আমি এখন আর ভিউয়ের চাপ নেব না

সম্প্রতি মুক্তি পেয়েছে নাটক ‘পকেটমার’। এ নাটকে জুটি বেঁধেছেন অভিনেত্রী অহনা রহমান ও শামীম হাসান সরকার। ‘যেমন বউ তেমন শাশুড়ি’, ‘বিয়ে ট্রাবল’সহ তাঁদের বেশ কয়েকটি নাটকের ভিউ কোটির ওপরে। নাটকের এই জুটি ভক্তদের কাছ থেকে কেমন সাড়া পাচ্ছেন, সেসবসহ ব্যক্তিগত নানা প্রসঙ্গে কথা হলো অহনা রহমানের সঙ্গে।
অহনা রহমান। ছবি: শিল্পীর সৌজন্যে

প্রশ্ন :

আপনাকে ফোনে পাওয়া যাচ্ছিল না...

আমি শুটিংয়ে একটু ব্যস্ত ছিলাম। এ কারণে ফোন ধরতে পারিনি। এখন কথা বলতে পারব।

প্রশ্ন :

ফেসবুকে আপনার ও শামীমের পকেট মারার দৃশ্যের ভিডিও ঘুরছে...

হা হা। এটা একটা নাটকের দৃশ্য। ‘পকেটমার’ নাটকটি চার দিন আগে মুক্তি পেয়েছে। ইতিবাচক, নেতিবাচক—দুই রকম সাড়াই পাচ্ছি। একটা নাটক তো সবার ভালো লাগবে না। তবে আমার প্রতিটি নাটকই আমার কাছে সন্তানের মতো। এখন সব সন্তানই আমার কাছে সমান। আমি কি আমার কাজকে খারাপ বলব? আমার কাছে গল্প ভালো লাগলেই কাজ করি। কেমন হলো, সেটা আপনারা, দর্শকেরা বিচার করবেন।

প্রশ্ন :

শোনা যায়, অনেক নাটকের ক্ষেত্রে আগে থেকেই ভিউয়ের হিসাব কষা হয়। আপনার ক্ষেত্রে অভিজ্ঞতা কেমন?

ভিউয়ের চাপটা থাকে। কিন্তু আমি এখন আর ভিউয়ের চাপ নেব না। চাপ নেব না বলেই তো কাজ কমিয়ে দিয়েছি। খুব ভালো গল্প না হলে কাজই করব না। প্রয়োজনে দুই মাস বসে থাকব। যে ধরনের নাটক করেছি, সেগুলো করতে চাই না।

অহনা রহমান। ছবি: শিল্পীর সৌজন্যে

প্রশ্ন :

কেন এমন সিদ্ধান্ত নিলেন?

বিচিত্র বা ব্যতিক্রম চরিত্র ছাড়া একই রকম গল্পে কাজ করব না। আমি যে চরিত্রে কাজ করেছি, সেই কাজ কেন বারবার করব? এখন একটু সময় নিয়ে শুটিং করতে চাই।

প্রশ্ন :

আপনার ‘পকেটমার’ নাটকের সহশিল্পী শামীম হাসান সরকার বলছিলেন, অনেক সময় বাধ্য হয়েও কাজ করতে হয়...

আমি ভাই বাধ্য হয়ে অভিনয় করি না। চরিত্র পছন্দ হলেই কাজ করি। এমন নয় যে আমার এই চরিত্র পছন্দ আছে, সেই চরিত্র পছন্দ আছে। নেতিবাচক, ইতিবাচক যেটা ভালো লাগবে, সেই চরিত্রেই অভিনয় করব। এখন আরও ভালো কাজ করতে চাই। এখন থেকে ভেবে কাজ করব।

প্রশ্ন :

আপনার সহকর্মী অনেকেই তো ওটিটি প্ল্যাটফর্মে কাজ করেন, আপনার কী খবর?

আমি ওটিটিতে কাজ করতে চাই। ওই যে বললাম, ইউটিউবে আরও কিছু ভালো কাজ করি, তখন ওটিটিতে যাব।

অভিনেত্রী অহনা রহমান
ছবি: ফেসবুক

প্রশ্ন :

ইউটিউবের ভালো নাটকের সঙ্গে ওটিটিতে কাজ করার কোনো সম্পর্ক আছে?

নাটকে ভালো করলেই ওটিটিতে যেতে পারব, বিষয়টা সে রকম নয়। আমার তো ভালো কাজ আছেই। আমাকে বেশ কিছু ওটিটি প্ল্যাটফর্ম থেকে কাজের জন্য ডেকেছে। সামনে কাজ হবেও। তখন জানিয়ে দেব।

প্রশ্ন :

আপনার সঙ্গে শামীম হাসানের কাজগুলো কোটি ভিউ হচ্ছে, এই জুটি নিয়ে কিছু বলবেন?

আমাদের জুটি হিসেবে দর্শক পছন্দ করেন, সেটা জানি। আমরা তো কাজ করছি। কিন্তু আমরা একসঙ্গে অনেকগুলো কাজ করে ফেলেছি। ঈদের আগপর্যন্ত অনেক কাজ করেছি। পরে বিরতি নিয়েছিলাম। এখন আবার একটা বিরতি নিচ্ছি। এরপর পছন্দ না হলে কোনো কাজই করব না। এখন সবার সঙ্গেই কমবেশি কাজ করব। কিন্তু আমরা শুধু এক্সক্লুসিভ নাটক হলেই একসঙ্গে অভিনয় করব।

প্রশ্ন :

অবসরে কী করেন?

আমি আমার মতো করে থাকার চেষ্টা করি। নিজেকে সময় দিই, পরিবারের সঙ্গে থাকি। বই পড়ি। সিরিজ দেখি, সিনেমা দেখি। কিছু নাটক দেখার চেষ্টা করি।

প্রশ্ন :

এই সময়ের নাটক দেখে কী মনে হয়?

দর্শক হিসেবে আপনার কী মনে হয়?

অহনা রহমান। ছবি: শিল্পীর সৌজন্যে

প্রশ্ন :

কিছু কাজ ভালো হচ্ছে, কিছু মানের প্রশ্নে নিম্ন, সব মিলিয়ে ভালোর সংখ্যা আরও বাড়ানো দরকার, আর আপনার কাছে?

আমি আপনার সঙ্গে একমত। আমারও মনে হয়, ভালো কাজের সংখ্যা বাড়ানো দরকার। এ জন্য সবাইকে চেষ্টা করতে হবে। এটার কোনো পরিবর্তন কখনোই সম্ভব নয়।

প্রশ্ন :

আপনার সঙ্গে শামীম হাসানের কোনো সম্পর্ক আছে? গুজব ছড়িয়েছিল, আপনাদের বিয়েও হতে যাচ্ছে!

এমন কিছু নয়। বিয়ে করতে যাচ্ছি, এমন কোনো কথা আমরা কখনোই বলিনি বা লিখিনি। এটা সবার কল্পনা। কে কী ভেবেছেন, সেটা তো জানি না। এখন সবার মনের মধ্যে কি ঢুকতে পারব? আমরা ভালো বন্ধু; আমরা কি ফ্যামিলি ফ্রেন্ড হতে পারি না? এটাই, আর কিছু নয়।