আস্তে আস্তে জুটির পরিবর্তন হচ্ছে...

টেলিভিশন ও ইউটিউব মিলিয়ে গত মাসে তৌসিফ মাহবুবের ১৫টি নাটক প্রচারিত হয়েছে। এগুলোর মধ্যে ‘উড়াল পাখি’, ‘কাছের মানুষ’, ‘অনুরাগ’, ‘আগমন’সহ অনেক নাটকই আলোচনায় ছিল। নাটক, সিনেমায় অভিনয়ের প্রস্তুতিসহ নানা প্রসঙ্গে অভিনেতার সঙ্গে কথা বলেছে ‘বিনোদন’
তৌসিফ মাহবুব। অভিনেতার সৌজন্যে

প্রশ্ন :

কোথায় আছেন?

তানিম রহমান অংশুর ‘এখানে কেউ নেই’ নাটকের শুটিংয়ে আছি। গত সোমবার শুটিং শুরু হয়েছে নাটকটির। প্রায় ছয় বছর পর অংশু ভাইয়ের সঙ্গে কাজ করছি। একসময় তাঁর অনেক নাটকেই অভিনয় করেছি। চার বছর ধরে তিনি আর নাটক বানান না। এ কারণে আফসোসও ছিল। কারণ, ভালো নির্মাতাদের সঙ্গে কাজ করতেও আনন্দ লাগে। তিনি আবার ফিরলেন, ভালো লাগছে। আশা করছি, তাঁর সঙ্গে ভালো ভালো কাজ হবে।

আরও পড়ুন

প্রশ্ন :

গত ঈদে আপনার অভিনীত বেশ কিছু নাটক আলোচনায় ছিল। ঈদের সময় সাধারণত কোন ধরনের নাটক বেশি পছন্দ করেন দর্শক?

আমার কাছে মনে হয়, পারিবারিক গল্পনির্ভর নাটকই বেশি পছন্দ করেন দর্শক। কারণ, ঈদের সময় মানুষ পরিবারকেই খোঁজে। সবাই পরিবারের কাছে থাকতে চায়। পরিবারের সদস্যরা মিলে ঈদের নাটক উপভোগ করে। অনেক সময় নাটকের গল্পে নিজেদের জীবনকেও খুঁজে পায়। যেমন এই ঈদে আমার ‘কাছের মানুষ’, ‘আগমন’, ‘অনুরাগ’, ‘বাবার বিরিয়ানি’ নাটকগুলো পরিবারকেন্দ্রিক ছিল। আমার অন্যান্য নাটকের চেয়ে এই নাটকগুলো দর্শক বেশি দেখেছে, বেশি আলোচিত হয়েছে।

তৌসিফ মাহবুব। অভিনেতার সৌজন্যে

প্রশ্ন :

নাটকে আপনাদের সমসাময়িক নায়কদের কি জুটির পরিবর্তন হচ্ছে?

সময়ের সঙ্গে সঙ্গে নাটকের জুটিরও পরিবর্তন হবে, এটাই স্বাভাবিক। এর আগেও তো এমন হয়েছে। একসময় আমাদের সমসাময়িক অভিনেতাদের সঙ্গে মেহজাবীন চৌধুরী, তানজিন তিশা, তাসনিয়া ফারিণ, সাবিলা নূরদের টানা কাজ হয়েছে। আস্তে আস্তে জুটির পরিবর্তন হচ্ছে। নায়িকা হিসেবে তটিনী, সাদিয়া আয়মান, নিহারা চলে এসেছেন। তাঁদের সঙ্গে ভবিষ্যতে হয়তো টানা কাজ হবে। দেখা যাবে, তাঁদের সঙ্গে নতুন জুটি তৈরি হয়ে গেছে।

‘কাছের মানুষ’ নাটকের পোস্টার। ফেসবুক থেকে

প্রশ্ন :

ঈদের পর শুটিংয়ে ফিরেছেন?

ঈদের তো দেড় মাস হয়ে পার হয়ে গেল। এর মধ্যে ‘এমন একটা তুমি চাই’, ‘জোড়া শালিক’সহ চারটি নাটকের শুটিং করলাম। এত দিনে আরও কয়েকটি কাজ করা যেত। কিন্তু বৃষ্টিসহ নানা ঝামেলায় করা হয়নি।

প্রশ্ন :

আপনি সাক্ষাৎকারে বলেছেন, সিনেমা করতে আগ্রহী। কবে দেখা যাবে?

সেটা এখনই বলা মুশকিল। সত্যি কথা কি, নিশো ভাইকে দেখে সিনেমায় অভিনয়ের আগ্রহ বেড়েছে। নিশো ভাই নাটক থেকে সিনেমায় এসে এত বড় রকমের সফলতা অর্জন করলেন। দেখে মনে হয়েছে, আমিও চেষ্টা করে দেখি না। যখন আমার বন্ধু সিয়াম সিনেমায় আসে, ওই সময় আমিও প্রস্তাব পেয়েছিলাম। কিন্তু প্রস্তাবটি উপযুক্ত মনে হয়নি বলে তখন কাজ করিনি।