই। কিন্তু ব্যাটে–বলে মেলে না।

প্রথম আলো:

নাটকও তো কম করছেন।

শ্যামল মাওলা : গত কয়েক বছর হলো নাটক কম করছি। ওটিটিতে বেশি সময় দেওয়া হয়। কারণ, ওটিটির কাজের টিমওয়ার্ক ভালো। অনেক যত্ন নিয়ে এখানে কাজ করো হয়। ফলে একদিকে যেমন কাজটি ভালো হয়, অন্যদিকে চ্যালেঞ্জ নেওয়া যায় কাজে। তবে ওটিটির কাজের ফাঁকে ফাঁকে মাসে একটা–দুটো নাটকের কাজ করা হয়। আগে মাসে ছয় থেকে সাতটি নাটকে অভিনয় করতাম।