ধৈর্যের সীমা অতিক্রম করলে মুখ খুলব : পূজা চেরি

কয়েক দিন আগে বুবলী ও শাকিব খান তাঁদের আড়াই বছরের সন্তানকে প্রকাশ্যে এনেছেন। এর পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যম ও নানা অনলাইন পোর্টালে শাকিব খানের সঙ্গে পূজা চেরিকে জড়িয়ে শোনা যাচ্ছে নানা কথা। এ ব্যাপারে কী বলছেন পূজা চেরি? ঢাকাই ছবির এই উঠতি নায়িকার সঙ্গে কথা বলল প্রথম আলো।

পূজা চেরি

প্রশ্ন :

শাকিব খানের সঙ্গে আপনাকে জড়িয়ে নানা কথা শোনা যাচ্ছে।

এ পর্যন্ত যাদের সঙ্গে কাজ করেছি, সব নায়কের সঙ্গেই আমার প্রেমের কথা উঠেছে। কিন্তু কেউ প্রমাণ দিতে পেরেছেন? আমি যে শাকিব খানের সঙ্গে প্রেম করছি, কেউ কি দেখেছেন? কেউ কি দেখেছেন, আমি ও শাকিব খান একসঙ্গে কোনো রেস্তোরাঁয় বসে খাচ্ছি বা হাত ধরে আমরা হাঁটছি? কিছুটা প্রমাণ তো থাকতে হবে। তবে মিথ্যা বলব না, প্রেম তাঁর সঙ্গে করেছি; সেটা চরিত্রের জন্য, সিনেমার জন্য। আমি এর আগে সিয়ামের সঙ্গে, আদ্রিতের সঙ্গে রোমান্টিক দৃশ্য করেছি, প্রেমের গুজব উঠেছে। এবার শাকিব খানের সঙ্গে পর্দায় প্রেম করলাম, মানুষ বাস্তবে প্রেম বলছেন। এটা কেমন না? এখন আর কী করব, এসব শুনতে শুনতে অভ্যস্ত হয়ে গেছি। দেখছি, মানুষ আর কত কী বলতে পারে। খারাপ লাগছে, যেটি না (করেছি), তার দায়ভার, দোষ নিজের ঘাড়ে নিতে হচ্ছে। তবে আগ বাড়িয়ে আমি কিছুই বলব না। বললে তার মধ্যেও রটনাকারীরা আবার গন্ধ খুঁজবে।

প্রশ্ন :

কিন্তু অপু বিশ্বাস, বুবলীও তো শুরুতে এভাবে অস্বীকার করেছিলেন।

তাঁদের মতো তো আমি নায়িকা হয়ে প্রথম শাকিব খানের সঙ্গে কাজ করিনি। অন্য হিরোর সঙ্গে কাজ করেই কিন্তু আমি শাকিব খানের সঙ্গে কাজ করেছি। এর আগে শুনেছি, সিয়ামের সঙ্গে নাকি আমার প্রেম। এমনও শুনেছি, সিয়ামের বিয়ের সময় নাকি আমি ঘুমের ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করার চেষ্টা করেছি। কিন্তু বিষয়টি কি সত্যি হয়েছে? এমন তো না আমি অনেক কাজ করে ফেলেছি, আমার ক্যারিয়ার এখন নেই। তাই প্রেম, বিয়েশাদি করে চলে যাব। এখন আমার ক্যারিয়ার শুরু।

পূজা চেরি

প্রশ্ন :

টানা ১০টি ছবিতে শাকিব খানের নায়িকা হবেন, এমন কথাও শোনা যাচ্ছে। তার প্রস্তুতিও নাকি নিচ্ছেন। সত্যি কি?

গলুই ছবির পর আর কোনো কাজ কি আমাদের দুজনের হয়েছে? যুক্তরাষ্ট্রে রাজকুমার ছবির ঘোষণা দিয়েছেন শাকিব খান। সেই ছবিতে নায়িকা তো আমি নই। অনুদানের মায়া ছবিতে আমার নাম আছে। কিন্তু আমি তো এখনো চুক্তি করিনি। চুক্তি না করে কি বলতে পারি ওই ছবিতে শাকিব খানের নায়িকা আমি? অবশ্যই না। এমন হতে পারে আমি মায়াতে নেই। তাহলে শাকিব খানের সঙ্গে প্রেম, ১০টা ছবিতে কাজের প্রস্তুতির সত্যতার বিষয়টি আপনারাই যাচাই করুন।

পূজা চেরি

প্রশ্ন :

শোনা যায়, শাকিব খানের বাসায় বুবলীর সঙ্গে আপনার হাতাহাতি হয়েছে।

আমিও এটি শুনেছি। শুনে অবাক হয়েছি। এটা কীভাবে কী হলো, কোথা থেকে এই খবর বেরোল, আমি জানি না। চরম মিথ্যা কথা। আমার সঙ্গে বুবলী আপার দুই দিন দুটি অ্যাওয়ার্ড শোতে দেখা হয়েছিল। কথা হয়েছিল একটা শোতে। জাস্ট হাই–হ্যালো হয়েছে, এতটুকুই। যাঁরা এসব কথা বলছেন, তাঁরা প্রমাণ দিক যে আমরা শাকিব খানের বাসায় মারামারি করেছি। এ রকম কোনো মারামারি, গ্যাঞ্জাম হয়নি। আমি যদি মিথ্যা বলি, আমার ক্যারিয়ার ধ্বংস হয়ে যাবে, আমি ধ্বংস হয়ে যাব। ব্যাপারটা এত বাজেভাবে ছড়াচ্ছে, আর মানুষ এটা বিশ্বাস করছেন।

গলুই ছবিতে পূজা চেরি ও শাকিব খান

প্রশ্ন :

সামাজিক যোগাযোগমাধ্যমে আপনাকে রীতিমতো বুলিং করা হচ্ছে।

কয়েক দিন ধরেই দেখছি। শুধু আমি নিজে নই, আমার পরিবার, বন্ধুবান্ধবের পরিবারও হয়তো এসব দেখছে। খুব খারাপ লাগছে। আমি যা করছি না, তার দায়ভার আমাকে নিতে হচ্ছে। আমার পরিবার তো এখন বাবা, মা, ভাই-বোনের মধ্যে সীমাবদ্ধ নয়। আমার ভাইয়ের বউও আছে। তাঁদের পরিবারও এসব দেখছে। তারা কী ভাবছে? এমনও হতে পারে তারা ভাবছে, কী পরিবারে আমাদের মেয়েকে বিয়ে দিলাম। তা ছাড়া শাকিব খানের পরিবার আছে, এর বাইরে আর যাঁকে যাঁকে জড়িয়ে এসব বলা হচ্ছে, তাঁদের মানসিক অবস্থা কী, বুঝুন।

প্রশ্ন :

আপনাকে নিয়ে এত রটনা তাহলে কারা করছে?

দেখুন, আমি সাড়ে চার বছর একটা প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করেছি। ওই প্রতিষ্ঠান থেকে বের হওয়ার পর থেকেই আমাকে নিয়ে এসব গুজব ছড়ানো হচ্ছে। করতে থাকুক। এখন কিছু আর বলব না। আমার ধৈর্যের সীমা অতিক্রম করলে তখন মুখ খুলব।

প্রশ্ন :

৭ অক্টোবর ‘হৃদিতা’ মুক্তি পাচ্ছে, তার আগে ছবির প্রকাশিত দুটি গান মোটামুটি আলোচনায় এসেছে, ট্র্রেলারটি কিছুটা সমালোচিত হয়েছে। সিনেমাটি নিয়ে আপনার প্রত্যাশা কি?

আনিসুল হক স্যারের মুখে শুনেছি, ‘হৃদিতা’ গল্পটি লেখার সময় তিনি কেঁদেছেন। গল্পটি নিয়ে সিনেমা হলো। শুটিং শেষে ডাবিং করতে গিয়ে আমিও কেঁদেছিলাম। কাজটি করার পর আমার কাছে মনে হয়েছে, প্রেক্ষাগৃহে দর্শককে নাড়া দেবে ছবিটি। বিশেষ করে তরুণদের মধ্যে সাড়া ফেলবে ‘হৃদিতা’।

পূজা চেরি

প্রশ্ন :

এবার পূজায় কী করছেন?

অষ্টমী থেকে বিভিন্ন মন্দিরে যাব। আমার দেশের বাড়ি খুলনা। সেখানে একসময় বড় আয়োজনে পূজার মণ্ডপ হতো। একসময় যাওয়া হতো। এখন আর হয় না। এখন ঢাকাতে বনানীর মণ্ডপ, পুরান ঢাকার ঢাকেশ্বরীসহ বেশ কয়েকটি মণ্ডপে যাওয়া হয়। এবারও যাব।